দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তা আসে দেশবাসীর দেওয়া কর থেকে। বাংলাদেশে এ মুহূর্তে সরাসরি করদাতার সংখ্যা ৩০ লাখ। বিভিন্নভাবে কর দেয় ১ কোটি মানুষ। তবে আয়কর দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ৫ কোটি; যারা আয়করের তালিকায় অন্তর্ভুক্ত হলে দেশের উন্নয়নের গতি অন্তত তিন গুণ বেড়ে যাবে। দারিদ্র্য বিমোচনে অর্জন হবে বড় ধরনের সাফল্য। যারা কর দেন তারা যাতে সন্তুষ্ট চিত্তে কর দিতে পারেন এবং যারা কর দেন না তারা যাতে করদানে উৎসাহী হন তা নিশ্চিত করতে বর্তমান সরকারের আমলে করবান্ধব পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে আয়কর মেলা। গত মঙ্গলবার করদাতার উপচে পড়া ঢলে প্রথম দিনেই জমে উঠেছে আয়কর মেলা। মেলা শুরুর আগেই কয়েক হাজার করদাতা ও দর্শনার্থীর সরব উপস্থিতিতে রাজধানীর অফিসার্স ক্লাবপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। করমেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একসময় কর দেওয়ায় অনীহা ছিল। সবাই মনে করত, কর দিলে সারা জীবনের জন্য প্যাঁচে পড়ে গেলাম। এ মনোভাবে পরিবর্তন এসেছে। এখন করদাতার সংখ্যা ৩০ লাখের বেশি। তবে বিভিন্নভাবে ১ কোটি মানুষ কর দেয়। উন্নয়ন এগিয়ে নিতে এই ১ কোটির সঙ্গে আরও ৪ কোটি মানুষ কর দিলে সরকার জনগণকে যে সেবা দেয় তার ব্যাপ্তি আরও বাড়ানো যাবে। আয়কর মেলার প্রথম দিনেই মোট ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা আদায় করেছে এনবিআর। রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ, চার জেলা ও সাত উপজেলা এ মোট ১৯টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়কর মেলায় বিপুলসংখ্যক মানুষের উৎসবী পরিবেশে অংশগ্রহণ প্রমাণ করেছে আয়কর দেওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের এক বড় অংশই কর দিতে আগ্রহী। কিন্তু সদিচ্ছা থাকলেও হয়রানির ভয়ে অনেকেই কর দিতে চান না। এ আতঙ্কের অবসানে আয়কর অফিসগুলোয় করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। আয়কর কর্মকর্তাদের আচরণেও পরিবর্তন আনা দরকার। আয়কর অফিসে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য রয়েছে তা থামানোও জরুরি।
শিরোনাম
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর