শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ আপডেট:

ইতিহাসের প্রতিশোধ, হাসিনার হাতে বিএনপির রাজনীতি ডিফিকাল্ট

পীর হাবিবুর রহমান
প্রিন্ট ভার্সন
ইতিহাসের প্রতিশোধ, হাসিনার হাতে বিএনপির রাজনীতি ডিফিকাল্ট

বিএনপি-জামায়াত শাসনামলে আধুনিক মালয়েশিয়ার জনক ড. মাহাথির মোহাম্মদ ঢাকায় এসেছিলেন। মালয়েশিয়াকে উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করে তিনি তখন ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন।

বাংলাদেশে তখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংসদে বিরোধী দলের নেতা আজকের প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনা। হোটেল সোনারগাঁওয়ে মাহাথির মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা। শেখ হাসিনা সেই বৈঠকে মাহাথিরের হাত ধরে মালয়েশিয়ার বিস্ময়কর উত্থানের প্রশংসা করেছিলেন। মাহাথির তখন শেখ হাসিনাকে বলেছিলেন, আমার প্রথম পাঁচ বছরের শাসনামলের চেয়ে আপনার পাঁচ বছরের শাসনামল উত্তম। কিন্তু আমরা দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নীতির পরিবর্তন করিনি আর দুর্নীতির লাগাম টেনে ধরেছি। তাই আজকের মালয়েশিয়া বিশ্বে এভাবে ঘুরে দাঁড়িয়েছে।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের রেকর্ড ভঙ্গ করা বিজয়ের পর আওয়ামী লীগের বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নয়, রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে নেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিকনির্দেশনা দিয়ে বলেছেন, দেশ এগিয়েছে। দেশ এগিয়ে যাবে।

এই নিয়ে টানা তৃতীয়বার ও সর্বমোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর বিজয়-উত্তর আওয়ামী লীগের বর্ণাঢ্য জনসমুদ্রে তিনি পরিষ্কার চারটি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। যার তিনটি যুদ্ধ তিনি আগেই শুরু করেছেন। তা হচ্ছে- সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ। এই চলমান তিন যুদ্ধে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রশ্নে তিনি শতভাগ সাফল্যের মুকুট পরেছেন। এবার তাঁর যুদ্ধ হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে। যে দুর্নীতি ক্যান্সারের মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রায় ৫০ বছরে বাসা বেঁধেছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের চেয়েও এ যুদ্ধ কঠিন যুদ্ধ।

দুর্নীতি উপর থেকে তৃণমূলে শিকড় গেড়েছে। নানামুখী পথ ধরে রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রচ্ছায়ায় দুর্নীতির ডালপালা বিস্তৃত হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের ওয়ার্কিং কমিটি থেকে টিমওয়ার্কের ভিত্তিতে নেতা-কর্মীরা তৃণমূল থেকে দলকে যেভাবে জাগিয়েছিলেন, সংগঠিত করেছিলেন, তাতে নির্বাচনে গণজাগরণ ঘটিয়ে বিশাল বিজয় নিয়ে এসেছেন।

মালয়েশিয়ার সফল নেতা মাহাথির মোহাম্মদ তাঁর দেশে গণতন্ত্র কতটা দিতে পেরেছিলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু আধুনিক রাষ্ট্র গঠনে যে সফল হয়েছেন, তা তাঁর শত্রুও স্বীকার করবে, ভুল করবে না।

বাংলাদেশেও নব্বই-উত্তর গণতন্ত্রের নবযাত্রায় গ্রহণযোগ্য নির্বাচনের ধারাবাহিকতায় সরকারের পালাবদল ঘটলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেছে, এ কথা কেউ যেমন হলফ করে বলতে পারবে না, তেমনি দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে নেওয়া হয়েছে, তাও বলা যাবে না।

২০০১ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী দলের ওপর দমন-নির্যাতন, দুর্নীতির মহোৎসব, একের পর এক রাজনৈতিক হত্যাকান্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা এমনকি একুশের গ্রেনেড হামলার মতো প্রকাশ্য দিবালোকে ভয়াবহ হামলা চালিয়ে দিনদুপুরে শান্তিসমাবেশ থেকে তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাসহ তাঁর দলের নেতাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নির্লজ্জ চেষ্টা বিশ্ববিবেককে যেমন নাড়া দিয়েছিল, তেমনি গোটা দেশের মানুষকে স্তম্ভিত করেছিল।

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কালো হাত প্রসারিত করে গোটা দেশকে গ্রেনেড বোমা, সন্ত্রাস ও বাংলা ভাইদের উত্থান ঘটিয়ে, ১০ ট্রাক অস্ত্র পাঠিয়ে এমনকি লাখো শহীদের রক্তে রঞ্জিত স্বাধীন দেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। সে দিনগুলো ছিল দুঃসহ, বিভীষিকাময়। গোটা রাষ্ট্রের হৃৎপি- থেকে রক্তক্ষরণ ঘটছিল। মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত হেনে, এমনকি ক্ষমতায় আবার ফিরে আসার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নির্বাচন কমিশনকেই দলীয়করণ করা হয়নি, এক কোটি ভুয়া ভোটার তালিকাই করা হয়নি, নিজেদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে চতুরতার সঙ্গে বিচারপতিদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বিএনপি-জামায়াত জোট সরকারের পাশাপাশি হাওয়া ভবনকেন্দ্রিক দোর্দণ্ড প্রতাপশালী তারেক রহমানকে ঘিরে প্যারালাল সরকার সৃষ্টি করা হয়েছিল।

বিএনপির শীর্ষ পর্যায়ের মন্ত্রী-নেতারা অপমান-অপদস্থ হচ্ছিলেন। বঙ্গভবন থেকে দলীয় এমপিদের কঠোর সমালোচনার মুখে পদত্যাগ করেই সেদিনের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজ্জা চৌধুরী রেহাই পাননি। বিকল্পধারা গঠন করায় তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। তাঁর সভা পন্ড করে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। বীতশ্রদ্ধ হয়ে দল ছেড়ে দেওয়া বিএনপির মন্ত্রী-নেতাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে প্রথমে ১৪ দল পরে মহাজোট গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের ৩৫ দফা সংস্কার প্রস্তাব সামনে নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। সেদিন বিএনপি তার দলীয় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে দিয়ে সব ক্ষমতা কুক্ষিগত করে বিরোধী দলের দাবি উপেক্ষা করে একতরফাভাবে একদলীয় নির্বাচনের পথে হেঁটে রাষ্ট্রপতির পাশাপাশি তাঁকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছিল। উপদেষ্টা পরিষদ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা দেখতে না পারায় ও ইয়াজউদ্দিনের পুতুলনাচের স্বেচ্ছাচারিতায় বীতশ্রদ্ধ হয়ে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। তবু সেদিন ক্ষমতার উচ্চাভিলাষে অন্ধ বিএনপি আত্মঘাতী পথ থেকে সরে না দাঁড়িয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারে দু-এক জন গোপাল ভাঁড়ের জন্ম দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসার চেষ্টা করেছে।

অন্যদিকে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রক্তাক্ত সহিংসতার পথই নেয়নি, জনজীবন অচল হয়ে পড়েছিল। এমনি পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাসমর্থিত ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে। সেই সরকার তিন মাসের মধ্য নির্বাচন না দিয়ে টানা দুই বছর রাষ্ট্র পরিচালনা করে। দুই নেত্রীকে জেল খাটায়। রাজনৈতিক নেতা-কর্মীর ওপর কঠোর দমননীতি চালায়। রাজনীতিবিদদের সঙ্গে ব্যবসায়ীদের ওপর অত্যাচারের খড়্গ নেমে আসে। কেউ কেউ কারাগারেও নিক্ষিপ্ত হন। কেউ কেউ পলাতক হয়ে দেশান্তরী হন। ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়। অনেকের কপালে ঢালাও দুর্নীতির মামলা থেকে মদের মামলাও দেওয়া হয়।

ব্যাপক জনসমর্থন নিয়ে আসা ওয়ান-ইলেভেন সরকারের বিদায় ঘণ্টা বাজে উগ্র, হঠকারী বেপরোয়া শাসনের ফলে। অন্যদিকে সরকারের শুরুতেই রাজনৈতিক সংস্কারের নামে অরাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের দাবিতে প্রতিবাদী হয়ে ওঠেন শেখ হাসিনা। দেশের বাইরে বিদেশ থেকে তাঁর দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি হলেও সাহসিকতার সঙ্গে আপসহীন চ্যালেঞ্জ নিয়ে দেশেই ফেরেননি, তাঁর অবস্থানে অটল থাকেন। এজন্য কারাগারে নিয়েও তাঁকে বা তাঁর দল আওয়ামী লীগকে নত করা যায়নি।

২০০৮ সালে স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে বিদায় নিতে হয় মইন উদ্দিন-ফখরুদ্দীন সরকারকে। আর সেই নির্বাচনে বিশাল গণরায় নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। বিশ্বমোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে মুজিবকন্যা শেখ হাসিনা তাঁর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর যুদ্ধাপরাধীদের একদিকে যেমন ফাঁসিতে ঝুলিয়ে দেন। অন্যদিকে বিএনপি-জামায়াত শাসনামলে আটকে রাখা বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচার সম্পন্ন করে খুনিদের ফাঁসিতে ঝোলান।

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন নির্বাচন কমিশন থেকে বাতিলই হয়নি, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশের তরুণ প্রজন্মকেও গণজাগরণে সম্পৃক্ত করেন। দেশের বিদ্যুৎ, যোগাযোগব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি খাতে রীতিমতো বিপ্লব ঘটান।

২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াতের সহিংস বর্জন কর্মসূচিকে মোকাবিলা করে নির্বাচনী বৈতরণী পার হয়ে যান। সংবিধানের দোহাই দিয়ে পাঁচ বছর নির্বিঘ্নে ক্ষমতায় থাকাকালে দেশের রাজনীতিকে হরতাল-অবরোধমুক্তই করেননি, দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একদিকে যেমন জেলে পাঠান, তেমনি অন্যদিকে তাঁর পুত্র তারেক রহমান একুশের গ্রেনেড হামলার বিচারে দোষী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডে দন্ডিত হন।

বিএনপি-জামায়াতের পাপের শাসনামলে অপশাসনের অপরাধে আইনি প্রক্রিয়ায় তাদের রাজনৈতিক কোমরটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে যুগের পর যুগ ঝুলে থাকা সীমান্ত সমস্যার সমাধান করেন। দেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে যান। বিশ্বব্যাংকের অভিযোগকে অসত্য প্রমাণ করে তাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্পের কাজ সমাপ্তির দিকে নিয়ে যান। দেশকে সার্বিক উন্নয়নের মহাকর্মযজ্ঞে দৃশ্যমান করেন। সব দলের অংশগ্রহণে দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচন সম্পন্ন করতেও সফল হন।

ভোটের ফলাফল নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন পরাজিত শক্তি বিএনপি ও তাদের জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। তাঁরা এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবি তুললেও সরকারপক্ষ এটাকে মামাবাড়ির আবদার বলে প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার সরকারকে আন্তর্জাতিক মহল অভিনন্দন জানিয়েছে। আওয়ামী লীগ যেখানে এই নির্বাচনী বিজয় নিয়ে বিজয়ের মহাসমাবেশ বর্ণাঢ্যরূপে শেষ করেছে। বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট সেখানে নির্বাচন ঘিরে তাদের যত অভিযোগ ও বক্তব্য তা নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি প্রতিবাদ বা বৃহৎ জনসমাবেশও করতে পারেনি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট আইনি লড়াইয়ের কথা বলছে, কূটনীতিকদের ব্রিফ করছে আর সংবাদ সম্মেলন করছে। অন্যদিকে জামায়াতকে নিয়ে নির্বাচন করার কারণে ভুল স্বীকার করছে। আরেকদিকে জাতীয় ঐক্যফ্রন্টের মূল শক্তি বা আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক প্ল্যাটফরম নেতৃত্বহীন বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ নেতারা তুলছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবার-পরিজনসহ নৃশংসভাবে হত্যাকা-ের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকে কারাগারে নিক্ষিপ্তই করা হয়নি, সেনাশাসকরা নির্দয়ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করেছিল। সেই বিভীষিকাময় দিনগুলোতে মার্শাল ল ডিক্টেটর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার প্রকল্পই নেননি, দলকে ভেঙে দেওয়ার প্রয়াসও চালিয়েছিলেন।

আজ যে বিএনপি মানুষের ভোটাধিকার নিয়ে কথা বলছে, সেই বিএনপির জন্মদাতা সেনাশাসক জিয়া মার্শাল ল ডিক্টেটর হিসেবে প্রথমে প্রহসনের তুঘলকি ‘হ্যাঁ’-‘না’ ভোট করে ভোটার ছাড়াই নিজের অসাংবিধানিক অবৈধ শাসনকে পাকাপোক্ত করতে হ্যাঁর বাক্স ব্যালটে ভর্তি করেছিলেন।

সেনাশাসক হিসেবে একাত্তরের পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর দক্ষিণপন্থি মুসলিম লীগ ও মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী চীনের অনুসারী অতিবিপ্লবী চীনাপন্থিদের নিয়ে আওয়ামী লীগবিদ্বেষী বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেনাশাসক হিসেবে ’৭৮ সালে প্রেসিডেন্ট নির্বাচন করে প্রহসনের ভোটে নিজেকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। ’৭৯ সালে সেনাশাসক ও প্রেসিডেন্ট হিসেবে সংসদ নির্বাচন আয়োজন করে জামায়াতকে পুনর্বাসিত করে আইডিএলের মাওলানা রহিমের নেতৃত্বে পাকিস্তানপন্থি দলগুলোকে সংসদে এনেছিলেন। সেনাশাসক হিসেবে গঠিত বিএনপিকে বন্দুকের জোরে দুই-তৃতীয়াংশ দিয়েছিলেন। আওয়ামী লীগের মতো তৃণমূল বিস্তৃত জনপ্রিয় দল, যে দলটি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশের একচ্ছত্র প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই দলকে মাত্র ৩৯টি আসন ধরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি সেদিন দলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক নির্বাচন করেননি। দলের অনেক নেতাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। সামরিক আদালতে প্রহসনের বিচারে অনেককে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। দলের সভাপতি আবদুল মালেক উকিলকে বিজয়ী হতে দেওয়া হয়নি। দলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদের গণরায় ছিনতাই করা হয়েছিল। সারা দেশে নির্বাচন কমিশন সামরিক শাসক জিয়াউর রহমানের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছিল।

একালের অনেক চিন্তাশীল তথাকথিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের টকশোয় স্বাধীন দেশের প্রথম ফৌজিশাসক জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের নায়ক বলে মাথার তাজ বানিয়ে গণতন্ত্র ও গ্রহণযোগ্য নির্বাচনের তত্ত্বের যুক্তির কচকচানি করতে দেখলে অবাক হই না। পঁচাত্তরের পর অতি-বাম, অতি-ডান আর স্বাধীনতাবিরোধী পরিবার, আওয়ামীবিদেষী এবং বঙ্গবন্ধুবিরোধী সুবিধাভোগী সব শক্তিকে এক কাতারে জিগির করতে দেখেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই জানতেন শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট তাঁর উন্নয়ন ও নির্বাচনী পরিকল্পনা সব মিলিয়ে গণজাগরণ ঘটিয়ে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করতে যাচ্ছেন। সেখানে বিএনপির দুর্গগুলো তছনছ হয়ে যাওয়ায় ও কিছু কিছু জনপ্রিয় প্রার্থীর পরাজয় এবং ভোটপ্রাপ্তির নমুনা দেখে মানুষের মনে সংশয় ও প্রশ্ন জাগলেও এ কথা নির্দ্বিধায় বলা যায়, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। ইতিহাস তার মতো করে প্রতিশোধ নিয়েছে। আর যে জিয়াউর রহমান ’৮১ সালের ইডেন কাউন্সিল রাতে বঙ্গভবনে নির্ঘুম কাটিয়েছিলেন। আশা করেছিলেন, নেতৃত্বের লড়াইয়ে আওয়ামী লীগের ভাঙন নিশ্চিত। কিন্তু ভোরবেলায় যখন শুনলেন, কাউন্সিলর ও নেতা-কর্মীদের তুমুল করতালিতে আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে দিল্লিতে নির্বাসিত মুজিবকন্যা শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন। তখন তাঁর সামরিক সচিব জেনারেল সাদেক আহমেদ চৌধুরীকে আক্ষেপ করে ‘দেশটা বুঝি ইন্ডিয়া হয়ে গেল’ বলে হতাশ চেহারায় বাড়ির দিকে ছুটেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকা-ের পর তার বিচারের পথ রুদ্ধ হয়েছিল। তাঁর নাম ও ইতিহাস নিষিদ্ধ হয়েছিল। জনগণের ভোটাধিকার নিষিদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে কূটনীতিকের চাকরি দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধবিরোধী শক্তির জন্য রাজনীতির ময়দান অবারিত করা হয়েছিল। আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও তার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের জন্য রাজনীতির ময়দান সংকুচিত করা হয়েছিল। সেইদিনও সেনাশাসক জিয়ার গুণকীর্তন করেছেন এসব বিত্তশীলরা প্রতিবাদের সাহস হয়নি। সেদিন বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা সংগঠিত হয়েছিল কঠিন পরিস্থিতির মুখে। আর শেখ হাসিনা এসে পিদিমের আলোর মতো গণতন্ত্রের বাতি জ্বালিয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। বিচ্ছিন্ন সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর ’৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সেনাশাসক এরশাদের লাথি খেয়ে করজোড়ে ক্ষমতা ছেড়ে দেওয়া বিচারপতি সাত্তারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ড. কামাল হোসেন। অসাংবিধানিক সেনাশাসনের গর্ভে জন্ম নেওয়া বিএনপি ও একাত্তরের পাকিস্তান হানাদার বাহিনীর দোসর যুদ্ধাপরাধী জামায়াতনির্ভর রাজনৈতিক শক্তির জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন জীবনের শেষ মুহূর্তে সারা জীবনের অর্জনকে কতটা প্রশ্নবিদ্ধ করেছেন, সেটি নাই-বা তুললাম। কিন্তু তিনি যে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন, সেদিন কী বলেছিলেন, তা কি এখন মনে আছে? সেটি জানতে খুব ইচ্ছা করছে।

শেখ হাসিনা সোনার চামচ নিয়ে যেমন রাজনীতিতে আসেননি, তেমনি কারও করুণায় বা কোনো অদৃশ্য শক্তির বলে কিংবা বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেননি। দীর্ঘ ২১ বছর ক্লান্তিহীন নিরন্তর সংগ্রাম করেছেন। দলকে শক্তিশালী করেছেন। জনমত সংগঠিত করেছেন। প্রতিটি আন্দোলনে বিজয়ের পতাকা উড়িয়ে ’৯৬ সালে দলকে দুই দশক পর ক্ষমতায় এনেছেন। একুশের গ্রেনেড হামলা ছাড়াও ২৪টি বার তাঁকে হত্যার জন্য চেষ্টা করা হয়েছে। একটি বুলেট যেমন নিয়ত তাঁকে তাড়া করেছে, তেমনি তিনি প্রতিনিয়ত জনগণের মাঝখান থেকে সংগ্রাম করে নিজেকে তৈরি করেছেন।

এ উপমহাদেশেই নয়, আজকের পৃথিবীতে তাঁর মতো একটি বৃহৎ দলের এত দীর্ঘ সময় সফল নেতৃত্বের দাবিদার আর কেউ নন। পঁচাত্তরের পর সেনাশাসক জিয়াউর রহমান রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে ডিফিকাল্ট করেছিলেন। আজকের একুশ শতকের পৃথিবীতে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা সুদে-আসলে বিএনপির রাজনীতিকে ডিফিকাল্ট করেই দেননি, একটি অভিশপ্ত দলে পরিণত করে দিয়েছেন। নেতৃত্বহীন হতাশ বিএনপির কর্মীরা মাঠে দল ত্যাগ করছে। নেতৃত্বের লড়াই ভিতরে। ভূধর বিএনপিতে সামনে ভাঙনেরও সম্ভাবনা। এই ডিফিকাল্ট অবস্থা থেকে বিএনপি কীভাবে বের হয়ে আসবে সেটি এখন তাদের বড় চ্যালেঞ্জ। ইতিহাসের এই রায় নিতে শেখ হাসিনাকে দীর্ঘদিন জীবনকে বাজি রেখে রাজনীতিতে কঠিন সংগ্রামের পথ উত্তীর্ণ হতে হয়েছে। মাহাথির যে পথে আধুনিক মালয়েশিয়ার জনক হয়ে উঠেছিলেন, সেই পথে আজ শেখ হাসিনা পিতার জন্ম দেওয়া রাষ্ট্র আধুনিক বাংলাদেশের জননী হতে চলেছেন।

বিগত শাসনামলে উন্নয়নের মহাযজ্ঞ দিয়েছেন। সুশাসন নিশ্চিত করতে পারেননি। এবার সুশাসন নিশ্চিত করলে, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে চলমান সংগ্রামের পথে দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেটাতে জয়ী হলে শেখ হাসিনাই হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের আধুনিক রাষ্ট্রের জননী। কন্যার হাত ধরেই হবে পিতার স্বপ্নের বাস্তবায়ন। এই যুদ্ধ কঠিন যুদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ মানে, মন্ত্রী-সচিবদের হাত-পা গুটিয়ে বসে থাকা নয়। আইন অনুযায়ী দ্রুত কার্য সম্পাদন এবং কমিশন ও তদবির বাণিজ্যের পথ রুদ্ধ করা। প্রায় ৫০ বছরের অসুস্থ সংস্কৃতি থেকে লোভ-মোহের আগ্রাসন থেকে নীতিহীনতার পথ থেকে বাংলাদেশকে বের করে আনার এই সংগ্রাম অনেক কঠিন চ্যালেঞ্জ। স্বাস্থ্য বিভাগের একজন নিম্ন পর্যায়ের কর্মচারী আবজালের লুটের সম্পদের পরিমাণ চমকে দিয়েছে বাংলাদেশকে। শত শত আবজাল এভাবে জনগণের সম্পদ লুটে নিয়েছে। এই লুটেরা গোষ্ঠীর চেইন বা সিন্ডিকেট ভাঙার নেতৃত্বের শক্তি এ দেশে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ছাড়া কেউ রাখেন না। আজকের বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার নেতৃত্বের উচ্চতায় যে মেধা, প্রজ্ঞা, দক্ষতা, পরিশ্রম ও সাহসের নজির তৈরি হয়েছে, যে জনসমর্থন তাঁর সঙ্গে আছে সে তুলনায় এমন নেতৃত্ব বাংলাদেশে তাঁর ডানে-বাঁয়ে, সামনে-পেছনে কোথাও নেই। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ তিনি চাইলে গড়তে পারেন; এই আস্থা অর্জন করতে পেরেছেন। তাই বিজয় সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর নিজের লিখিত মানপত্র পাঠ করতে যখন উচ্চারণ করেন, শেখ হাসিনা জেগে থাকলে বাংলাদেশ শান্তিতে ঘুমায়। এ বাক্যটি মানুষ বিশ্বাস করেছে বলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে যায়। শেখ হাসিনা জেগে থাকা মানেই ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা পরিশ্রম। মহান সৃষ্টিকর্তা তাঁকে শারীরিক সুস্থতা ও সক্ষমতা দিয়েছেন, সেখানে রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর গতিকে অ্যারাবিয়ান ব্ল্যাক হর্সের সঙ্গে তুলনা করা হেেচ্ছ।

পঁচাত্তর-উত্তর যে দীর্ঘ সেনাশাসন ও সেনাশাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগসহ পক্ষের শক্তিসমহূকে কোণঠাসা করেছিল। মুজিবকন্যা শেখ হাসিনার রাজনীতির বড় সাফল্যই হচ্ছে, সেই শক্তির পুনরুত্থানই ঘটাননি, বাংলাদশেকে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক রাজনীতির অভয়ারণ্যেই পরিণত করেছেন। আর মুক্তিযুদ্ধবিরোধী শক্তির জন্য, সাম্প্রদায়িক রাজনীতির জন্য রাজনীতির ময়দান খুব বেশি করে সংকুচিত করে দিয়েছেন। এবং তিনি যে সাফল্য অর্জন করেছেন, সেটি তাঁর রাজনীতিকে নিয়ে জীবনের পরতে পরতে সংগ্রামের এক একটি মাইলফলক অর্জন করে সেটি প্রতিষ্ঠা করেছেন।

            লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

এই বিভাগের আরও খবর
ঋণ পুনঃ তফসিল
ঋণ পুনঃ তফসিল
ফেব্রুয়ারিতেই ভোট
ফেব্রুয়ারিতেই ভোট
দূর হোক জঞ্জাল, স্বস্তি ফিরুক
দূর হোক জঞ্জাল, স্বস্তি ফিরুক
একনজরে নবীজি (সা.)এর পূর্ণাঙ্গ জীবনী
একনজরে নবীজি (সা.)এর পূর্ণাঙ্গ জীবনী
ডাকসু-জাকসু প্রজন্মের আস্থাভঙ্গের নির্বাচন
ডাকসু-জাকসু প্রজন্মের আস্থাভঙ্গের নির্বাচন
বৃক্ষের পরিচয় তার ফলে
বৃক্ষের পরিচয় তার ফলে
সুন্দরবন
সুন্দরবন
কষ্টে আছে মানুষ
কষ্টে আছে মানুষ
গরমে ক্ষতি
গরমে ক্ষতি
নেতাহীন মুসলিম বিশ্ব কাঁদছে গাজায়
নেতাহীন মুসলিম বিশ্ব কাঁদছে গাজায়
টার্গেট এখন বিএনপি মাইনাস
টার্গেট এখন বিএনপি মাইনাস
বন্দরের মাশুল
বন্দরের মাশুল
সর্বশেষ খবর
বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৩ ঘণ্টা আগে | নগর জীবন

যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন

৪ ঘণ্টা আগে | জাতীয়

জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

৫ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ

৭ ঘণ্টা আগে | জাতীয়

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও

৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ফ্রাইলিঙ্কের রেকর্ডগড়া ফিফটিতে জিম্বাবুয়েকে হারাল নামিবিয়া
ফ্রাইলিঙ্কের রেকর্ডগড়া ফিফটিতে জিম্বাবুয়েকে হারাল নামিবিয়া

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শ্রীলঙ্কা যত রান করলে সুপার ফোরে যাবে বাংলাদেশ
শ্রীলঙ্কা যত রান করলে সুপার ফোরে যাবে বাংলাদেশ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারো নেই: ফয়েজ আহমদ
মানুষকে বঞ্চিত করে উন্নয়ন প্রকল্প নেওয়ার অধিকার কারো নেই: ফয়েজ আহমদ

৮ ঘণ্টা আগে | জাতীয়

নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির

৯ ঘণ্টা আগে | রাজনীতি

নবীর তাণ্ডবে আফগানিস্তানের লড়াকু পুঁজি, শঙ্কায় বাংলাদেশ
নবীর তাণ্ডবে আফগানিস্তানের লড়াকু পুঁজি, শঙ্কায় বাংলাদেশ

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ সেবা
১৩ ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ সেবা

৯ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

শিশু নিপীড়নের অভিযোগে যুবক আটক
শিশু নিপীড়নের অভিযোগে যুবক আটক

৯ ঘণ্টা আগে | চায়ের দেশ

সেপ্টেম্বরের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার
সেপ্টেম্বরের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব প্লাস্টিকের উপাদান তৈরি বিজ্ঞানীদের
ব্যাকটেরিয়া ব্যবহার করে পরিবেশবান্ধব প্লাস্টিকের উপাদান তৈরি বিজ্ঞানীদের

৯ ঘণ্টা আগে | বিজ্ঞান

পিআর নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র: প্রিন্স
পিআর নিয়ে আন্দোলন নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র: প্রিন্স

৯ ঘণ্টা আগে | রাজনীতি

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি
কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা
চাঁদপুরে ভোক্তার অভিযানে জরিমানা

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার

৯ ঘণ্টা আগে | চায়ের দেশ

যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁয় সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই বিপ্লব পরবর্তীতে র‌্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ ঘণ্টা আগে | জাতীয়

বরিশালে নিষিদ্ধ জাল উদ্ধার
বরিশালে নিষিদ্ধ জাল উদ্ধার

১০ ঘণ্টা আগে | দেশগ্রাম

নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে : নবীউল্লাহ নবী
নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে : নবীউল্লাহ নবী

১০ ঘণ্টা আগে | রাজনীতি

সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা

১০ ঘণ্টা আগে | প্রকৃতি ও পরিবেশ

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব

১০ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ব্যাটিং-বোলিংয়ে কে এগিয়ে?
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান: ব্যাটিং-বোলিংয়ে কে এগিয়ে?

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান, যে সমীকরণের সামনে টাইগাররা
আজ মুখোমুখি শ্রীলংকা-আফগানিস্তান, যে সমীকরণের সামনে টাইগাররা

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা
স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, চিন্তিত ভারত-ইসরায়েল?
সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, চিন্তিত ভারত-ইসরায়েল?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাঁচ ব্যাংক মার্জারের খবরে হতাশা-উদ্বেগ
পাঁচ ব্যাংক মার্জারের খবরে হতাশা-উদ্বেগ

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

আফগানিস্তান সফরে মাওলানা মামুনুল হকসহ ওলামায়ে কেরামের প্রতিনিধি দল
আফগানিস্তান সফরে মাওলানা মামুনুল হকসহ ওলামায়ে কেরামের প্রতিনিধি দল

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

শ্রীলঙ্কা যত রান করলে সুপার ফোরে যাবে বাংলাদেশ
শ্রীলঙ্কা যত রান করলে সুপার ফোরে যাবে বাংলাদেশ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্ব বাঁশ দিবস আজ
বিশ্ব বাঁশ দিবস আজ

২০ ঘণ্টা আগে | জাতীয়

কাতার হামলা নিয়ে মুখ খুললেন বেঁচে যাওয়া শীর্ষ হামাস নেতা হামাদ
কাতার হামলা নিয়ে মুখ খুললেন বেঁচে যাওয়া শীর্ষ হামাস নেতা হামাদ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজকীয় অভ্যর্থনার পর ট্রাম্পের যুক্তরাজ্য সফর মোড় নিয়েছে রাজনৈতিক
রাজকীয় অভ্যর্থনার পর ট্রাম্পের যুক্তরাজ্য সফর মোড় নিয়েছে রাজনৈতিক

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ চিহ্নিত করলেন ট্রাম্প
ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ চিহ্নিত করলেন ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’

১৮ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
ট্রাম্পের সফর শেষে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র

১৩ ঘণ্টা আগে | জাতীয়

আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ
আজ রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ

২২ ঘণ্টা আগে | রাজনীতি

সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ নিজ গ্রামে গেল এয়ার অ্যাম্বুলেন্সে
সাজেকের আহতরা চমেকে, রিংকির লাশ নিজ গ্রামে গেল এয়ার অ্যাম্বুলেন্সে

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির

৮ ঘণ্টা আগে | রাজনীতি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধের ‘রেড নোটিশ’ জারির আবেদন

১৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ছড়িয়ে পড়ছে নতুন নতুন মাদকদ্রব্য
ছড়িয়ে পড়ছে নতুন নতুন মাদকদ্রব্য

২৩ ঘণ্টা আগে | জাতীয়

দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের
দুই মাসের মধ্যে ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা শুল্ক থেকে মুক্তির আশা ভারতের

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে কিনা যেভাবে বুঝবেন

২২ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

গাজা নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট, চাপের মুখে যুক্তরাষ্ট্র
গাজা নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট, চাপের মুখে যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচনে ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব : তারেক রহমান
নির্বাচনে ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব : তারেক রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

সাত কলেজ শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
সাত কলেজ শিক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দূরন্ত গতিতে পৃথিবী থেকে দূরে সরছে চাঁদ
দূরন্ত গতিতে পৃথিবী থেকে দূরে সরছে চাঁদ

১৬ ঘণ্টা আগে | বিজ্ঞান

প্রিন্ট সর্বাধিক
কুমিল্লায় মাইকিং করে মাজারে হামলা আগুন
কুমিল্লায় মাইকিং করে মাজারে হামলা আগুন

পেছনের পৃষ্ঠা

চার মাসের কর্মসূচি নিচ্ছে বিএনপি
চার মাসের কর্মসূচি নিচ্ছে বিএনপি

প্রথম পৃষ্ঠা

ভ্রান্ত বিশ্বাসীদের সঙ্গে নির্বাচনে জোট নয়
ভ্রান্ত বিশ্বাসীদের সঙ্গে নির্বাচনে জোট নয়

প্রথম পৃষ্ঠা

অভিন্ন দাবিতে সাত ইসলামি দলের বিক্ষোভ সমাবেশ
অভিন্ন দাবিতে সাত ইসলামি দলের বিক্ষোভ সমাবেশ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বিএনপির প্রার্থী হতে চান তিন নেতা, অন্যদের একক
বিএনপির প্রার্থী হতে চান তিন নেতা, অন্যদের একক

নগর জীবন

নির্ধারিত রুটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা বিমানের
নির্ধারিত রুটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা বিমানের

পেছনের পৃষ্ঠা

গাজা ছাড়ছে সাধারণ মানুষ
গাজা ছাড়ছে সাধারণ মানুষ

প্রথম পৃষ্ঠা

বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী অন্যদের একক প্রার্থী
বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী অন্যদের একক প্রার্থী

নগর জীবন

দূর হোক জঞ্জাল, স্বস্তি ফিরুক
দূর হোক জঞ্জাল, স্বস্তি ফিরুক

সম্পাদকীয়

এক যুগ পর সেই ফেলানীর ভাইকে চাকরি দিল বিজিবি
এক যুগ পর সেই ফেলানীর ভাইকে চাকরি দিল বিজিবি

পেছনের পৃষ্ঠা

বৃক্ষের পরিচয় তার ফলে
বৃক্ষের পরিচয় তার ফলে

সম্পাদকীয়

ইইউ প্রতিনিধিদল সন্তুষ্ট মানবাধিকার পরিস্থিতি নিয়ে
ইইউ প্রতিনিধিদল সন্তুষ্ট মানবাধিকার পরিস্থিতি নিয়ে

পেছনের পৃষ্ঠা

সীমানা নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি
সীমানা নিয়ে আদালতের দিকে তাকিয়ে ইসি

পেছনের পৃষ্ঠা

সিলেটে ঠিকানায় ফিরছে হকার
সিলেটে ঠিকানায় ফিরছে হকার

নগর জীবন

কবরস্থানে নবজাতক  বন্ধ হাসপাতালের কার্যক্রম
কবরস্থানে নবজাতক বন্ধ হাসপাতালের কার্যক্রম

দেশগ্রাম

আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
আধিপত্য বিস্তারের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

পেছনের পৃষ্ঠা

কিংসের দ্বিতীয় না মোহামেডানের প্রথম
কিংসের দ্বিতীয় না মোহামেডানের প্রথম

মাঠে ময়দানে

ইভ্যালির রাসেল শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল শামীমার তিন বছরের কারাদণ্ড

নগর জীবন

বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়
বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়

নগর জীবন

জমি বিরোধে হাতুড়ি নিয়ে হামলা
জমি বিরোধে হাতুড়ি নিয়ে হামলা

দেশগ্রাম

ফেব্রুয়ারিতেই ভোট
ফেব্রুয়ারিতেই ভোট

সম্পাদকীয়

রোহিঙ্গা যুবকের কাছে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা
রোহিঙ্গা যুবকের কাছে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা

দেশগ্রাম

বিলম্ব সিদ্ধান্তে অর্থনীতির ক্ষতি
বিলম্ব সিদ্ধান্তে অর্থনীতির ক্ষতি

প্রথম পৃষ্ঠা

৭ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে
৭ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে

প্রথম পৃষ্ঠা

ক্যাপিটাল ড্রামায় আসছে ‘চোর’
ক্যাপিটাল ড্রামায় আসছে ‘চোর’

শোবিজ

স্বামী-সন্তান হারানো সংগ্রামী বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ
স্বামী-সন্তান হারানো সংগ্রামী বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ

নগর জীবন

নিউইয়র্কে প্রবাসী সমাবেশে ভাষণ দেবেন ইউনূস
নিউইয়র্কে প্রবাসী সমাবেশে ভাষণ দেবেন ইউনূস

প্রথম পৃষ্ঠা

দুবাইয়ে ১৭৮ যাত্রী নিয়ে আটকা বিমানের ফ্লাইট
দুবাইয়ে ১৭৮ যাত্রী নিয়ে আটকা বিমানের ফ্লাইট

নগর জীবন

এক নামে দুই কলেজ, ভর্তিতে বিভ্রান্তি
এক নামে দুই কলেজ, ভর্তিতে বিভ্রান্তি

নগর জীবন