গত বছর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ মার্কিন সেনাটি আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এর ফলে দীর্ঘ ২০ বছরের ক্লান্তিকর যুদ্ধ থেকে রেহাই পেল যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানের জনগণ মুক্ত হলো বিদেশি আধিপত্য থেকে। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এমন সস্তা মূল্যায়ন শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান মিশন সফল না ব্যর্থ তা মূল্যায়নের সময় এখনো আসেনি। এজন্য আরও কিছুকাল এমনকি কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে আমরা চাই দক্ষিণ এশীয় দেশ হিসেবে আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। দুনিয়ার একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখল ছিল যে কোনো বিচারে একটি অনৈতিক ও ভুল সিদ্ধান্ত। তবে ভুল হোক আর ঠিক- এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আফগান জনগণ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তথা মার্কিন জনগণের স্বার্থ রক্ষার নামে। সোজা কথায়, আফগানিস্তান থেকে মার্কিনবিরোধী শক্তি উৎখাত করতে। ২০ বছরের ক্লান্তিকর লড়াইয়ের সমাপ্তি এসেছে তালেবানের সঙ্গে আপস চুক্তির মাধ্যমে। এর ফলে যে তালেবানকে হটিয়ে মার্কিনিরা আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তাদের হাতেই কার্যত হস্তান্তরিত হয়েছে কাবুলের ক্ষমতা। সে দেশের নির্বাচিত সরকার এবং সেনাবাহিনী তালেবান বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টাও করেনি। তবে ২০ বছর আগের তালেবান এবং এখনকার তালেবান যে এক নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে তাদের ভাষ্যে। আফগানিস্তানের নতুন আমির-ওমরারা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করে চলবেন তা তাদের বক্তব্যেও স্পষ্ট হয়েছে। বিশ্বপরিসরে মার্কিন স্বার্থের বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যে আইএস জঙ্গিরা তালেবানরা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানও নিয়েছে তা স্পষ্ট। বলা যায়, এ কারণে নতুন তালেবানের উত্থান চূড়ান্ত বিচারে যুক্তরাষ্ট্রের জয় বলেও বিবেচিত হতে পারে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা