করোনা নামের ভয়াবহ মুসিবতের এক বছর অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী ধরা পড়ার পর এ পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার লোক মারা গেছে। খাতা-কলমে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজারের বেশি হলেও প্রকৃত সংখ্যা কত তা নিয়ে চিকিৎসাবিজ্ঞানীদের সংশয় রয়েছে। জরিপসূত্রের বরাত দিলে স্বীকার করতেই হবে, শুধু রাজধানীতেই আক্রান্তের সংখ্যা ছিল অন্তত ২০ লাখ। তবে করোনাভাইরাস বা কভিড-১৯ নামের ভয়াবহ দৈত্য দুনিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশে সেভাবে থাবা বিস্তার করতে না পারায় প্রাণহানির সংখ্যা সত্যিকার অর্থে সীমিত। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস ছড়ায়। এরপর চীনের গন্ডি পেরিয়ে তা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। হু হু করে বাড়তে থাকে রোগীর সংখ্যা। মার্চের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে এ ভাইরাস শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। নারায়ণগঞ্জ ও মাদারীপুর জেলায় সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৪ মার্চ রাজধানী ঢাকায় শনাক্ত হয় করোনা রোগী। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর সারা দেশ সাধারণ ছুটির আওতায় আনা হয়। বন্ধ থাকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, যানবাহন, হোটেল-রেস্তোরাঁ, হাট-বাজার, আমদানি-রপ্তানি, পর্যটন স্পটসহ সবকিছু। করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা সীমিত থাকলেও দেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা এক কথায় অতুলনীয়। তবে দুনিয়ার সিংহভাগ দেশের তুলনায় বাংলাদেশ অর্থনৈতিক পুনর্গঠনে সাফল্য দেখিয়েছে। করোনা ভ্যাকসিন দেওয়া আগেভাগে শুরু করার কৃতিত্বও দেখিয়েছে বাংলাদেশ। আমরা আশা করব টিকার বদৌলতে ভয়াবহ এ ভাইরাসকে বিদায় জানাতে জাতি অচিরেই সফল হবে।
শিরোনাম
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে