করোনাভাইরাসে গত তিন দিনে দেশে মাত্র দুজনকে শনাক্ত করা হয়েছে। এ সময় মৃত্যুর কোনো ঘটনা নেই। অবশ্য এ তথ্যে বাংলাদেশকে ঝুঁকিমুক্ত ভাবার কোনো সুযোগ নেই। ভয়াল ভাইরাস এখনো দেশের ১৭ কোটি মানুষের ঘাড়ে বিষনিঃশ্বাস ছাড়ার চেষ্টা করছে এবং তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ঘরে থাকা। সামাজিক সংস্পর্শ এড়িয়ে চলা। নিজেকে নিরাপদ রাখা এবং সমাজ ও দেশকে নিরাপদ রাখা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বে সংক্রমণ শূন্যের কোঠায় না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন, এ প্রবণতা এড়াতে হবে। কেউ একান্ত প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাসে বয়স্করাই সাধারণত ঝুঁকির মধ্যে পড়েন। গত দুই দিনে বাংলাদেশে যারা এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন তাদের একজনের বয়স ৭০, অন্যজন ৮০-ঊর্ধ্ব। ইতিমধ্যে গাজীপুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ৩৬ ইতালিপ্রবাসীকে সোমবার ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে স্বজনদের সঙ্গে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বাড়ি ফিরে সমস্যার মুখোমুখি যাতে না হতে হয় এজন্য স্বাস্থ্য বিভাগ ও পুলিশের পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে। দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৪৬ জনের মধ্যে ১৯১ জন স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন ছয়জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় রাখা হয়েছে। নারায়ণগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪১২ জন, এতে নতুন যুক্ত হয়েছেন ১৮ জন। এর মধ্যে ৫১ জনের ১৪ দিন শেষ হওয়ায় তারা হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৩০ জন। কিশোরগঞ্জে কোয়ারেন্টাইনে রয়েছেন ২১৩ জন। করোনাভাইরাস থেকে নিজেকে, পরিবারের সদস্য ও স্বজনদের রক্ষায় শ্রেষ্ঠ উপায় যেহেতু ঘরে থাকা, সেহেতু এ ক্ষেত্রে কোনো হেলাফেলা কাম্য নয়।
শিরোনাম
- সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
- আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা
- নির্বাচনে যত চ্যালেঞ্জই আসুক, হাসিমুখে সামাল দেব : সিইসি
- অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
- জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
- আগুন পর্যবেক্ষণে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ডিজি
- নবীনগরে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- সরানো হলো উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো
- চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন
- বান্দরবানে অনুষ্ঠিত হলো হিল হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
- সাবেক ভূমিমন্ত্রী-অর্থপ্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা
- সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির পায়ের কঙ্কাল উদ্ধার
- মালয়েশিয়ায় প্রবাসী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
- লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- রংপুরে টাইফয়েড টিকা বিষয়ক পরামর্শক সভা অনুষ্ঠিত
- বিএনপি নেতার মাগফিরাত কামনায় রংপুরে যুবদলের দোয়া মাহফিল
- যুদ্ধবিরতির পরও ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল
- ঢাকাগামী ফ্লাইট নামছে চট্টগ্রাম ও সিলেটে
- রংপুরে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- মেহেরপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম
ঘরে থাকার বিকল্প নেই
সামাজিক সংস্পর্শ এড়াতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর