জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের তিন দিনের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা সমস্যার সমাধানে যে আশার আলো জ্বলে উঠেছিল সফর শেষে তা অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে বললে অত্যুক্তি হবে না। বাংলাদেশ ত্যাগের আগে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুকে তাদের অগ্রাধিকার তালিকায় রাখার কথা বললেও একই সঙ্গে বলেছেন এই সংকটের দ্রুত কোনো সমাধান নেই। এটি একটি মানবিক সংকট ও মানবাধিকার ইস্যু। বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করবেন। চীন, রাশিয়ার মতো দেশগুলো রোহিঙ্গা সংকটের সমাধান চাইলেও নৃশংসতার দায়ে মিয়ানমারকে জবাবদিহিতায় আনার উদ্যোগে তারাই বাধা— এমন ইঙ্গিতও মিলেছে তাদের বক্তব্যে। এমনকি তারা নিরাপত্তা পরিষদকে নিয়ে খুব বেশি আশাবাদী হতেও নিষেধ করেছেন। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে যায় এমন উদ্যোগের ব্যাপারে ভেটো ক্ষমতাধর চীন ও রাশিয়ার অনীহার ব্যাপারে ইঙ্গিত করে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বলেছেন, ‘নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে জবাবদিহিতার কাঠামো সৃষ্টি করা অত্যন্ত কঠিন। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার মানবিক ভূমিকার প্রশংসা করে বলেছেন, এটি অবশ্যই বাংলাদেশের জন্য একটি বোঝা। বাংলাদেশ এ সংকটের জন্য দায়ী নয়। ১০ লাখেরও বেশি লোককে আশ্রয় দেওয়াও কঠিন কাজ। প্রতিনিধি দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে স্বেচ্ছায় নিরাপদ ও সম্মানজনকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা কাজ করবেন। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুততর করারও চেষ্টা চালাবেন তারা। রোহিঙ্গা সমস্যা প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশ কোনোভাবেই এ ইস্যুর কোনো পক্ষ নয়। নিতান্ত মানবিক কারণে বিশ্ব সমাজের আহ্বানে বাংলাদেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি নাগরিককে আশ্রয় দিতে বাধ্য হয়েছে। মিয়ানমার তার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে দৃষ্টিগ্রাহ্য কোনো উদ্যোগ না নেওয়ায় এ মানবিক সমস্যা জটিল হয়ে উঠছে। মানবিক বিপর্যয় এড়াতেই এ ব্যাপারে জাতিসংঘ আরও উদ্যোগী হবে— এমনটিই দেখতে চায় বাংলাদেশের মানুষ।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
রোহিঙ্গা সমস্যার সমাধান
জাতিসংঘকে উদ্যোগী হতে হবে
প্রিন্ট ভার্সন
