পদ্মা সেতু বিশ্বের অন্যতম বৃহত্তম স্থাপনা। পদ্মা নদীর বিশেষ বৈশিষ্ট্যের জন্য এ নদীতে সেতু তৈরির ক্ষেত্রে সেতুর নিরাপত্তার দিকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। কর্তৃপক্ষীয় বক্তব্য অনুযায়ী এ সেতুর পিলারগুলো এমন মজবুত করে তৈরি করা হয়েছে যে কোনো নৌযানের ধাক্কায় ক্ষতি হওয়ার কথা নয়। তার পরও সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার দুর্ঘটনাকে সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং ফেরির চালকসহ দায়ীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনা হয়েছে। পদ্মায় প্রবল স্রোতের কারণে চালকরা ফেরি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ধাক্কা লেগেছে এমনটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় স্রোত না কমা পর্যন্ত সেতুর নিচ দিয়ে বাস ও ট্রাকবাহী ফেরি চলাচল করা যাবে না এমন ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সোমবার পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার ঘটনায় ফেরির ভারপ্রাপ্ত ইনল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেরির মাস্টার ও সুকানির সাময়িক বরখাস্তের দফতর আদেশে বলা হয়, জলযানে কর্মরত ভারপ্রাপ্ত মাস্টার অফিসার ও হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দায়িত্বশীল কর্মচারী হিসেবে ফেরিটি অত্যন্ত সাবধানতার সঙ্গে পরিচালনা করা তাদের উচিত ছিল। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোমতে কাম্য নয়। তাদের এহেন কার্যকলাপ কর্মচারী চাকরির নিয়মশৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। সংঘর্ষ এড়াতে তীব্র স্রোতের সময় সেতুর নিচ দিয়ে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক। তবে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে ভবিষ্যতে কোনো নৌযান পিলারে আঘাত হানলে তার চালকদের চাকরিচ্যুতসহ কঠোর শাস্তি নিশ্চিত করার কথা ভাবতে হবে। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা কাম্য।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
পদ্মা সেতুর নিরাপত্তা
সর্বোচ্চ সতর্কতাই কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর