দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তা আসে দেশবাসীর দেওয়া কর থেকে। বাংলাদেশে এ মুহূর্তে সরাসরি করদাতার সংখ্যা ৩০ লাখ। বিভিন্নভাবে কর দেয় ১ কোটি মানুষ। তবে আয়কর দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ৫ কোটি; যারা আয়করের তালিকায় অন্তর্ভুক্ত হলে দেশের উন্নয়নের গতি অন্তত তিন গুণ বেড়ে যাবে। দারিদ্র্য বিমোচনে অর্জন হবে বড় ধরনের সাফল্য। যারা কর দেন তারা যাতে সন্তুষ্ট চিত্তে কর দিতে পারেন এবং যারা কর দেন না তারা যাতে করদানে উৎসাহী হন তা নিশ্চিত করতে বর্তমান সরকারের আমলে করবান্ধব পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে আয়কর মেলা। গত মঙ্গলবার করদাতার উপচে পড়া ঢলে প্রথম দিনেই জমে উঠেছে আয়কর মেলা। মেলা শুরুর আগেই কয়েক হাজার করদাতা ও দর্শনার্থীর সরব উপস্থিতিতে রাজধানীর অফিসার্স ক্লাবপ্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। করমেলায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একসময় কর দেওয়ায় অনীহা ছিল। সবাই মনে করত, কর দিলে সারা জীবনের জন্য প্যাঁচে পড়ে গেলাম। এ মনোভাবে পরিবর্তন এসেছে। এখন করদাতার সংখ্যা ৩০ লাখের বেশি। তবে বিভিন্নভাবে ১ কোটি মানুষ কর দেয়। উন্নয়ন এগিয়ে নিতে এই ১ কোটির সঙ্গে আরও ৪ কোটি মানুষ কর দিলে সরকার জনগণকে যে সেবা দেয় তার ব্যাপ্তি আরও বাড়ানো যাবে। আয়কর মেলার প্রথম দিনেই মোট ২১৮ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৪৮ টাকা আদায় করেছে এনবিআর। রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগ, চার জেলা ও সাত উপজেলা এ মোট ১৯টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়কর মেলায় বিপুলসংখ্যক মানুষের উৎসবী পরিবেশে অংশগ্রহণ প্রমাণ করেছে আয়কর দেওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের এক বড় অংশই কর দিতে আগ্রহী। কিন্তু সদিচ্ছা থাকলেও হয়রানির ভয়ে অনেকেই কর দিতে চান না। এ আতঙ্কের অবসানে আয়কর অফিসগুলোয় করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। আয়কর কর্মকর্তাদের আচরণেও পরিবর্তন আনা দরকার। আয়কর অফিসে মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য রয়েছে তা থামানোও জরুরি।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
আয়কর মেলা
করবান্ধব পরিবেশ সৃষ্টি হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর