রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কটি আট লেনে রূপান্তরের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং একে দেশের যোগাযোগব্যবস্থা সহজতর করার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে যাতায়াতে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ যানবাহন চলায় যানজট এ সড়ক ব্যবহারকারীদের নিয়তির লিখনে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সড়কটি আট লেনে উন্নীত করে এক্সপ্রেসওয়ে করার পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ প্রকল্পটি বাস্তবায়নে গত জুলাইয়ে নীতিগত অনুমোদনও দিয়েছে সরকারের ক্রয়-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। আট লেনের এ মহাসড়ক প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঝের ছয় লেনে হবে এক্সপ্রেসওয়ে। দুই পাশে থাকবে একটি করে সার্ভিস লেন। টোল আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয় তুলে নেবে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। ছয় লেনের এক্সপ্রেসওয়ে হলে এ অংশটিতে যান চলা নির্বিঘ্ন হবে। বিভিন্ন পয়েন্টে থাকবে এন্ট্রি পয়েন্ট। ফলে এসব পয়েন্ট দিয়ে যানবাহনগুলো সহজেই এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে যেতে পারবে। গাবতলী, হেমায়েতপুর, সাভার ও নবীনগরের ইন্টারচেঞ্জগুলোয় নির্মাণ করা হবে ফ্লাইওভার। বিভিন্ন পয়েন্টে পথচারী সেতু ও পারাপারের জন্য নির্মাণ করা হবে ছয়টি আন্ডারপাস। ধীরগতির যানবাহনসহ যেসব বাহনের এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার প্রয়োজন হবে না সেগুলো চলাচল করবে দুই পাশের সার্ভিস লেনে। বর্তমানে গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে প্রশস্ত করা হয়েছে গাবতলী থেকে নবীনগর পর্যন্ত। যানজটের কারণে এ দূরত্ব অতিক্রম করতে ১ ঘণ্টার বেশি লাগে। সড়কটি আট লেনে পরিণত হলে যানজট প্রায় শূন্য পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানীর সড়কপথের যোগাযোগ সহজতর হবে। সড়কটির কারণে সংশ্লিষ্ট এলাকাসমূহের শিল্পায়নে গতি সৃষ্টি হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ বয়ে আনবে।
শিরোনাম
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
গাবতলী-পাটুরিয়া সড়ক
আট লেন যোগাযোগ ক্ষেত্রে স্বস্তি আনবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর