শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু ঘটেছে। আগুন লাগার পর হাসপাতালের ১ হাজার ২০০ রোগীকে দ্রুত নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে একটি শিশুর লাশ ছিল, অগ্নিকাণ্ড না অন্য কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের দেয়াল ভেঙে চিকিৎসাধীন থাকা প্রায় ১ হাজার ২০০ রোগীর সবাইকে নিরাপদে পাশের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত স্বজনদের কেউ কেউ রোগী নিয়ে বাসায় চলে যান। অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার মাত্রা ছিল অনেক বেশি। সোহরাওয়ার্দী হাসপাতালের তৃতীয় তলার ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি স্থানের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সংবাদ ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে রোগীদের আত্মীয়স্বজনরা আসতে শুরু করেন। তারা রোগী স্থানান্তরে স্বেচ্ছাশ্রম দিতে থাকেন। রোগীদের কোলে তুলে, কাউকে বেডসহ আবার কাউকে হুইল চেয়ারে করে দ্রুত নামিয়ে আনা হয়। আইসিইউতে থাকা রোগীদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের কারণ কী, তা যথাযথ তদন্তে উদ্ঘাটিত হতে পারে। তবে এ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বিপন্ন মানবতার ডাকে যেভাবে এলাকাবাসী রোগীদের দ্রুত সরিয়ে নিতে সহায়তা করেছে তা একটি স্বস্তিদায়ক ঘটনা। মানুষ মানুষের জন্যÑ এই মনোভাবে সোহরাওয়ার্দী মেডিকেল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত রোগীদের দিকে মানবিক হাত বাড়িয়েছেন চিকিৎসক ও সেবিকারা। ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালের আগুন নেভাতে যেভাবে তৎপর হয়েছেন তাও প্রশংসার দাবিদার। আমাদের বিশ্বাস, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তদন্ত করা হবে। বিপদের সময় অন্যের পাশে দাঁড়ানোর এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
হাসপাতালে আগুন
কারণ উদ্ঘাটনের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর