কভিড-১৯-এর প্রকোপ ঠেকাতে বিশ্বজুড়ে টিকা তৈরির তোড়জোড় চলছে। সম্প্রতি বেশ কটি টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের তৈরি করোনা টিকার কার্যকারিতা বিষয়ে জানিয়েছে। সেই সঙ্গে টিকাগুলোর সম্ভাব্য বাজারদর সম্পর্কেও ধারণা মিলছে। বলা হচ্ছে, ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। করোনা রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। পয়লা ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ১০ ডিসেম্বর টিকার অনুমোদন-সংক্রান্ত একটি বৈঠকে বসবে। যুক্তরাজ্যের টিকা দেখভালের দায়িত্বে থাকা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে। কভিড-১৯ টিকা দেওয়ার জন্য বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করে রাখা হয়েছে। ইউরোপের দেশ স্পেনে জানুয়ারিতে টিকা দেওয়ার জন্য ১৩ হাজার টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশা করা হচ্ছে, অনুমোদনের পরদিনই বা দুই দিনের মধ্যে টিকা দেওয়া শুরু হবে। জার্মান সরকার ৩০ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রেখেছে। অন্যদিকে গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি থেকে করোনাভাইরাসের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। আগামী বছরের মধ্যে এ টিকা পাওয়ার সম্ভাব্যতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিটি টিকার জন্য ১ দশমিক ৬ ডলার থেকে ২ ডলার করে দিতে হবে। বিভিন্ন দেশে কভিড-১৯-এর টিকা সুবিধা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়া যাবে। এ ছাড়া ডিসেম্বরে দেশের ১০ জেলায় কভিড-১৯ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা চালু হবে। মানুষের জীবনের নিরাপত্তা করোনা টিকার সহজ প্রাপ্তির মাধ্যমে অপেক্ষার অবসান হোক।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’