এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ পেয়েছে এবং ফলাফল অনুযায়ী চলতি বছর পাসের হার প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়লেও জিপিএ-৫-প্রাপ্তির হার কমেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮২.২০ শতাংশ শিক্ষার্থী, অথচ গত বছর এ হার ছিল ৭৭.৭৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজারেরও বেশি ফলপ্রার্থী। জিপিএ-৫ নামের সোনার হরিণ কম ধরা পড়লেও আশাজাগানিয়া দিক হলো, এ বছর সারা দেশের ২ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল প্রায় ৪০ শতাংশ কম। তবে হতাশার দিক হলো, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরও একই ধরনের ব্যর্থতা দেখিয়েছে ১০৯টি প্রতিষ্ঠান। দেশের মাধ্যমিক স্কুলগুলোয় কতটা পড়াশোনা করানো হয় তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। প্রতি বছর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং এগুলোর পেছনে রাষ্ট্রের অর্থের অপচয় করার যথার্থতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীদের সাফল্য বেশি। ছেলেদের একাংশ যে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে এটি তারই অশনিসংকেত। এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার যে ক্ষেত্রে ৮৩.২৮ শতাংশ সে ক্ষেত্রে ছেলে শিক্ষার্থী পাস করেছে ৮১.১৩ শতাংশ। ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীর জিপিএ-৫-প্রাপ্তির সংখ্যাও বেশি। এসএসসি পরীক্ষায় পাসের হার বৃদ্ধি নিঃসন্দেহে সুসংবাদ। জিপিএ-৫-প্রাপ্তির র্যাট রেস কিছুটা স্তিমিত হওয়াও ভালো খবর বইকি। তবে বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস না করা দেশের শিক্ষাব্যবস্থার হতশ্রী অবস্থাই তুলে ধরেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। এসএসসি পরীক্ষায় তাদের সাফল্যকে আমরা অভিনন্দন জানাই। আশা করতে চাইÑ শুধু পাস করা নয়, মানুষের মতো মানুষ হওয়াকে তারা নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নেবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিক প্রস্তুতি নেবে এখন থেকে। সব শিক্ষার্থীর জন্য আমাদের শুভ কামনা।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ