যেসব অপরাধীর বয়স ১৮ বছরের নিচে, তাদের শিশু উন্নয়ন সংশোধন কেন্দ্রে রাখা হয় এই উদ্দেশে, তারা যাতে নিজেদের সংশোধনের সুযোগ পায়। বাংলাদেশের শিশু আইন-২০১৩ অনুযায়ী, ১৮ বছর বা এর কম বয়সী শিশু-কিশোরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের জেলে নেওয়ার পরিবর্তে উন্নয়ন কেন্দ্রে পাঠাতে হবে, যাতে তারা সংশোধিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। তারপরও শিশু-কিশোরদের অপরাধ প্রবণতা বাড়ছে। লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কিশোর অপরাধ মাথাচাড়া দিয়েছে। খুলনায় শনিবার পাঁচটি হামলার ঘটনায় ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। লকডাউনের সময় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লায় উঠতি কিশোর-যুবকদের আড্ডা বেড়েছে। মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে। গ্রুপ করে বখাটে কিশোররা মাদক সেবন, ধর্ষণ, চাঁদাবাজি, খুনের মতো অপরাধে যুক্ত হচ্ছে। এ ছাড়া তুচ্ছ ঘটনা সিনিয়র-জুনিয়র নিয়ে বিবাদেও হত্যার মতো ঘটনা ঘটছে। ধর্ষণ, মাদক ব্যবসা, ব্ল্যাকমেলিং ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের কয়েকটি ঘটনায় কিশোর অপরাধীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কিশোরদের অপরাধে জড়ানোর প্রবণতা কমেনি, বরং প্রকোপ ও পরিধি-দুই-ই বেড়েছে। তারা বিভিন্ন গ্যাং গড়ে তুলছে। তারা ভয়াবহ অপরাধ এমনকি জড়িয়ে পড়ছে জঙ্গিবাদেও। অন্যদিকে অভিভাবকরা অর্থ উপার্জনে ব্যস্ত। কারণ, সমাজে অর্থ-বিত্তশালীদের মূল্যায়ন বেশি হতে দেখছেন তারা। একটা সময় ভালো ছাত্র, গাইয়ে, নৃত্য বা আবৃত্তি শিল্পীদের কদর ছিল; এখন নেই। কিশোরদের সামনে কোনো রোলমডেল নেই। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের পছন্দের প্রবণতা হলো সেলুনগুলোয় হানা দেওয়া। কে কেমন চুল পরিচর্যা করবে এর সঙ্গে অপরাধের কোনো সম্পর্ক নেই। কিশোরেরা কেন অপরাধে জড়াচ্ছে, তা নিয়ে বিস্তর গবেষণা থাকলেও সরকারের বাস্তবায়নকারী সংস্থাগুলোর তাতে আগ্রহ নেই। তাই ভালো ভালো আইন ও নীতিমালা প্রণয়ন করা হলেও সেসবের বাস্তবায়ন হচ্ছে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
কিশোর অপরাধ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর