মালয়েশিয়ার শ্রমবাজারে অচিরেই কর্মী পাঠানো যাবে- এমন আশাবাদ জোরদার হয়ে উঠেছে। আশা করা হচ্ছে, সে দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা এবার কেটে যাবে। আশাবাদ জোরদার হয়ে উঠেছে বাংলাদেশ সফররত মালয়েশীয় মন্ত্রীর কথায়। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান রবিবার ঢাকায় বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করে অতিদ্রুত শ্রমবাজার খোলার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। মালয়েশীয় মন্ত্রী বলেছেন, তাদের দেশে এখন কর্মী সংকট রয়েছে, যে কারণে বাংলাদেশের কর্মীদের জন্য তারা শ্রমবাজার দ্রুত উন্মোচন করতে চান। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে। শ্রমবাজার উন্মুক্ত করতে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দেশটিতে কয়েক দফা সফর করেছেন এবং দুই দেশ মিলে গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং কমিটি। গত বছর ৩ নভেম্বর কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা দেখিয়ে বৈঠক স্থগিত করে মালয়েশিয়া। বুধবার হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সেই বৈঠক। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারান থাকছেন না। তবে তার ঢাকা সফরের ফলে ওই বৈঠকের মধ্য দিয়ে পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ খোলার আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রবিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদের কথা জানান। মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে জনশক্তি রপ্তানিতে যে মন্দাবস্থা বিরাজ করছে তার ইতি ঘটবে। মালয়েশিয়া চায় কর্মীরা যেন নামমাত্র খরচে সে দেশে যেতে পারেন। তারা যাতে কোনোভাবেই বঞ্চনার শিকার না হন। কায়েমি স্বার্থবাদীদের চক্রান্ত বানচাল করে সরকারকে এ ব্যাপারে এগোতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারকে নিরাপদ করতেও নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মালয়েশিয়ার শ্রমবাজার
কেটে যাক বিরাজমান জটিলতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর