সর্বগ্রাসী মন্দার মুখে পড়তে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। গত তিন দশকে নানা কারণে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়লেও বাংলাদেশে তার প্রতিক্রিয়া পড়েনি। বরং অনেক ক্ষেত্রে বৈশ্বিক মন্দায় লাভবান হয়েছে বাংলাদেশ। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে বিশ্ব যে অনিবার্য অর্থনৈতিক মন্দার শিকার হতে যাচ্ছে তার ভুক্তভোগী হবে প্রতিটি দেশ, প্রতিটি জাতি। বাংলাদেশে ইতিমধ্যে তার অপপ্রভাব অনুভূত হচ্ছে। টানা ১৭ দিন সাধারণ ছুটিতে বন্ধ কলকারখানা, অফিস-আদালত এবং উৎপাদন কেন্দ্র। আরও দীর্ঘায়িত হতে পারে সাধারণ ছুটি। অফিস-আদালত, কলকারখানা খোলার পরও আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে তা ভাবা ঠিক হবে না। কারণ করোনাভাইরাসের কারণে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তৈরি পোশাকের ক্রেতা দেশগুলোর মানুষের ক্রয়ক্ষমতা যে করোনা বিপর্যয়ে অনিবার্যভাবে কমবে তা এক বাস্তবতা। ভয়াল এ ভাইরাসের আগ্রাসন নিশ্চিতভাবেই একদিন থেমে যাবে। কিন্তু বিদ্যমান সংকট দীর্ঘায়িত হলে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বাংলাদেশের অর্জিত সাফল্য অনেকাংশে মার খাবে। করোনাভাইরাস দুর্যোগ দেশের গরিব-দুঃখী মানুষের জীবনে ইতিমধ্যে মহাসংকট হয়ে দেখা দিয়েছে এবং এ মন্দাবস্থা দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সমাজের গরিব-দুঃখী মানুষের জন্য খাদ্য নিরাপত্তার ব্যবস্থা করা সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ। আগামীতে এ চ্যালেঞ্জের পরিসর বাড়তে পারে। সে পরিস্থিতিতে হয়তো অবকাঠামোগত উন্নয়নের কাজ বন্ধ রেখে গরিব-দুঃখী মানুষের পেটে ভাত জোগানো সরকারের কর্তব্য হয়ে দাঁড়াবে। মধ্যবিত্তদের কথাও সরকারকে ভাবতে হবে। তারা যে আয় করে তার এক বড় অংশ চলে যায় কর পরিশোধে। সংকট কমাতে কর রেয়াতের কথা ভাবতে হবে। খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়াও জরুরি। দেশের গরিব-দুঃখী মানুষকে বাঁচিয়ে রাখতে সরকার শতভাগ আন্তরিক সন্দেহ নেই। তবে তাদের কাছে সরকারের সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে যাতে দুর্নীতি বাসা না বাঁধে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কঠোর মনোভাবের কথা বলেছেন। দেশবাসী প্রতি ক্ষেত্রে সে মনোভাবের প্রতিফলন দেখতে চায়।
শিরোনাম
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’