নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা প্রকাশের পর থেকে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক সৃষ্টি হয়, তাতে পানি ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিসহ সমমনা দলগুলো ইভিএমের সাহায্যে সরকারি দল কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে আসার ষড়যন্ত্র করছে এমন অভিযোগও করে। ক্ষমতাসীন মহাজোটেও ইভিএম ব্যবহার নিয়ে ভিন্নমত দেখা দেয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া ইভিএম ব্যবহার করা ঠিক হবে না বলে তারা মতও দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ভোট গ্রহণের কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশে ইভিএম আসার পর তিনি সব সময় এ পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে ছিলেন এবং এখনো আছেন। তবে এটি তাড়াহুড়া করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটি প্রাকটিসের ব্যাপার। এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে। তিন সিটি করপোরেশন নির্বাচনে কিছু কিছু জায়গায় ইভিএম ইলেকশন হয়েছে। এ পদ্ধতির সুবিধা হলো মানুষ টিপ দিয়ে ভোট দিতে পারে। সঙ্গে সঙ্গে নির্বাচনের ফলাফল জানতে পারে। সরকার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে থাকলেও সেটি চাপিয়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন তা এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটাবে বলে আশা করা যায়। এর ফলে আগামী নির্বাচনে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ভোটকেন্দ্র বা বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হলেও সার্বিকভাবে কোনো আসনে পূর্ণাঙ্গভাবে এ পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক হাজার কোটি টাকা খরচ করে ইভিএম আমদানির যে প্রস্তুতি নিচ্ছিল, আশা করা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তা থেমে যাবে। ইভিএম নিয়ে যে অনাকাক্সিক্ষত বিতর্ক সৃষ্টি হয়েছে তারও ইতি ঘটবে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এক তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহারের যে অভিলাষ ব্যক্ত করেছিল তাতে আর যাই হোক সুচিন্তা ও সুবিবেচনা ঠাঁই পায়নি। নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে তারা ঘোড়ার আগে গাড়িজুড়ে দেওয়ার যে অবিমৃশ্যকারিতা দেখিয়েছেন তা কাম্য ছিল না।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য
ইভিএম বিতর্কের অবসান হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর