প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি-জঙ্গি-মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তার সরকারের অঙ্গীকারের কথা আবারও ঘোষণা করেছেন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি গ্রামে শহরের সুযোগ-সুবিধা সম্প্রসারণের নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন- আমার শহর হবে আমার গ্রাম। বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য নানা কারণেই তাৎপর্যের দাবিদার। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বিশাল বিজয়ের পেছনে বিরোধী দলের নেতৃত্বহীন ছত্রভঙ্গ অবস্থার বিপরীতে মহাজোটের সুদৃঢ় নেতৃত্বের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকারগুলো ভোটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে। ১০ বছরের অভিজ্ঞতায় দেশবাসী দেখেছে বাংলাদেশকে পিছিয়ে পড়া অবস্থান থেকে সামনের কাতারে এগিয়ে নিতে শেখ হাসিনার সরকার আন্তরিক ভূমিকা রেখেছে। নানা ভুল-ত্রুটি সত্ত্বেও দেশের উন্নয়নে সরকারের অঙ্গীকারবদ্ধ ভূমিকার কারণে গত নির্বাচনে প্রতিপক্ষের ভূমিধস ঘটিয়ে নিজেদের জন্য বড় বিজয় অর্জন করতে পেরেছে আওয়ামী লীগ। গত এক দশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে অনেকখানি এগিয়েছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন সরকার। দুর্নীতি বন্ধে সে তুলনায় সাফল্য কম হলেও স্বীকার করতেই হবে এখন আর বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের মানুষকে লজ্জিত হতে হয় না। গত নির্বাচনে গ্রামে শহরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং দুর্নীতি-জঙ্গি-সন্ত্রাস ও মাদক নির্মূলের অঙ্গীকারের প্রতি আস্থা রেখেই দেশবাসী আওয়ামী লীগ তথা মহাজোটকে ভোট দিয়েছে। নির্বাচনোত্তর বিজয় সমাবেশে সে অঙ্গীকার পূরণের যে প্রত্যয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তা প্রশংসার দাবিদার। দেশের মানুষের দৃঢ় আস্থা নির্লোভ মনোভাবের অধিকারী বঙ্গবন্ধুকন্যার পক্ষেই দেশকে দুর্র্নীতির অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকের হাত থেকে জাতিকে রক্ষার ক্ষেত্রে তিনি কাণ্ডারির ভূমিকা রাখবেন এটি গণমানুষের প্রত্যাশা। এ কঠিন লড়াইয়ে তিনি কতটা সফল হবেন তার ওপর সরকারের সুনামও অনেকাংশে নির্ভর করছে। এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
প্রধানমন্ত্রীর অঙ্গীকার
দেশ হোক দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর