বাংলাদেশ রোহিঙ্গা অভিশাপে ভুগছে প্রায় তিন দশক ধরে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্যরা নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। গত তিন দশকে অন্তত ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে তিন-চার লাখ নানা অপকৌশলে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশি সাজার সুযোগ পেয়েছে। অন্তত ৫০ হাজার রোহিঙ্গা উৎকোচের বদৌলতে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় গিয়ে আইন ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত হয়ে বাংলাদেশের সুনাম নষ্ট করছে। এ বিড়ম্বনা কাটাতে নির্বাচন কমিশন ২৩ এপ্রিল সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম শুরু করছে তাতে রোহিঙ্গা অধ্যুষিত ৩২ উপজেলায় যাতে এসব বিদেশি কোনোভাবেই ভোটার হতে না পারে সে বিষয়ে ১০ দফা নির্দেশনা মেনে চলার জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের ৩২ উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ইউএনওর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ ছাড়া কাউকে ভোটার করা যাবে না। রোহিঙ্গাদের ভোটার হওয়ার জন্য কেউ তাদের সহযোগিতা করেন অথবা মিথ্যা তথ্য দেন অথবা মিথ্যা বা জাল কাগজপত্র সরবরাহ করেন অথবা সংশ্লিষ্ট কারও গাফিলতি পাওয়া গেলে ভোটার তালিকা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রোধে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তবে এ ক্ষেত্রে যাতে বজ্র আঁটুনি ফসকা গেরো অবস্থার সৃষ্টি না হয় তা নিশ্চিত করা জরুরি। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদারেও সরকারকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- লালমাটিয়া এলাকায় তীব্র পানির সংকট
- নতুন মামলায় গ্রেফতার নাসা গ্রুপের নজরুল ও দেশ টিভির আরিফ
- দলগুলোকে আলোচনা করে মতৈক্যে পৌঁছাতে বলল অন্তর্বর্তী সরকার
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট
- আগামী বছরেই পাকিস্তানের নৌবাহিনীতে দেখা যাবে চীনের সাবমেরিন
- সংকটময় মুহূর্তে দেশ, কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর : সিইসি
- মগবাজার রেল ক্রসিং এড়িয়ে চলার পরামর্শ
- জামায়াতের নির্বাচনী ক্যাম্পেইন ও ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যা বললেন রুমিন ফারহানা
- রং সাইড দিয়ে আসা ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন বাস, নিহত বেড়ে ১৯
- মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে : ডিএমটিসিএল পরিচালক
- মলিকিউল ট্রেন্ড: তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে ওজন কমানোর বিপজ্জনক এক বড়ি
- ভেনেজুয়েলায় মার্কিন সামরিক পদক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো
- সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- টানা ২২ দিন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- আবারও ঢাকায় গান গাইতে আসছে ব্যান্ড ‘জাল’
- বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা
- টেবিল টেনিসে ইরানি কোচ আনছে বাংলাদেশ
- পুরান ঢাকার মানুষদের শিকড়ের গল্প ‘মহল্লা'
- দীর্ঘদিনের দুই সতীর্থের অবসর নিয়ে যা বললেন মেসি