মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সম্রাট গ্রেফতার

প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়

ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে শেষ পর্যন্ত আইনের আওতায় আনা হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস ও দুবূত্তায়নের বিরুদ্ধে সরকার-ঘোষিত লড়াইয়ে এটিকে একটি বড় ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। সম্রাট নামের দুর্দান্ত প্রতাপশালী যুবলীগ নেতার গ্রেফতারের মাধ্যমে প্রমাণিত হলো কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারা সম্রাটকে দুর্বৃত্তায়নের হোতা বানানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদেরও আইনের আওতায় আনার ব্যাপারে আশাবাদ সৃষ্টি করেছে এই গ্রেফতারের ঘটনা। ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন যুবলীগের এই অতিক্ষমতাধর নেতা। ক্যাসিনোকান্ডে যাদেরই গ্রেফতার করা হয়েছে তাদের সবার মুখেই উচ্চারিত হয়েছে সম্রাটের নাম। ক্যাসিনোবিরোধী অভিযানের শুরুতে তিনি নিজের শক্তি প্রদর্শনের কৌশল বেছে নেন। শত শত কর্মীর পাহারা বসান তার কাকরাইলের অফিসে। তবে দুর্বৃত্তায়ন-বিরোধিতায় সরকারের অনড় ভূমিকায় নিজের বিপদ সম্পর্কে সচেতন হয়ে ওঠেন তিনি। তারপর ঢাকা থেকে উধাও হয়ে যান রাতারাতি। রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রী গ্রামের মুনির চৌধুরী নামের এক পরিবহন ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় আরমান নামে তার এক সহযোগীকে। হকার থেকে ক্যাসিনো গুরুতে পরিণত হওয়া আরমানকে সম্রাটের ঘনিষ্ঠজন হিসেবে ভাবা হতো। দুজন একসঙ্গে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। যুবলীগের সম্রাটকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন অমান্য করেন, বেআইনি বা অবৈধ কাজে লিপ্ত হন, তাকে আইনের মুখোমুখি হতে হবে, শাস্তি পেতে হবে। সম্রাটকে গ্রেফতারের পর যুবলীগের শীর্ষ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে তার ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক। গত তিন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করে জনগণের সমর্থন চেয়েছেন। কিন্তু দলের মধ্যে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বরপুত্ররা জেঁকে বসায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এযাবৎ কাক্সিক্ষত সাফল্য অর্জিত হয়নি। দুর্নীতি ও অসততার প্রতিভূদের ছাই দিয়ে ধরার প্রয়াস জনগণকে দেওয়া সরকারপ্রধানের প্রতিশ্রুতি পূরণে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর