দুর্নীতি মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাড়ে ২৫ মাস পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান। বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দন্ডাদেশ ছয় মাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হলো, এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না। সরকারের এই মানবিক সিদ্ধান্ত সব মহলের প্রশংসা অর্জন করেছে। দুই বছর এক মাস ১৫ দিন সাজা ভোগের পর এমন এক সময়ে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো, যখন করোনাভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে চলছে উৎকণ্ঠা। নানা বিধিনিষেধে বাংলাদেশও রয়েছে প্রায় অবরুদ্ধ অবস্থায়। কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া ‘করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন’ বলে শঙ্কা প্রকাশ করে আইনজীবীদের সংবাদ সম্মেলনের এক দিন পর সরকার এ সিদ্ধান্ত জানাল। এর বেশ আগে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছিল তাঁর পরিবার। সাজা স্থগিতের ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। বিএনপির পক্ষ থেকেও চেয়ারপারসনের কারামুক্তিতে স্বস্তি প্রকাশ করা হয়। বেগম জিয়াকে বিশেষ বিবেচনায় মুক্তি দেওয়া হবে- এমন একটি জল্পনা-কল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। তাঁর পরিবারের সদস্যরা সরকারের সঙ্গে এ ব্যাপারে যে দেনদরবার চালাচ্ছিলেন অবশেষে তা ফলপ্রসূ হলো। সারা দুনিয়া যখন করোনাভাইরাসে বিপর্যস্ত এবং বাংলাদেশেও যখন এ প্রাণঘাতী ভাইরাস আতঙ্কে অবরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে, তখন সরকারের এই মানবিক সিদ্ধান্ত সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সহায়তা করবে। পরিস্থিতি মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে বিরোধী পক্ষের সমর্থন নিশ্চিত হবে। রাজনীতির চেয়ে ঊর্ধ্বে উঠবে মানবিক অনুভূতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা সৃষ্টিতেও তা অবদান রাখবে বলে আশা করা যায়। করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে এবং অর্থনীতির ধকল মোকাবিলায় আস্থার পরিবেশ খুবই জরুরি।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
খালেদা জিয়ার মুক্তি
এ মানবিক সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর