করোনাভাইরাসে গত তিন দিনে দেশে মাত্র দুজনকে শনাক্ত করা হয়েছে। এ সময় মৃত্যুর কোনো ঘটনা নেই। অবশ্য এ তথ্যে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত ভাবার কোনো সুযোগ নেই। ভয়াল ভাইরাস এখনো দেশের ১৭ কোটি মানুষের ঘাড়ে বিষনিঃশ্বাস ছাড়ার চেষ্টা করছে এবং তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ঘরে থাকা। সামাজিক সংস্পর্শ এড়িয়ে চলা। নিজেকে নিরাপদ রাখা এবং সমাজ ও দেশকে নিরাপদ রাখা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বে সংক্রমণ শূন্যের কোঠায় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন, এ প্রবণতা এড়াতে হবে। কেউ একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাসে বয়স্করাই সাধারণত ঝুঁকির মধ্যে পড়েন। গত দুই দিনে বাংলাদেশে যারা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন তাদের একজনের বয়স ৭০, অন্যজন ৮০-ঊর্ধ্ব। ইতিমধ্যে গাজীপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৩৬ ইতালিপ্রবাসীকে সোমবার ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে স্বজনদের সঙ্গে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বাড়ি ফিরে সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় এজন্য স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৪৬ জনের মধ্যে ১৯১ জন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন ছয়জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১২ জন, এতে নতুন যুক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে ৫১ জনের ১৪ দিন শেষ হওয়ায় তারা হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৩০ জন। কিশোরগঞ্জে কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারের সদস্য ও স্বজনদের রক্ষায় শ্রেষ্ঠ উপায় যেহেতু ঘরে থাকা, সেহেতু এ ক্ষেত্রে কোনো হেলাফেলা কাম্য নয়।
শিরোনাম
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- আগামী নির্বাচন বানচাল হলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে
- বাংলাদেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে অঙ্গীকার পুনর্ব্যক্ত ডব্লিউটিও’র
- রাজনীতিতে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে : মামুনুল হক
- দুই শিরোপার নায়ক রাসেলকেই বাদ দিল কেকেআর!
- মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিবিদ্ধ ৩
- আমেরিকানরা এখনো নারী নেতৃত্বে প্রস্তুত নয়: মিশেল ওবামা
- বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে
- নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ঘরে থাকার বিকল্প নেই
সামাজিক সংস্পর্শ এড়াতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর