নকল-ভেজাল ওষুধের কাছে জিম্মি হয়ে পড়েছে জনস্বাস্থ্য। মানুষ রোগ নিরাময়ের জন্য যে ওষুধ ব্যবহার করে তা ভেজাল হলে যে জীবন নিয়ে কাড়াকাড়ি শুরু করে তা সহজে অনুমেয়। ওষুধ ভেজালকারীরা ক্যান্সার, ডায়াবেটিসসহ নানা ধরনের জীবনঘাতী রোগের ওষুধ নকল করতেও পিছপা হচ্ছে না। নকল-ভেজালের পাশাপাশি রয়েছে মেয়াদোত্তীর্ণ ওষুধের রাজত্ব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর ও র্যাবের তথ্যমতে রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। সারা দেশে এমন ফার্মেসির সংখ্যা আরও বেশি হওয়ারই কথা। ঔষধ প্রশাসন অধিদফতরের হিসাবে নকল ওষুধের বিরুদ্ধে গত বছর মোট মামলা হয়েছে ১ হাজার ৫৫৭টি। এ সময় ২২ কোটি ৬৮ লাখ ১ হাজার ৬৬০ টাকা জরিমানা ও ৩৪ জনকে জেল দেওয়া হয়। চলতি বছরের মার্চ পর্যন্ত ১৮৯টি মামলা হয়েছে। জরিমানা হয়েছে ১৯ লাখ ৬৮ হাজার ৮১৪ টাকা এবং পাঁচ কারখানা সিলগালা করা হয়েছে। এ ছাড়া গত ২৫ এপ্রিল ২৮টি কোম্পানির ৬৮টি ওষুধের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করে সংস্থাটি। গত বছরের ২৮ ডিসেম্বর তাঁতীবাজার থেকে ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগের ৪০ হাজার পাতা নকল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তারা চীন থেকে নকল ওষুধ তৈরি করে এনে দেশে বাজারজাত করতেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাবমতে বিশ্বের মোট ওষুধ উৎপাদনের ১০ শতাংশ হলো নকল ও ভেজাল। উন্নয়নশীল দেশগুলোয় নকল-ভেজালের অপ্রতিরোধ্য দৌরাত্ম্য চলছে। দুনিয়ার প্রায় ১০০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ। তার পরও দেশের বিপুলসংখ্যক মানুষ খাঁটি ও মানসম্মত ওষুধ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রাজধানীসহ মহানগরগুলোর বাইরে মানহীন ওষুধের রাজত্বই বেশি। চিকিৎসা মানুষের মৌলিক অধিকারের একটি। যারা নকল-ভেজাল ওষুধ তৈরির সঙ্গে জড়িত তারা সেই অধিকারকে কেড়ে নিচ্ছে। মানুষের জীবন নিয়ে যারা অপখেলা খেলছে তাদের সামাল দিতে সরকারকে শক্ত হতে হবে। ওষুধ নকল-ভেজালের হোতাদের মনে ভয় ঢোকাতে কঠিন শাস্তিসংবলিত আইন প্রণয়নের কথা ভাবতে হবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
নকল-ভেজাল ওষুধ
কড়া আইন প্রণয়নের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর