দেশের পাঁচ দশকের ইতিহাসে এ বছর প্রথমবারের মতো দেশি গরুতেই দেওয়া হবে কোরবানি। প্রতি বছর কোরবানির পশুর একটি উল্লেখযোগ্য অংশ অনুমোদিত এবং অননুমোদিত পথে আমদানি হয় ভারত ও মিয়ানমার থেকে। এমনকি নেপাল থেকেও আসত কোরবানির পশু। গত বছর করোনাভাইরাসের আগ্রাসন সত্ত্বেও বিপুলসংখ্যক পশু এসেছে প্রতিবেশী দুই দেশ থেকে। এবারই প্রথম বিদেশি গরু ছাড়াই সম্পন্ন হবে কোরবানি। বাংলাদেশে গরুর দাম ভারত ও মিয়ানমারের চেয়ে গড়ে দ্বিগুণ। যে কারণে সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও অবৈধ পথে গরু আমদানিতে বাদ সাধা কখনো সম্ভব হয়নি। এ বছর মহামারী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ। চোরাকারবারিদের তৎপরতাও প্রায় স্তব্ধ। এবার কোরবানির চাহিদার তুলনায় দেশে গরু ও ছাগল বেশি উৎপাদন হয়েছে বলে দাবি করেছেন খামার মালিকরা। করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি হলেও এবার বেশি হবে বলে আশা করছেন তারা। খামারিদের মতে দেশে এবার কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে ১ কোটি ৫০ লাখ। এর মধ্যে কোরবানিযোগ্য গরু ৫৫ লাখ এবং ছাগল-ভেড়া -মহিষ ৯৫ লাখ। যদিও করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি করা হয়েছিল। এবার পরিস্থিতির উন্নতি হলে কোরবানির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে হাটে গরুর কোনো সংকট হবে না বলে খামার মালিকরা আশ্বস্ত করেছেন। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ প্রক্রিয়ায় কোরবানির হাট বসাতে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দেশি পশু দিয়ে কোরবানি সম্পন্ন হলে তা একটি আশাজাগানিয়া খবর হিসেবে বিবেচিত হবে। তবে বিদেশি পশু আমদানি না হওয়ায় খামারিরা অতিমুনাফায় মেতে উঠলে তা হবে তাদের জন্য আত্মঘাতী প্রবণতা। সে ক্ষেত্রে সাধারণ মানুষেরই দাবি থাকবে বিদেশ থেকে পশু আমদানির। ভারত ও মিয়ানমারের চেয়ে বাংলাদেশে গরুর দাম দ্বিগুণ হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। আমরা খামারিদের স্বার্থ সংরক্ষণের পক্ষে তবে সাধারণ মানুষের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় তা-ও সমান গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
কোরবানির প্রস্তুতি
মুনাফাখোরি মনোভাব কাম্য নয়
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর