ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে শেষ পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও দুবূত্তায়নের বিরুদ্ধে সরকার-ঘোষিত লড়াইয়ে এটিকে একটি বড় ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। সম্রাট নামের দুর্দান্ত প্রতাপশালী যুবলীগ নেতার গ্রেফতারের মাধ্যমে প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারা সম্রাটকে দুর্বৃত্তায়নের হোতা বানানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদ সৃষ্টি করেছে এই গ্রেফতারের ঘটনা। ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন যুবলীগের এই অতিক্ষমতাধর নেতা। ক্যাসিনোকান্ডে যাদেরই গ্রেফতার করা হয়েছে তাদের সবার মুখেই উচ্চারিত হয়েছে সম্রাটের নাম। ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতে তিনি নিজের শক্তি প্রদর্শনের কৌশল বেছে নেন। শত শত কর্মীর পাহারা বসান তার কাকরাইলের অফিসে। তবে দুর্বৃত্তায়ন-বিরোধিতায় সরকারের অনড় ভূমিকায় নিজের বিপদ সম্পর্কে সচেতন হয়ে ওঠেন তিনি। তারপর ঢাকা থেকে উধাও হয়ে যান রাতারাতি। রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামের মুনির চৌধুরী নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় আরমান নামে তার এক সহযোগীকে। হকার থেকে ক্যাসিনো গুরুতে পরিণত হওয়া আরমানকে সম্রাটের ঘনিষ্ঠজন হিসেবে ভাবা হতো। দুজন একসঙ্গে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। যুবলীগের সম্রাটকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন অমান্য করেন, বেআইনি বা অবৈধ কাজে লিপ্ত হন, তাকে আইনের মুখোমুখি হতে হবে, শাস্তি পেতে হবে। সম্রাটকে গ্রেফতারের পর যুবলীগের শীর্ষ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে তার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। গত তিন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে জনগণের সমর্থন চেয়েছেন। কিন্তু দলের মধ্যে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বরপুত্ররা জেঁকে বসায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এযাবৎ কাক্সিক্ষত সাফল্য অর্জিত হয়নি। দুর্নীতি ও অসততার প্রতিভূদের ছাই দিয়ে ধরার প্রয়াস জনগণকে দেওয়া সরকারপ্রধানের প্রতিশ্রুতি পূরণে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।
শিরোনাম
- টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
সম্রাট গ্রেফতার
প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়
প্রিন্ট ভার্সন
