চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতালের চিকিৎসাসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকের ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর পর বহুল আলোচিত ম্যাক্স হাসপাতালসহ বেশকিছু বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর পর বেসরকারি হাসপাতাল মালিকরা এ পাল্টা পদক্ষেপ নেন। এ সিদ্ধান্তের সঙ্গে একাত্ম ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখা। অভিযানকালে অদক্ষ অনভিজ্ঞ ডাক্তার নার্স দ্বারা হাসপাতাল পরিচালনার জন্য ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অন্য একটি বেসরকারি হাসপাতাল সিএমসিআরের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ইনস্ট্রুমেন্ট, লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনাসহ নানা অনিয়মের জন্য ৪ লাখ টাকা জরিমানা করা হয়। র্যাব, স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসন অধিদফতরের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাসপাতালগুলোকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়। স্মর্তব্য, সাংবাদিক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে ২৮ জুন বিকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হলে ২৯ জুন রাতে তার মৃত্যু হয়। এর পর থেকে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা। এ ঘটনায় দুটি কমিটি করা হয়। এর মধ্যে সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি গত বৃহস্পতিবার রাতে তাদের দেওয়া প্রতিবেদনে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ প্রতিবেদনের পর ম্যাক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এরই প্রতিবাদে বেসরকারি হাসপাতাল মালিক ও চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের কেউ কেউ বেসরকারি হাসপাতাল মালিকদের সিদ্ধান্তকে ব্ল্যাকমেইলিং বলে অভিহিত করেছেন। চিকিৎসা একটি মানবিক পেশা। কিন্তু দেশে ব্যাঙের ছাতার মতো শত শত বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক গড়ে উঠেছে। সেবা নয়, যেভাবেই হোক রোগী বা তাদের অভিভাবকদের পকেট কাটা তাদের উদ্দেশ্য। অনেক চিকিৎসক রোগীদের ঠিকমতো না দেখেই প্রেসক্রিপশন দেন। চিকিৎসা ক্ষেত্রে বিদ্যমান নৈরাজ্যের অবসানে সরকার কড়া পদক্ষেপ নেবে— এমনটিই দেখতে চায় দেশবাসী।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
চট্টগ্রামে চিকিৎসক ধর্মঘট
এ ব্ল্যাকমেইলিং গ্রহণযোগ্য নয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর