আন্দোলনের নামে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা রেলপথ-রাজপথ অবরোধ করে যেভাবে জনদুর্ভোগের অবতারণা ঘটিয়েছেন তা দুর্ভাগ্যজনক। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ শ্রমিকরা নয় দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন। তাদের দাবিগুলোর যৌক্তিকতাও অনস্বীকার্য। তার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার বদলে রাজপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি এবং ট্রেনে ও পুলিশের ওপর হামলা আদৌ গ্রহণযোগ্য কিনা ভেবে দেখার বিষয়। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো জন্ম থেকেই জনগণের ট্যাক্সের টাকা অপচয়ের পাপে বিদ্ধ। অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে এসব শ্বেতহস্তী-জাতীয় প্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রমিক-কর্মচারীদের বেতন দিলেও হয়তো লোকসানের মাত্রা কম হবে। বৃহত্তর জাতীয় স্বার্থে লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধের মাধ্যমে জাতিকে রেহাই দেওয়াই সরকারের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। তা না করে দেশবাসীর ট্যাক্সের টাকায় পাটকলগুলোকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে। রেলপথ-সড়কপথ অবরোধ করে প্রকারান্তরে সাধারণ মানুষের ওপর আঘাত হানা হয়েছে, যা কৃতঘ্নতার নামান্তর। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের টানা ৭২ ঘণ্টার রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিনে গত বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠেছিল দেশের বিভিন্ন স্থান। এদিন খুলনায় পুলিশ বক্স ও নরসিংদীতে ট্রেনে হামলা-ভাঙচুর চালানো হয়। বিভিন্ন স্থানে রাজপথ-রেলপথের ওপর আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করা হয়। শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন ও রেল চলাচল ব্যাহত হয়। খুলনায় শ্রমিকদের আক্রমণে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। নরসিংদীতে ট্রেন থামানোর চেষ্টায় শ্রমিকরা পাথর নিক্ষেপ করলে বেশ কয়েকজন যাত্রী আহত হন। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার শ্রমিক দুপুর পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ করে রাখলে মানুষের ভোগান্তি চরমে ওঠে। শ্রমিক বিক্ষোভে সৃষ্ট জনদুর্ভোগ রাষ্ট্রায়ত্ত পাটকল সমস্যার স্থায়ী সমাধানের তাগিদ সৃষ্টি করেছে। পাটকলের লোকসান আর শ্রমিক অসন্তোষ নিয়ে জাতিকে যাতে ভবিষ্যতে আর ভোগান্তির সম্মুখীন না হতে হয়, সরকার এমন একটি পথ বেছে নেবে- এমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য