গত বছর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ মার্কিন সেনাটি আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এর ফলে দীর্ঘ ২০ বছরের ক্লান্তিকর যুদ্ধ থেকে রেহাই পেল যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানের জনগণ মুক্ত হলো বিদেশি আধিপত্য থেকে। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এমন সস্তা মূল্যায়ন শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান মিশন সফল না ব্যর্থ তা মূল্যায়নের সময় এখনো আসেনি। এজন্য আরও কিছুকাল এমনকি কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে আমরা চাই দক্ষিণ এশীয় দেশ হিসেবে আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। দুনিয়ার একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখল ছিল যে কোনো বিচারে একটি অনৈতিক ও ভুল সিদ্ধান্ত। তবে ভুল হোক আর ঠিক- এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আফগান জনগণ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তথা মার্কিন জনগণের স্বার্থ রক্ষার নামে। সোজা কথায়, আফগানিস্তান থেকে মার্কিনবিরোধী শক্তি উৎখাত করতে। ২০ বছরের ক্লান্তিকর লড়াইয়ের সমাপ্তি এসেছে তালেবানের সঙ্গে আপস চুক্তির মাধ্যমে। এর ফলে যে তালেবানকে হটিয়ে মার্কিনিরা আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তাদের হাতেই কার্যত হস্তান্তরিত হয়েছে কাবুলের ক্ষমতা। সে দেশের নির্বাচিত সরকার এবং সেনাবাহিনী তালেবান বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টাও করেনি। তবে ২০ বছর আগের তালেবান এবং এখনকার তালেবান যে এক নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে তাদের ভাষ্যে। আফগানিস্তানের নতুন আমির-ওমরারা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করে চলবেন তা তাদের বক্তব্যেও স্পষ্ট হয়েছে। বিশ্বপরিসরে মার্কিন স্বার্থের বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যে আইএস জঙ্গিরা তালেবানরা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানও নিয়েছে তা স্পষ্ট। বলা যায়, এ কারণে নতুন তালেবানের উত্থান চূড়ান্ত বিচারে যুক্তরাষ্ট্রের জয় বলেও বিবেচিত হতে পারে।
শিরোনাম
- ৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে যুক্তরাজ্যে গিয়ে বিপাকে চীনা নারী!
- ১৩ নভেম্বর কী হবে, উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী : জিল্লুর রহমান
- ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
- সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
- টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ব্যাচেলর দিবস আজ
- দিল্লি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে: অমিত শাহ
- ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?
- রাজধানীতে ককটেল বিস্ফোরণ করা যুবককে গণপিটুনি
- আবার ঢাকায় আসছেন অনুভ জৈন
- দিল্লি পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র
- ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার
- আমি ট্রাম্পকে ভয় পাই না: জেলেনস্কি
- রাজধানীর যেসব স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
- সংকটে সক্ষমতা হারাচ্ছেন করদাতারা
- জটিল ঘূর্ণিপাকে রাজনীতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ নভেম্বর)
- ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৩১ বন্দি নিহত