বাংলাদেশ রোহিঙ্গা অভিশাপে ভুগছে প্রায় তিন দশক ধরে। প্রতিবেশী দেশ মিয়ানমারের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্যরা নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। গত তিন দশকে অন্তত ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর মধ্যে তিন-চার লাখ নানা অপকৌশলে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশি সাজার সুযোগ পেয়েছে। অন্তত ৫০ হাজার রোহিঙ্গা উৎকোচের বদৌলতে বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় গিয়ে আইন ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত হয়ে বাংলাদেশের সুনাম নষ্ট করছে। এ বিড়ম্বনা কাটাতে নির্বাচন কমিশন ২৩ এপ্রিল সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম শুরু করছে তাতে রোহিঙ্গা অধ্যুষিত ৩২ উপজেলায় যাতে এসব বিদেশি কোনোভাবেই ভোটার হতে না পারে সে বিষয়ে ১০ দফা নির্দেশনা মেনে চলার জন্য মাঠ কর্মকর্তাদের বলা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামের ৩২ উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সেজন্য রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ইউএনওর নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশ ছাড়া কাউকে ভোটার করা যাবে না। রোহিঙ্গাদের ভোটার হওয়ার জন্য কেউ তাদের সহযোগিতা করেন অথবা মিথ্যা তথ্য দেন অথবা মিথ্যা বা জাল কাগজপত্র সরবরাহ করেন অথবা সংশ্লিষ্ট কারও গাফিলতি পাওয়া গেলে ভোটার তালিকা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি রোধে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তবে এ ক্ষেত্রে যাতে বজ্র আঁটুনি ফসকা গেরো অবস্থার সৃষ্টি না হয় তা নিশ্চিত করা জরুরি। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদারেও সরকারকে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
ভোটার তালিকা হালনাগাদ
রোহিঙ্গাদের সম্পর্কে সতর্কতা প্রশংসাজনক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর