করোনাভাইরাসে গত তিন দিনে দেশে মাত্র দুজনকে শনাক্ত করা হয়েছে। এ সময় মৃত্যুর কোনো ঘটনা নেই। অবশ্য এ তথ্যে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত ভাবার কোনো সুযোগ নেই। ভয়াল ভাইরাস এখনো দেশের ১৭ কোটি মানুষের ঘাড়ে বিষনিঃশ্বাস ছাড়ার চেষ্টা করছে এবং তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ঘরে থাকা। সামাজিক সংস্পর্শ এড়িয়ে চলা। নিজেকে নিরাপদ রাখা এবং সমাজ ও দেশকে নিরাপদ রাখা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বে সংক্রমণ শূন্যের কোঠায় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন, এ প্রবণতা এড়াতে হবে। কেউ একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাসে বয়স্করাই সাধারণত ঝুঁকির মধ্যে পড়েন। গত দুই দিনে বাংলাদেশে যারা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন তাদের একজনের বয়স ৭০, অন্যজন ৮০-ঊর্ধ্ব। ইতিমধ্যে গাজীপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৩৬ ইতালিপ্রবাসীকে সোমবার ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে স্বজনদের সঙ্গে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বাড়ি ফিরে সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় এজন্য স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৪৬ জনের মধ্যে ১৯১ জন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন ছয়জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১২ জন, এতে নতুন যুক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে ৫১ জনের ১৪ দিন শেষ হওয়ায় তারা হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৩০ জন। কিশোরগঞ্জে কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারের সদস্য ও স্বজনদের রক্ষায় শ্রেষ্ঠ উপায় যেহেতু ঘরে থাকা, সেহেতু এ ক্ষেত্রে কোনো হেলাফেলা কাম্য নয়।
শিরোনাম
- দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
- ৩ দফা দাবিতে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
- নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২৭ সেপ্টেম্বর
- ভাঙ্গায় সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক
- ট্রাফিক আইন লঙ্ঘন, ঢাকায় একদিনেই ২১৫২ মামলা
- পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ঢাকা অ্যাডভার্টাইজিং স্কুলের আত্মপ্রকাশ
- মালয়েশিয়া দিবস: জাতীয় ঐক্যের বার্তা ও বহুসংস্কৃতির উদযাপন
- বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি
- বুয়েটের সঙ্গে জিপিএইচ ইস্পাতের সমঝোতা স্মারক সই
- মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা