আন্দোলনের নামে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা রেলপথ-রাজপথ অবরোধ করে যেভাবে জনদুর্ভোগের অবতারণা ঘটিয়েছেন তা দুর্ভাগ্যজনক। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ শ্রমিকরা নয় দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। তাদের দাবিগুলোর যৌক্তিকতাও অনস্বীকার্য। তার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার বদলে রাজপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি এবং ট্রেনে ও পুলিশের ওপর হামলা আদৌ গ্রহণযোগ্য কিনা ভেবে দেখার বিষয়। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো জন্ম থেকেই জনগণের ট্যাক্সের টাকা অপচয়ের পাপে বিদ্ধ। অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে এসব শ্বেতহস্তী-জাতীয় প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন দিলেও হয়তো লোকসানের মাত্রা কম হবে। বৃহত্তর জাতীয় স্বার্থে লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধের মাধ্যমে জাতিকে রেহাই দেওয়াই সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। তা না করে দেশবাসীর ট্যাক্সের টাকায় পাটকলগুলোকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে। রেলপথ-সড়কপথ অবরোধ করে প্রকারান্তরে সাধারণ মানুষের ওপর আঘাত হানা হয়েছে, যা কৃতঘ্নতার নামান্তর। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের টানা ৭২ ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে গত বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল দেশের বিভিন্ন স্থান। এদিন খুলনায় পুলিশ বক্স ও নরসিংদীতে ট্রেনে হামলা-ভাঙচুর চালানো হয়। বিভিন্ন স্থানে রাজপথ-রেলপথের ওপর আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করা হয়। শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন ও রেল চলাচল ব্যাহত হয়। খুলনায় শ্রমিকদের আক্রমণে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। নরসিংদীতে ট্রেন থামানোর চেষ্টায় শ্রমিকরা পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার শ্রমিক দুপুর পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করে রাখলে মানুষের ভোগান্তি চরমে ওঠে। শ্রমিক বিক্ষোভে সৃষ্ট জনদুর্ভোগ রাষ্ট্রায়ত্ত পাটকল সমস্যার স্থায়ী সমাধানের তাগিদ সৃষ্টি করেছে। পাটকলের লোকসান আর শ্রমিক অসন্তোষ নিয়ে জাতিকে যাতে ভবিষ্যতে আর ভোগান্তির সম্মুখীন না হতে হয়, সরকার এমন একটি পথ বেছে নেবে- এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক