দেশের পাঁচ দশকের ইতিহাসে এ বছর প্রথমবারের মতো দেশি গরুতেই দেওয়া হবে কোরবানি। প্রতি বছর কোরবানির পশুর একটি উল্লেখযোগ্য অংশ অনুমোদিত এবং অননুমোদিত পথে আমদানি হয় ভারত ও মিয়ানমার থেকে। এমনকি নেপাল থেকেও আসত কোরবানির পশু। গত বছর করোনাভাইরাসের আগ্রাসন সত্ত্বেও বিপুলসংখ্যক পশু এসেছে প্রতিবেশী দুই দেশ থেকে। এবারই প্রথম বিদেশি গরু ছাড়াই সম্পন্ন হবে কোরবানি। বাংলাদেশে গরুর দাম ভারত ও মিয়ানমারের চেয়ে গড়ে দ্বিগুণ। যে কারণে সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও অবৈধ পথে গরু আমদানিতে বাদ সাধা কখনো সম্ভব হয়নি। এ বছর মহামারী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ। চোরাকারবারিদের তৎপরতাও প্রায় স্তব্ধ। এবার কোরবানির চাহিদার তুলনায় দেশে গরু ও ছাগল বেশি উৎপাদন হয়েছে বলে দাবি করেছেন খামার মালিকরা। করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি হলেও এবার বেশি হবে বলে আশা করছেন তারা। খামারিদের মতে দেশে এবার কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে ১ কোটি ৫০ লাখ। এর মধ্যে কোরবানিযোগ্য গরু ৫৫ লাখ এবং ছাগল-ভেড়া -মহিষ ৯৫ লাখ। যদিও করোনা পরিস্থিতির কারণে গত বছর ১ কোটি ২০ লাখ গবাদি পশু কোরবানি করা হয়েছিল। এবার পরিস্থিতির উন্নতি হলে কোরবানির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে হাটে গরুর কোনো সংকট হবে না বলে খামার মালিকরা আশ্বস্ত করেছেন। স্বাস্থ্যবিধি মেনে যথাযথ প্রক্রিয়ায় কোরবানির হাট বসাতে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। দেশি পশু দিয়ে কোরবানি সম্পন্ন হলে তা একটি আশাজাগানিয়া খবর হিসেবে বিবেচিত হবে। তবে বিদেশি পশু আমদানি না হওয়ায় খামারিরা অতিমুনাফায় মেতে উঠলে তা হবে তাদের জন্য আত্মঘাতী প্রবণতা। সে ক্ষেত্রে সাধারণ মানুষেরই দাবি থাকবে বিদেশ থেকে পশু আমদানির। ভারত ও মিয়ানমারের চেয়ে বাংলাদেশে গরুর দাম দ্বিগুণ হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। আমরা খামারিদের স্বার্থ সংরক্ষণের পক্ষে তবে সাধারণ মানুষের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় তা-ও সমান গুরুত্বপূর্ণ।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল