স্বাস্থ্য খাত দেশবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করার বদলে কর্তাব্যক্তিদের পকেটের স্বাস্থ্য স্ফীত করার দিকে ব্যস্ত কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে ঘটছে একের পর এক কাণ্ড; যাকে কেউ তুঘলকি কাণ্ড আবার কেউ বলছেন আরব্য উপন্যাসের থিফ অব বাগদাদের আসর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কাহিনিকেও হার মানিয়েছে সরকারি কর্মচারী হাসপাতালে যন্ত্রপাতি কেনার ঘটনা। এ হাসপাতালের ১৪ তলা ভবনের খবর না থাকলেও সেই হাসপাতাল ভবনের জন্য যে যন্ত্রপাতি কেনা হবে তা দেখতে ও যাচাই-বাছাই করতে জার্মানি যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। তারা জার্মানির লুবেক শহরের ড্রাগারওয়ের্ক কোম্পানির কারখানা পরিদর্শন করবেন। যেসব মেশিন আনা হবে সেগুলো কীভাবে স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা হবে সে বিষয়ে ধারণা অর্জনের উদ্দেশ্যে কর্মকর্তাদের এই সফর রূপপুরের বালিশ কাহিনিকেও হার মানিয়েছে। কারণ, এই হাসপাতালের ১৪ তলা ভবন নির্মাণ তো দূরের কথা, এখনো অনুমোদনই পায়নি। অথচ সরকারি অর্থের অপচয় করে দেদার মেডিকেল যন্ত্রপাতি কিনছে হাসপাতাল কর্তৃপক্ষ, যা তুঘলকি কারবার বলে বিবেচিত হওয়ার যোগ্য। হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই এর মেডিকেল যন্ত্রপাতি কেনার নামে ঘটেছে পুকুর চুরির ঘটনা। অভিযোগ উঠেছে, ৮০ লাখ টাকার যন্ত্র কেনা হয়েছে ৭ কোটি টাকায়, যেগুলো কোনো কাজেই আসছে না! উল্টো এগুলো অব্যবহৃত থাকতে থাকতে অকেজো হয়ে পড়েছে। কোনো কোনোটি একেবারেই নষ্ট হয়ে পড়েছে। কোনো কোনো যন্ত্রপাতিকে পরিত্যক্ত ঘোষণা করে নতুন করে আবার সেগুলো কেনা হচ্ছে, যাতে শুধু সরকারের অর্থেরই অপচয় হচ্ছে। হাসপাতাল ভবন নির্মাণের আগে চিকিৎসা সরঞ্জাম কেনা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার শামিল। হাসপাতালের জন্য কেনা মেশিন ব্যবহার না করে ফেলে রাখার পেছনে কোনো সৎ উদ্দেশ্য যে নেই তা দিনের আলোর মতো সত্য। প্রশ্ন হলো, যারা জনগণের ট্যাক্সের টাকা অপচয় ও লুটপাটের মচ্ছব শুরু করেছেন তাদের এ অধিকার কে দিয়েছে? হাসপাতাল ভবন নির্মাণের আাগেই মেশিনপত্র কেনার অতিআগ্রহের আসল উদ্দেশ্যটা কী? আমরা আশা করব এ বিষয়গুলো প্রয়োজনে তদন্ত করা হবে। এসব অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহির আওতায় আনাও জরুরি।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চিকিৎসা সরঞ্জাম ক্রয়
অভিযোগের তদন্ত হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর