দেশের পাঁচ দশকের ইতিহাসে এ বছর প্রথমবারের মতো দেশি গরুতেই দেওয়া হবে কোরবানি। প্রতি বছর কোরবানির পশুর একটি উল্লেখযোগ্য অংশ অনুমোদিত এবং অননুমোদিত পথে আমদানি হয় ভারত ও মিয়ানমার থেকে। এমনকি নেপাল থেকেও আসত কোরবানির পশু। গত বছর করোনাভাইরাসের আগ্রাসন সত্ত্বেও বিপুলসংখ্যক পশু এসেছে প্রতিবেশী দুই দেশ থেকে। এবারই প্রথম বিদেশি গরু ছাড়াই সম্পন্ন হবে কোরবানি। বাংলাদেশে গরুর দাম ভারত ও মিয়ানমারের চেয়ে গড়ে দ্বিগুণ। যে কারণে সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও অবৈধ পথে গরু আমদানিতে বাদ সাধা কখনো সম্ভব হয়নি। এ বছর মহামারী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ। চোরাকারবারিদের তৎপরতাও প্রায় স্তব্ধ। এবার কোরবানির চাহিদার তুলনায় দেশে গরু ও ছাগল বেশি উৎপাদন হয়েছে বলে দাবি করেছেন খামার মালিকরা। করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি হলেও এবার বেশি হবে বলে আশা করছেন তারা। খামারিদের মতে দেশে এবার কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে ১ কোটি ৫০ লাখ। এর মধ্যে কোরবানিযোগ্য গরু ৫৫ লাখ এবং ছাগল-ভেড়া -মহিষ ৯৫ লাখ। যদিও করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি করা হয়েছিল। এবার পরিস্থিতির উন্নতি হলে কোরবানির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে হাটে গরুর কোনো সংকট হবে না বলে খামার মালিকরা আশ্বস্ত করেছেন। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ প্রক্রিয়ায় কোরবানির হাট বসাতে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দেশি পশু দিয়ে কোরবানি সম্পন্ন হলে তা একটি আশাজাগানিয়া খবর হিসেবে বিবেচিত হবে। তবে বিদেশি পশু আমদানি না হওয়ায় খামারিরা অতিমুনাফায় মেতে উঠলে তা হবে তাদের জন্য আত্মঘাতী প্রবণতা। সে ক্ষেত্রে সাধারণ মানুষেরই দাবি থাকবে বিদেশ থেকে পশু আমদানির। ভারত ও মিয়ানমারের চেয়ে বাংলাদেশে গরুর দাম দ্বিগুণ হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। আমরা খামারিদের স্বার্থ সংরক্ষণের পক্ষে তবে সাধারণ মানুষের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় তা-ও সমান গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
কোরবানির প্রস্তুতি
মুনাফাখোরি মনোভাব কাম্য নয়
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর