দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাড়ে ২৫ মাস পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান। বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দন্ডাদেশ ছয় মাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হলো, এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না। সরকারের এই মানবিক সিদ্ধান্ত সব মহলের প্রশংসা অর্জন করেছে। দুই বছর এক মাস ১৫ দিন সাজা ভোগের পর এমন এক সময়ে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো, যখন করোনাভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে চলছে উৎকণ্ঠা। নানা বিধিনিষেধে বাংলাদেশও রয়েছে প্রায় অবরুদ্ধ অবস্থায়। কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ‘করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন’ বলে শঙ্কা প্রকাশ করে আইনজীবীদের সংবাদ সম্মেলনের এক দিন পর সরকার এ সিদ্ধান্ত জানাল। এর বেশ আগে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছিল তাঁর পরিবার। সাজা স্থগিতের ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। বিএনপির পক্ষ থেকেও চেয়ারপারসনের কারামুক্তিতে স্বস্তি প্রকাশ করা হয়। বেগম জিয়াকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হবে- এমন একটি জল্পনা-কল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। তাঁর পরিবারের সদস্যরা সরকারের সঙ্গে এ ব্যাপারে যে দেনদরবার চালাচ্ছিলেন অবশেষে তা ফলপ্রসূ হলো। সারা দুনিয়া যখন করোনাভাইরাসে বিপর্যস্ত এবং বাংলাদেশেও যখন এ প্রাণঘাতী ভাইরাস আতঙ্কে অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে, তখন সরকারের এই মানবিক সিদ্ধান্ত সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সহায়তা করবে। পরিস্থিতি মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে বিরোধী পক্ষের সমর্থন নিশ্চিত হবে। রাজনীতির চেয়ে ঊর্ধ্বে উঠবে মানবিক অনুভূতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টিতেও তা অবদান রাখবে বলে আশা করা যায়। করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং অর্থনীতির ধকল মোকাবিলায় আস্থার পরিবেশ খুবই জরুরি।
শিরোনাম
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর