দেশে সাইবার অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে। ব্ল্যাকমেলের মাধ্যমে টার্গেট নারী-পুরুষের সম্ভ্রমহানি শুধু নয়, হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থবিত্ত। রাজধানীতে তো বটেই, দেশের আনাচে-কানাচে সক্রিয় অনেক সাইবার অপরাধী চক্র। এ চক্রের সঙ্গে জড়িত বেশ কিছু বিদেশি। সাধারণত নারীরা ব্ল্যাকমেলের শিকার হচ্ছে সবচেয়ে বেশি। উচ্চবিত্ত শ্রেণির ছেলেদেরও টার্গেট করে ব্ল্যাকমেল করছে সুসংবদ্ধ অপরাধীরা। তাদের কেউ কেউ মডেলিং, র্যাম্পিংয়ের নামে ছড়াচ্ছে প্রতারণার জাল। রাজধানীসহ সারা দেশে সাম্প্রতিক সময়ে ঘটেছে বেশ কয়েকটি ব্ল্যাকমেলের ঘটনা। বিয়ের প্রলোভন দেখিয়ে অথবা খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও তৈরি করা হচ্ছে। পরে ইন্টারনেটে ছেড়ে দেওয়া বা সবাইকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হচ্ছে বিপুল অর্থ। এই জাল থেকে বেরোতে না পেরে অনেকে বেছে নিতে বাধ্য হয়েছে আত্মহত্যার পথ। ইন্টারনেটে পরিচয়ের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব, প্রেম আর বিয়ের প্রতিশ্রুতি। তারপর দৈহিক সম্পর্ক পাতিয়ে গোপনে অন্তরঙ্গ ছবি বা ভিডিও তৈরি করে বেছে নেওয়া হচ্ছে ব্ল্যাকমেলের পথ। দেশের বিপুলসংখ্যক মানুষ যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবে সক্রিয় সেহেতু এ মাধ্যমকেই কাজে লাগাচ্ছে একশ্রেণির প্রতারক। ব্ল্যাকমেলের সুনির্দিষ্ট অভিযোগ এসেছে কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম বিভাগে এবং অপরাধীদের কাউকে কাউকে গ্রেফতার করাও হয়েছে। তবুও থামছে না অপরাধ। অপরাধী চক্র ধনী পরিবারের ছেলেদের ব্ল্যাকমেলে ঢাল হিসেবে ব্যবহার করছে মডেল হিসেবে পরিচয় দেওয়া মেয়েদের। উচ্চবিত্ত পরিবারের ছেলের সঙ্গে কৌশলে সম্পর্ক গড়ে তুলছে তারা। অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইউটিউবে ছেড়ে দেওয়া, পর্নোগ্রাফিতে ব্যবহার করা এবং ধর্ষণ মামলার হুমকি দিয়ে অর্থ আদায় করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে দেশে কড়া আইন থাকলেও সচেতনতার অভাবে অথবা লোকলজ্জার ভয়ে অনেকেই আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে ভয় পান। যা অপরাধীদের টিকে থাকতে সাহায্য করছে। সাইবার অপরাধ দমনে ব্ল্যাকমেলের ভুক্তভোগীদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ব্ল্যাকমেলের শিকার হওয়ার ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
সাইবার অপরাধ
অপরাধীদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর