খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির, কিছু দোকান ও একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। শনিবার সন্ধ্যা ৬টায় শতাধিক দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে এ হামলা চালায়। লুটপাট করা হয় শিবপদ ধরের বাড়িতে। কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ নিয়ে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই গ্রামে উপস্থিত হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বাদী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপসা উপজেলা সভাপতি শক্তিপদ বসু জানান, উসকানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের কারণে হামলা-ভাঙচুর ঘটেছে। তার দাবি, স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির লোকজন উসকানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় শ্মশানঘাটে পরপর কয়েকদিন নামকীর্তন পরিবেশন করা হয়। এতে পাশের মুসল্লিদের নামাজের ক্ষতি হচ্ছে জানিয়ে শিয়ালী বাজার মসজিদের মুসল্লিরা তা বন্ধ করতে বললে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মসজিদের ইমাম মো. নাজিম সমাদ্দারের একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। তার এ উসকানিমূলক বক্তব্যের জের হিসেবে শনিবার গ্রামে ভাঙচুর হয়। মসজিদ-মন্দির পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। একদল সুযোগসন্ধানী মানুষ ধর্মকে পুঁজি করে নানা সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়েছে। শিয়ালী গ্রামে তারই ধারাবাহিকতা। আমরা মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার নিন্দা জানাই। যারা হামলার শিকার তাদের প্রতি রইল আমাদের সমবেদনা। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করা গেলে যারা হামলার শিকার তাদের মধ্যে আস্থা ফিরে আসবে। আমরা আশা করব প্রশাসন এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেবে।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া