এসএসসি ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ পেয়েছে এবং ফলাফল অনুযায়ী চলতি বছর পাসের হার প্রায় সাড়ে ৪ শতাংশ বাড়লেও জিপিএ-৫-প্রাপ্তির হার কমেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৮২.২০ শতাংশ শিক্ষার্থী, অথচ গত বছর এ হার ছিল ৭৭.৭৭ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজারেরও বেশি ফলপ্রার্থী। জিপিএ-৫ নামের সোনার হরিণ কম ধরা পড়লেও আশাজাগানিয়া দিক হলো, এ বছর সারা দেশের ২ হাজার ৫৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কৃতিত্ব দেখিয়েছে। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল প্রায় ৪০ শতাংশ কম। তবে হতাশার দিক হলো, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছরও একই ধরনের ব্যর্থতা দেখিয়েছে ১০৯টি প্রতিষ্ঠান। দেশের মাধ্যমিক স্কুলগুলোয় কতটা পড়াশোনা করানো হয় তা একটি প্রশ্নবিদ্ধ বিষয়। প্রতি বছর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস না করার ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখা এবং এগুলোর পেছনে রাষ্ট্রের অর্থের অপচয় করার যথার্থতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীদের সাফল্য বেশি। ছেলেদের একাংশ যে পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠছে এটি তারই অশনিসংকেত। এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার যে ক্ষেত্রে ৮৩.২৮ শতাংশ সে ক্ষেত্রে ছেলে শিক্ষার্থী পাস করেছে ৮১.১৩ শতাংশ। ছেলে শিক্ষার্থীর চেয়ে মেয়ে শিক্ষার্থীর জিপিএ-৫-প্রাপ্তির সংখ্যাও বেশি। এসএসসি পরীক্ষায় পাসের হার বৃদ্ধি নিঃসন্দেহে সুসংবাদ। জিপিএ-৫-প্রাপ্তির র্যাট রেস কিছুটা স্তিমিত হওয়াও ভালো খবর বইকি। তবে বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস না করা দেশের শিক্ষাব্যবস্থার হতশ্রী অবস্থাই তুলে ধরেছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হবে। এসএসসি পরীক্ষায় তাদের সাফল্যকে আমরা অভিনন্দন জানাই। আশা করতে চাইÑ শুধু পাস করা নয়, মানুষের মতো মানুষ হওয়াকে তারা নিজেদের লক্ষ্য হিসেবে বেছে নেবে। দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিক প্রস্তুতি নেবে এখন থেকে। সব শিক্ষার্থীর জন্য আমাদের শুভ কামনা।
শিরোনাম
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
- মির্জা ফখরুলের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎ
- জামায়াতের আইনজীবীর হেনস্তার শিকার তিন সাংবাদিক
- নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা জামায়াতের
- কেনিয়ায় ১২ আরোহীসহ বিমান বিধ্বস্ত
এসএসসির ফল প্রকাশ
শিক্ষার্থীদের অভিনন্দন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর