খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে মন্দির, কিছু দোকান ও একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। শনিবার সন্ধ্যা ৬টায় শতাধিক দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে এ হামলা চালায়। লুটপাট করা হয় শিবপদ ধরের বাড়িতে। কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ নিয়ে ২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই গ্রামে উপস্থিত হন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার বাদী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপসা উপজেলা সভাপতি শক্তিপদ বসু জানান, উসকানিমূলক বক্তব্য ও ষড়যন্ত্রের কারণে হামলা-ভাঙচুর ঘটেছে। তার দাবি, স্থানীয় মসজিদের ইমাম ও মসজিদ কমিটির লোকজন উসকানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় শ্মশানঘাটে পরপর কয়েকদিন নামকীর্তন পরিবেশন করা হয়। এতে পাশের মুসল্লিদের নামাজের ক্ষতি হচ্ছে জানিয়ে শিয়ালী বাজার মসজিদের মুসল্লিরা তা বন্ধ করতে বললে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মসজিদের ইমাম মো. নাজিম সমাদ্দারের একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। তার এ উসকানিমূলক বক্তব্যের জের হিসেবে শনিবার গ্রামে ভাঙচুর হয়। মসজিদ-মন্দির পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান। একদল সুযোগসন্ধানী মানুষ ধর্মকে পুঁজি করে নানা সময় সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়েছে। শিয়ালী গ্রামে তারই ধারাবাহিকতা। আমরা মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার নিন্দা জানাই। যারা হামলার শিকার তাদের প্রতি রইল আমাদের সমবেদনা। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতার করা গেলে যারা হামলার শিকার তাদের মধ্যে আস্থা ফিরে আসবে। আমরা আশা করব প্রশাসন এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেবে।
শিরোনাম
- নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী মিছিলে হাজার হাজার মানুষ
- ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন
- উত্তজনা বাড়িয়ে পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা উত্তর কোরিয়ার
- ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর ডিনার
- রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা মেয়র প্রার্থী মামদানির
- মার্চে নেপালে নির্বাচন
- শপথ নিলেন সুশীলা কার্কি, নেপালে নতুন ইতিহাস
- ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩
- ওমানকে উড়িয়ে এশিয়া কাপে দারুণ শুরু পাকিস্তানের
- রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ
- ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব
- ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
- নিষেধাজ্ঞা প্রত্যাহার, ডাগআউটে ফিরছেন ফ্লিক
- খুলনায় অবৈধ অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
- তিন দফা দাবিতে খুলনায় প্রকৌশলী শিক্ষার্থীদের মহাসমাবেশ
- খালিয়াজুরীতে স্পিডবোট ডুবে চার শিশু নিখোঁজ
- খেলাধুলা শুধু বিনোদন নয়, জাতির প্রাণশক্তিও: ফারুক-ই-আজম
- অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
দুর্বৃত্তদের হামলা
অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর