করোনাভাইরাস প্রতিরোধে জোরেশোরে চলছে টিকাদান। সারা দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান চলছে। ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা ক্যাম্পেইন চালাতে হাসপাতালের বাইরে টিকা কেন্দ্র করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে স্কুল-কলেজ-কমিউনিটি হেলথ ক্লিনিক আর ঢাকার ভিতরে মেডিকেল কলেজগুলোয় টিকা দেওয়া হবে। গ্রামাঞ্চলে টিকাদানের বিষয়ে ইতিমধ্যে মাইক্রো প্ল্যান হয়ে গেছে এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ আছেন ১৫ লাখ ২১ হাজার মানুষ। অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করেছে টিকাবিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ দুধপান করানো মায়েদেরও টিকা দেওয়ার সুপারিশ করেছে। করোনাভাইরাসের টিকা গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডির (করোনা প্রতিরোধ ক্ষমতা) উপস্থিতি পাওয়া গেছে। যারা আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে। যে ২ শতাংশের শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়নি তারা জটিল রোগে আক্রান্ত। যদিও বয়স্ক মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক কম। করোনাভাইরাস-প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়াদের তুলনায় টিকা না নেওয়াদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি এক গবেষণায় পেয়েছে, টিকা নেওয়া করোনা আক্রান্তদের ৭ শতাংশ আর না নেওয়াদের ২৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে করোনাভাইরাসের ভারতীয় টিকা ‘কোভ্যাকসিন’ ক্লিনিক্যাল পরীক্ষার জন্য শিগগিরই বাংলাদেশে পাঠাবে ভারত সরকার। এর ক্লিনিক্যাল পরীক্ষার অনুমোদন দিয়েছে বাংলাদেশের মেডিকেল গবেষণা সংস্থা। চলতি মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন পাওয়া গেলে বাংলাদেশে টিকা উৎপাদন সম্ভব হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
টিকাদান কর্মসূচি
সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর