এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ পেয়েছে এবং ফলাফল অনুযায়ী চলতি বছর পাসের হার প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়লেও জিপিএ-৫-প্রাপ্তির হার কমেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮২.২০ শতাংশ শিক্ষার্থী, অথচ গত বছর এ হার ছিল ৭৭.৭৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজারেরও বেশি ফলপ্রার্থী। জিপিএ-৫ নামের সোনার হরিণ কম ধরা পড়লেও আশাজাগানিয়া দিক হলো, এ বছর সারা দেশের ২ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল প্রায় ৪০ শতাংশ কম। তবে হতাশার দিক হলো, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরও একই ধরনের ব্যর্থতা দেখিয়েছে ১০৯টি প্রতিষ্ঠান। দেশের মাধ্যমিক স্কুলগুলোয় কতটা পড়াশোনা করানো হয় তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। প্রতি বছর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং এগুলোর পেছনে রাষ্ট্রের অর্থের অপচয় করার যথার্থতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীদের সাফল্য বেশি। ছেলেদের একাংশ যে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে এটি তারই অশনিসংকেত। এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার যে ক্ষেত্রে ৮৩.২৮ শতাংশ সে ক্ষেত্রে ছেলে শিক্ষার্থী পাস করেছে ৮১.১৩ শতাংশ। ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীর জিপিএ-৫-প্রাপ্তির সংখ্যাও বেশি। এসএসসি পরীক্ষায় পাসের হার বৃদ্ধি নিঃসন্দেহে সুসংবাদ। জিপিএ-৫-প্রাপ্তির র্যাট রেস কিছুটা স্তিমিত হওয়াও ভালো খবর বইকি। তবে বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস না করা দেশের শিক্ষাব্যবস্থার হতশ্রী অবস্থাই তুলে ধরেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। এসএসসি পরীক্ষায় তাদের সাফল্যকে আমরা অভিনন্দন জানাই। আশা করতে চাইÑ শুধু পাস করা নয়, মানুষের মতো মানুষ হওয়াকে তারা নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নেবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিক প্রস্তুতি নেবে এখন থেকে। সব শিক্ষার্থীর জন্য আমাদের শুভ কামনা।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
এসএসসির ফল প্রকাশ
শিক্ষার্থীদের অভিনন্দন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর