কেউ ভালো নেই এই করোনাকালে। ভালো না থাকার দলে আগে থেকেই ছিলেন ভাড়াটিয়ারা। ফি বছর ভাড়া বৃদ্ধির জন্য তারা থাকতেন চাপের মুখে। ভাড়া বৃদ্ধিতে প্রস্তাবে রাজি না হলে দেওয়া হতো বাড়ি ছাড়ার নোটিস। করোনাকাল বাড়িওয়ালাদের সেই সুদিন কেড়ে নিয়েছে। মহামারীর আগ্রাসনে দুনিয়াজুড়ে এক-তৃতীয়াংশ মানুষ বেকার হয়ে পড়েছে। বাংলাদেশের চিত্রটিও খুব বেশি আলাদা নয়। করোনাকালে দেশের সিংহভাগ মানুষের আয় কমেছে। সরকারি কর্মচারী ছাড়া আর সবাই দুরবস্থার শিকার। ফলে যে রাজধানীতে ঘরভাড়া পেতে গত বছরের মার্চ পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালাতে হতো, সেখানে এখন চারদিকে টু-লেটের ভিড়। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ‘টু-লেট’ বা ‘বাড়ি ভাড়া’র সাইনবোর্ড বেশি দেখা যাচ্ছে। অলিগলির রাস্তাঘাট এবং সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইনে বাড়ি ভাড়ার ওয়েবসাইটগুলোও ছেয়ে গেছে বাসা ভাড়ার বিজ্ঞাপনে। ভাড়াটিয়ারা বেশি ভাড়ার বড় বাসা ছেড়ে স্বল্প ভাড়ার ছোট বাসা খুঁজছেন। ভাড়াটিয়া পরিষদের তথ্যানুযায়ী করোনাকালে মোট ভাড়াটিয়ার ৪০ শতাংশ ঢাকা ছেড়ে চলে গেছেন। স্বভাবতই বাড়িওয়ালাদের অবস্থাও খারাপ। বিশেষ করে যারা বাড়ি ভাড়া দিয়ে সংসার চালান তাদের মাস চলছে না। বেকারত্ব এবং আয় কমে যাওয়ায় শুধু নিম্নবিত্তই নয়, ঢাকায় বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত অনেক পরিবারও। ফলে তারা কম দামের বাসা খোঁজ করছেন বাধ্য হয়ে। রাজধানীর অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদের ধরে রাখতে বাড়ি ভাড়া কমিয়েছেন গড়ে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। অনেক বাড়িওয়ালা ভাড়াটে না থাকায় আর্থিক দৈন্যে ভুগছেন। এটি এমনই এক সমস্যা যা বাড়িওয়ালা বা ভাড়াটিয়া দুই পক্ষেরই নিয়ন্ত্রণের বাইরে। তারপরও এ দুঃসময়ে অন্তত বাড়ির মালিকরা দুস্থ ভাড়াটিয়াদের প্রতি সহানুভূতিশীল হবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!