সর্বগ্রাসী মন্দার মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। গত তিন দশকে নানা কারণে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়লেও বাংলাদেশে তার প্রতিক্রিয়া পড়েনি। বরং অনেক ক্ষেত্রে বৈশ্বিক মন্দায় লাভবান হয়েছে বাংলাদেশ। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে বিশ্ব যে অনিবার্য অর্থনৈতিক মন্দার শিকার হতে যাচ্ছে তার ভুক্তভোগী হবে প্রতিটি দেশ, প্রতিটি জাতি। বাংলাদেশে ইতিমধ্যে তার অপপ্রভাব অনুভূত হচ্ছে। টানা ১৭ দিন সাধারণ ছুটিতে বন্ধ কলকারখানা, অফিস-আদালত এবং উৎপাদন কেন্দ্র। আরও দীর্ঘায়িত হতে পারে সাধারণ ছুটি। অফিস-আদালত, কলকারখানা খোলার পরও আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে তা ভাবা ঠিক হবে না। কারণ করোনাভাইরাসের কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তৈরি পোশাকের ক্রেতা দেশগুলোর মানুষের ক্রয়ক্ষমতা যে করোনা বিপর্যয়ে অনিবার্যভাবে কমবে তা এক বাস্তবতা। ভয়াল এ ভাইরাসের আগ্রাসন নিশ্চিতভাবেই একদিন থেমে যাবে। কিন্তু বিদ্যমান সংকট দীর্ঘায়িত হলে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বাংলাদেশের অর্জিত সাফল্য অনেকাংশে মার খাবে। করোনাভাইরাস দুর্যোগ দেশের গরিব-দুঃখী মানুষের জীবনে ইতিমধ্যে মহাসংকট হয়ে দেখা দিয়েছে এবং এ মন্দাবস্থা দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সমাজের গরিব-দুঃখী মানুষের জন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। আগামীতে এ চ্যালেঞ্জের পরিসর বাড়তে পারে। সে পরিস্থিতিতে হয়তো অবকাঠামোগত উন্নয়নের কাজ বন্ধ রেখে গরিব-দুঃখী মানুষের পেটে ভাত জোগানো সরকারের কর্তব্য হয়ে দাঁড়াবে। মধ্যবিত্তদের কথাও সরকারকে ভাবতে হবে। তারা যে আয় করে তার এক বড় অংশ চলে যায় কর পরিশোধে। সংকট কমাতে কর রেয়াতের কথা ভাবতে হবে। খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়াও জরুরি। দেশের গরিব-দুঃখী মানুষকে বাঁচিয়ে রাখতে সরকার শতভাগ আন্তরিক সন্দেহ নেই। তবে তাদের কাছে সরকারের সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে যাতে দুর্নীতি বাসা না বাঁধে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কঠোর মনোভাবের কথা বলেছেন। দেশবাসী প্রতি ক্ষেত্রে সে মনোভাবের প্রতিফলন দেখতে চায়।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ
সামাজিক সংকট ঠেকানো জরুরি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর