দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তা আসে দেশবাসীর দেওয়া কর থেকে। বাংলাদেশে এ মুহূর্তে সরাসরি করদাতার সংখ্যা ৩০ লাখ। বিভিন্নভাবে কর দেয় ১ কোটি মানুষ। তবে আয়কর দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ৫ কোটি; যারা আয়করের তালিকায় অন্তর্ভুক্ত হলে দেশের উন্নয়নের গতি অন্তত তিন গুণ বেড়ে যাবে। দারিদ্র্য বিমোচনে অর্জন হবে বড় ধরনের সাফল্য। যারা কর দেন তারা যাতে সন্তুষ্ট চিত্তে কর দিতে পারেন এবং যারা কর দেন না তারা যাতে করদানে উৎসাহী হন তা নিশ্চিত করতে বর্তমান সরকারের আমলে করবান্ধব পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে আয়কর মেলা। গত মঙ্গলবার করদাতার উপচে পড়া ঢলে প্রথম দিনেই জমে উঠেছে আয়কর মেলা। মেলা শুরুর আগেই কয়েক হাজার করদাতা ও দর্শনার্থীর সরব উপস্থিতিতে রাজধানীর অফিসার্স ক্লাবপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। করমেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একসময় কর দেওয়ায় অনীহা ছিল। সবাই মনে করত, কর দিলে সারা জীবনের জন্য প্যাঁচে পড়ে গেলাম। এ মনোভাবে পরিবর্তন এসেছে। এখন করদাতার সংখ্যা ৩০ লাখের বেশি। তবে বিভিন্নভাবে ১ কোটি মানুষ কর দেয়। উন্নয়ন এগিয়ে নিতে এই ১ কোটির সঙ্গে আরও ৪ কোটি মানুষ কর দিলে সরকার জনগণকে যে সেবা দেয় তার ব্যাপ্তি আরও বাড়ানো যাবে। আয়কর মেলার প্রথম দিনেই মোট ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা আদায় করেছে এনবিআর। রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ, চার জেলা ও সাত উপজেলা এ মোট ১৯টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়কর মেলায় বিপুলসংখ্যক মানুষের উৎসবী পরিবেশে অংশগ্রহণ প্রমাণ করেছে আয়কর দেওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের এক বড় অংশই কর দিতে আগ্রহী। কিন্তু সদিচ্ছা থাকলেও হয়রানির ভয়ে অনেকেই কর দিতে চান না। এ আতঙ্কের অবসানে আয়কর অফিসগুলোয় করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। আয়কর কর্মকর্তাদের আচরণেও পরিবর্তন আনা দরকার। আয়কর অফিসে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য রয়েছে তা থামানোও জরুরি।
শিরোনাম
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন