মালয়েশিয়ার শ্রমবাজারে অচিরেই কর্মী পাঠানো যাবে- এমন আশাবাদ জোরদার হয়ে উঠেছে। আশা করা হচ্ছে, সে দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা এবার কেটে যাবে। আশাবাদ জোরদার হয়ে উঠেছে বাংলাদেশ সফররত মালয়েশীয় মন্ত্রীর কথায়। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান রবিবার ঢাকায় বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করে অতিদ্রুত শ্রমবাজার খোলার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন। মালয়েশীয় মন্ত্রী বলেছেন, তাদের দেশে এখন কর্মী সংকট রয়েছে, যে কারণে বাংলাদেশের কর্মীদের জন্য তারা শ্রমবাজার দ্রুত উন্মোচন করতে চান। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে। শ্রমবাজার উন্মুক্ত করতে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ দেশটিতে কয়েক দফা সফর করেছেন এবং দুই দেশ মিলে গঠন করা হয় জয়েন্ট ওয়ার্কিং কমিটি। গত বছর ৩ নভেম্বর কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ২৪ ও ২৫ নভেম্বর ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং কমিটির পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা দেখিয়ে বৈঠক স্থগিত করে মালয়েশিয়া। বুধবার হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সেই বৈঠক। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারান থাকছেন না। তবে তার ঢাকা সফরের ফলে ওই বৈঠকের মধ্য দিয়ে পুনরায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ খোলার আশা করা হচ্ছে। মালয়েশিয়ায় শিগগিরই শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। রবিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদের কথা জানান। মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে জনশক্তি রপ্তানিতে যে মন্দাবস্থা বিরাজ করছে তার ইতি ঘটবে। মালয়েশিয়া চায় কর্মীরা যেন নামমাত্র খরচে সে দেশে যেতে পারেন। তারা যাতে কোনোভাবেই বঞ্চনার শিকার না হন। কায়েমি স্বার্থবাদীদের চক্রান্ত বানচাল করে সরকারকে এ ব্যাপারে এগোতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারকে নিরাপদ করতেও নিতে হবে কার্যকর ব্যবস্থা।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
মালয়েশিয়ার শ্রমবাজার
কেটে যাক বিরাজমান জটিলতা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর