সিলেটের সুরমা নদীর সৌন্দর্য দেখতে এসে বাংলাদেশ সফররত তিন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নদীর পাড় পরিচ্ছন্নতার অভিযানে অংশ নেন। সিলেট শুধু নয়, বাংলাদেশের মানুষকে শিক্ষা দিলেন- এত সুন্দর নদ-নদীর অধিকারী যারা, তারা তাদের নদ-নদী-জলাশয়গুলোয় ময়লা ফেলে নোংরা করে রাখবে তা বাঞ্ছনীয় নয়। সবারই জানা, সিলেটের ঐতিহ্যের তিন স্মারক কিনব্রিজ, আলী আমজাদের ঘড়ি আর চাঁদনীঘাটের সিঁড়ি। সুরমাপাড়ের এই তিন স্থাপনা মুগ্ধ করে সিলেট ভ্রমণে আসা তাদের। পর্যটকদের পাশাপাশি খোলা হাওয়ায় সময় কাটাতে প্রতিদিন বিকালে এসব স্থাপনার কাছে ভিড় করেন নগরবাসী। কিন্তু পর্যটক আর স্থানীয়দের ফেলা ময়লা-আবর্জনায় সুরমাপাড়ের পরিবেশ নোংরা হয়ে ওঠে। সোমবার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সুরমা গ্রিন সিলেট’-এর কর্মীরা সুরমাপাড়ের সৌন্দর্য দেখাতে নিয়ে যান সিলেট সফররত ব্রিটিশ তিন এমপিকে। এ সময় সুরমাপাড়ের চাঁদনীঘাট এলাকায় ময়লা পরিষ্কারে নেমে পড়েন ব্রিটেনের কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্কালি এমপি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মারগারেট মেইন এমপি এবং বব ব্ল্যাকম্যান এমপির নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা সুরমাপাড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে ব্রিটিশ এমপিরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে আবহাওয়া। এ কারণে গোটা বিশ^ আজ হুমকির মুখে। নদীতে ময়লা ফেলার কারণে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে। সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতারও আশ্বাস দেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা। সুরমাপাড়ে ফেলে রাখা বর্জ্য-আবর্জনা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন করে তিন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য প্রকারান্তরে আমাদের দেশের জনপ্রতিনিধিদের দায়দায়িত্বও চিহ্নিত করে গেলেন- এমনটি বললেও ভুল হবে না। সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর, মহানগরের মেয়র এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য সচেতন হলে সুরমার পাড়ে ময়লা-আবর্জনা ফেলা কিংবা তার ভাগাড় গড়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। আমরা আশা করব, তিন ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের সুরমাপাড় পরিচ্ছন্ন করার কর্মকান্ড আমাদের জনপ্রতিনিধিদের নদ-নদী সুরক্ষার ব্যাপারে তাগিদ সৃষ্টি করবে। তাদের সচেতনতায় রক্ষা পাবে দেশের সব নদ-নদী-জলাশয়।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
অনুকরণীয় দৃষ্টান্ত
আমাদের জনপ্রতিনিধিরা শিক্ষা নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর