কভিড-১৯-এর প্রকোপ ঠেকাতে বিশ্বজুড়ে টিকা তৈরির তোড়জোড় চলছে। সম্প্রতি বেশ কটি টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের তৈরি করোনা টিকার কার্যকারিতা বিষয়ে জানিয়েছে। সেই সঙ্গে টিকাগুলোর সম্ভাব্য বাজারদর সম্পর্কেও ধারণা মিলছে। বলা হচ্ছে, ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। করোনা রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। পয়লা ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ১০ ডিসেম্বর টিকার অনুমোদন-সংক্রান্ত একটি বৈঠকে বসবে। যুক্তরাজ্যের টিকা দেখভালের দায়িত্বে থাকা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে। কভিড-১৯ টিকা দেওয়ার জন্য বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করে রাখা হয়েছে। ইউরোপের দেশ স্পেনে জানুয়ারিতে টিকা দেওয়ার জন্য ১৩ হাজার টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশা করা হচ্ছে, অনুমোদনের পরদিনই বা দুই দিনের মধ্যে টিকা দেওয়া শুরু হবে। জার্মান সরকার ৩০ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রেখেছে। অন্যদিকে গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি থেকে করোনাভাইরাসের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। আগামী বছরের মধ্যে এ টিকা পাওয়ার সম্ভাব্যতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিটি টিকার জন্য ১ দশমিক ৬ ডলার থেকে ২ ডলার করে দিতে হবে। বিভিন্ন দেশে কভিড-১৯-এর টিকা সুবিধা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়া যাবে। এ ছাড়া ডিসেম্বরে দেশের ১০ জেলায় কভিড-১৯ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা চালু হবে। মানুষের জীবনের নিরাপত্তা করোনা টিকার সহজ প্রাপ্তির মাধ্যমে অপেক্ষার অবসান হোক।
শিরোনাম
- ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
- রাশিয়ান হ্যাকারদের কবলে ১০ টেরাবাইটেরও বেশি তথ্য
- দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা
- ফেরার আশা এখনই ছাড়ছেন না স্মিথ
- দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে
- নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
- ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
- নবজাতকের আইসিইউ বলতে কি বুঝি
- ঢাকার মুক্তাঙ্গনকে দখলমুক্ত করার আহ্বান এশিয়া মানবাধিকার সংস্থার
- ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে
- সমুদ্র থেকে ভেসে আসছে রহস্যময় বল, সিডনিতে বন্ধ ৯ সৈকত
- চট্টগ্রামে যৌন নিপীড়ন মামলায় দুইজনের যাবজ্জীবন
- ‘পুনঃনির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প’
- কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মীর মৃত্যু
- লালপোল ইউটার্ন যেন মরণফাঁদ, কবে হবে আন্ডারপাস
- ফেরাউনের মতো অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে : চরমোনাই পীর
- গ্যাসে রান্নায় দুর্ঘটনা রোধে সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করবে বিএসটিআই : মহাপরিচালক
- মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পেলেন জাপার সাবেক এমপি অভি