আগের তিন ধাপের মতো রবিবার চতুর্থ ধাপের ৫৫ পৌরসভার নির্বাচনও শেষ হয়েছে নানা অভিযোগের পসরা নিয়ে। আমাদের দেশে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে ওঠে সাধারণ মানুষ। আগের তিন ধাপের নির্বাচনের মতো চতুর্থ ধাপেও ভোট উৎসবের বদলে বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যালট ছিনতাই, প্রকাশ্যে সিল মারার পাশাপাশি ঘটেছে নির্বাচন বর্জনের ঘটনা। কোনো কোনো পৌরসভায় বিচ্ছিন্নভাবে ঘটা এসব কর্মকা- নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতার সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। চট্টগ্রামের পটিয়ায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজনের প্রাণহানি যত বিচ্ছিন্ন ঘটনাই হোক না কেন পৌর নির্বাচনের মুখে কালিমা লাগিয়েছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে ভোট উৎসবের ব্যত্যয় যেমন দুঃখজনক তেমন সংঘর্ষ, হানাহানি, ব্যালটবাক্স ছিনতাই ও প্রাণহানিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করা যায়। আমাদের মতে দুটি কারণে স্থানীয় নির্বাচনের পবিত্রতা নষ্ট হচ্ছে। নির্বাচন থেকে সন্ত্রাসী মস্তান তথা সমাজবিরোধীদের দূরে রাখতে না পারলে ভালো নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হলেও সংঘাত-সংঘর্ষ, ভোট ছিনতাইয়ের আশঙ্কা থাকবেই। এটি বন্ধ করতে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার অপরিণামদর্শী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অতীতে স্থানীয় নির্বাচনে নির্বাচিত হননি এমন নতুন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে। প্রার্থীদের মাদকাসক্তির ডোপ পরীক্ষা বাধ্যতামূলক করাও জরুরি। অপরাধমূলক কর্মকান্ডে মামলায় অভিযুক্ত হয়েছেন অথবা গুরুতর মামলা রয়েছে এমন প্রার্থীকেও নির্বাচনের বাইরে রাখার বিষয়ে ভাবতে হবে। দলীয় ভিত্তিতে নির্বাচন হওয়ায় দলের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে নির্বাচনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। নির্বাচন কমিশনও বিতর্কের ঊর্ধে উঠতে পারছে না। নির্বাচনের প্রতি এখন সাধারণ মানুষের আস্থায় চিড় ধরছে। যে দেশের মানুষ নির্বাচনকে কেন্দ্র করে ভোট উৎসবে মেতে ওঠে সে দেশে সে চিত্র ‘ইতিহাস’ হতে চলেছে। তা কাম্য কিনা ভেবে দেখতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পৌর নির্বাচন
দুর্জনদের দূরে রাখার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর