কভিড-১৯-এর প্রকোপ ঠেকাতে বিশ্বজুড়ে টিকা তৈরির তোড়জোড় চলছে। সম্প্রতি বেশ কটি টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের তৈরি করোনা টিকার কার্যকারিতা বিষয়ে জানিয়েছে। সেই সঙ্গে টিকাগুলোর সম্ভাব্য বাজারদর সম্পর্কেও ধারণা মিলছে। বলা হচ্ছে, ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি। করোনা রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা আগেই জানিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। তারা এখন সফল টিকার অনুমোদন পাওয়ার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। পয়লা ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ১০ ডিসেম্বর টিকার অনুমোদন-সংক্রান্ত একটি বৈঠকে বসবে। যুক্তরাজ্যের টিকা দেখভালের দায়িত্বে থাকা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নেবে। কভিড-১৯ টিকা দেওয়ার জন্য বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করে রাখা হয়েছে। ইউরোপের দেশ স্পেনে জানুয়ারিতে টিকা দেওয়ার জন্য ১৩ হাজার টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশা করা হচ্ছে, অনুমোদনের পরদিনই বা দুই দিনের মধ্যে টিকা দেওয়া শুরু হবে। জার্মান সরকার ৩০ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রেখেছে। অন্যদিকে গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি থেকে করোনাভাইরাসের ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। আগামী বছরের মধ্যে এ টিকা পাওয়ার সম্ভাব্যতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিটি টিকার জন্য ১ দশমিক ৬ ডলার থেকে ২ ডলার করে দিতে হবে। বিভিন্ন দেশে কভিড-১৯-এর টিকা সুবিধা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগ হলো গ্যাভি-কোভেক্স ফ্যাসিলিটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়া যাবে। এ ছাড়া ডিসেম্বরে দেশের ১০ জেলায় কভিড-১৯ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা চালু হবে। মানুষের জীবনের নিরাপত্তা করোনা টিকার সহজ প্রাপ্তির মাধ্যমে অপেক্ষার অবসান হোক।
শিরোনাম
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’