নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা প্রকাশের পর থেকে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক সৃষ্টি হয়, তাতে পানি ঢেলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপিসহ সমমনা দলগুলো ইভিএমের সাহায্যে সরকারি দল কারচুপির মাধ্যমে নির্বাচনে জিতে আসার ষড়যন্ত্র করছে এমন অভিযোগও করে। ক্ষমতাসীন মহাজোটেও ইভিএম ব্যবহার নিয়ে ভিন্নমত দেখা দেয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া ইভিএম ব্যবহার করা ঠিক হবে না বলে তারা মতও দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইভিএমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ভোট গ্রহণের কথা উল্লেখ করে বলেন, আমাদের দেশে ইভিএম আসার পর তিনি সব সময় এ পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে ছিলেন এবং এখনো আছেন। তবে এটি তাড়াহুড়া করে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটি প্রাকটিসের ব্যাপার। এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে। তিন সিটি করপোরেশন নির্বাচনে কিছু কিছু জায়গায় ইভিএম ইলেকশন হয়েছে। এ পদ্ধতির সুবিধা হলো মানুষ টিপ দিয়ে ভোট দিতে পারে। সঙ্গে সঙ্গে নির্বাচনের ফলাফল জানতে পারে। সরকার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পক্ষে থাকলেও সেটি চাপিয়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে সুস্পষ্ট বক্তব্য রেখেছেন তা এ সংক্রান্ত বিতর্কের অবসান ঘটাবে বলে আশা করা যায়। এর ফলে আগামী নির্বাচনে পরীক্ষামূলকভাবে কোনো কোনো ভোটকেন্দ্র বা বুথে ইভিএমে ভোট গ্রহণ করা হলেও সার্বিকভাবে কোনো আসনে পূর্ণাঙ্গভাবে এ পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে না। নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক হাজার কোটি টাকা খরচ করে ইভিএম আমদানির যে প্রস্তুতি নিচ্ছিল, আশা করা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তা থেমে যাবে। ইভিএম নিয়ে যে অনাকাক্সিক্ষত বিতর্ক সৃষ্টি হয়েছে তারও ইতি ঘটবে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই এক তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহারের যে অভিলাষ ব্যক্ত করেছিল তাতে আর যাই হোক সুচিন্তা ও সুবিবেচনা ঠাঁই পায়নি। নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে তারা ঘোড়ার আগে গাড়িজুড়ে দেওয়ার যে অবিমৃশ্যকারিতা দেখিয়েছেন তা কাম্য ছিল না।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
প্রধানমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য
ইভিএম বিতর্কের অবসান হোক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর