করোনা নামের ভয়াবহ মুসিবতের এক বছর অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর এ পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার লোক মারা গেছে। খাতা-কলমে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজারের বেশি হলেও প্রকৃত সংখ্যা কত তা নিয়ে চিকিৎসাবিজ্ঞানীদের সংশয় রয়েছে। জরিপসূত্রের বরাত দিলে স্বীকার করতেই হবে, শুধু রাজধানীতেই আক্রান্তের সংখ্যা ছিল অন্তত ২০ লাখ। তবে করোনাভাইরাস বা কভিড-১৯ নামের ভয়াবহ দৈত্য দুনিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশে সেভাবে থাবা বিস্তার করতে না পারায় প্রাণহানির সংখ্যা সত্যিকার অর্থে সীমিত। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস ছড়ায়। এরপর চীনের গন্ডি পেরিয়ে তা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। হু হু করে বাড়তে থাকে রোগীর সংখ্যা। মার্চের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে এ ভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৪ মার্চ রাজধানী ঢাকায় শনাক্ত হয় করোনা রোগী। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সারা দেশ সাধারণ ছুটির আওতায় আনা হয়। বন্ধ থাকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, যানবাহন, হোটেল-রেস্তোরাঁ, হাট-বাজার, আমদানি-রপ্তানি, পর্যটন স্পটসহ সবকিছু। করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা সীমিত থাকলেও দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা এক কথায় অতুলনীয়। তবে দুনিয়ার সিংহভাগ দেশের তুলনায় বাংলাদেশ অর্থনৈতিক পুনর্গঠনে সাফল্য দেখিয়েছে। করোনা ভ্যাকসিন দেওয়া আগেভাগে শুরু করার কৃতিত্বও দেখিয়েছে বাংলাদেশ। আমরা আশা করব টিকার বদৌলতে ভয়াবহ এ ভাইরাসকে বিদায় জানাতে জাতি অচিরেই সফল হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
করোনার এক বছর
টিকার বদৌলতে কেটে যাক বিপদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর