বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে আগুন লেগে দেড় শতাধিক দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও পুড়ে ছাই হয়ে গেছে দেড় শতাধিক পরিবারের কয়েক শ মানুষের জীবন-জীবিকার উৎস। ভয়াবহ আগুন পাশের গুলশান শপিং সেন্টারের তিন তলার দুটি দোকানেও ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্মর্তব্য, প্রায় ২৭ মাস আগে গুলশানের একই মার্কেটে আগুন লেগে বিপুলসংখ্যক দোকান ভস্মীভূত হয়। সে সময় আগুন নেভানোর ব্যবস্থা ছাড়া মার্কেট চালাতে নিষেধ করা হয়েছিল ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির সুপারিশে। মার্কেট কমিটি সে সুপারিশকে পাত্তা দেওয়ার কোনো চেষ্টাই করেনি। আগুন লাগলেও অল্পের জন্য ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় ঝুঁকিপূর্ণ মার্কেটটি। ভোরে আগুন লাগায় রাস্তায় মানুষের ভিড় না থাকায় ফায়ার সার্ভিসের পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে গুলশান শপিং সেন্টারও ভস্মীভূত হয়ে যাওয়ার বিপদ ঘটত। গুলশানের কাঁচাবাজারে আগুন লেগে দেড় শর বেশি দোকান ভস্মীভূত হওয়ার ঘটনা রাজধানীর ঘিঞ্জি বাজারগুলোর হালহকিকত সম্পর্কে ধারণা সৃষ্টি করেছে। এসব বাজার ও মার্কেটে কোনোভাবে আগুন লাগলে তা যে বিপর্যয়কর অবস্থার উদ্ভব ঘটাবে, এ সম্পর্কে দ্বিমত পোষণের অবকাশ নেই। আমরা আশা করব, জননিরাপত্তার স্বার্থেই সরকার এবং সিটি করপোরেশন সব ধরনের ভবন ও বিপণি কেন্দ্রে যাতে আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা থাকে তা নিশ্চিত করার ব্যাপারে যতœবান হবে। বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি হলে ভবনের মালিক বা নির্মাণের সঙ্গে জড়িত আবাসন কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে। চকবাজারের চুড়িহাট্টা ও বনানীর অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক প্রাণহানি বহির্বিশ্বেও বাংলাদেশের জননিরাপত্তা সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে; যার পুনরাবৃত্তি রোধে ভবন ও বিপণি কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে আইন অনুসরণের বদলে কিছু লোভী মানুষের লোভ যাতে প্রশ্রয় না পায় সেদিকে সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
অগ্নিনির্বাপণ ব্যবস্থা
জননিরাপত্তা যেন উপেক্ষিত না হয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর