গত বছর তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পাদিত চুক্তি অনুযায়ী ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিটে শেষ মার্কিন সেনাটি আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এর ফলে দীর্ঘ ২০ বছরের ক্লান্তিকর যুদ্ধ থেকে রেহাই পেল যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানের জনগণ মুক্ত হলো বিদেশি আধিপত্য থেকে। আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এমন সস্তা মূল্যায়ন শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। প্রকৃত অর্থে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান মিশন সফল না ব্যর্থ তা মূল্যায়নের সময় এখনো আসেনি। এজন্য আরও কিছুকাল এমনকি কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে আমরা চাই দক্ষিণ এশীয় দেশ হিসেবে আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। দুনিয়ার একমাত্র পরাশক্তি যুক্তরাষ্ট্রের আফগানিস্তান দখল ছিল যে কোনো বিচারে একটি অনৈতিক ও ভুল সিদ্ধান্ত। তবে ভুল হোক আর ঠিক- এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আফগান জনগণ নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্র তথা মার্কিন জনগণের স্বার্থ রক্ষার নামে। সোজা কথায়, আফগানিস্তান থেকে মার্কিনবিরোধী শক্তি উৎখাত করতে। ২০ বছরের ক্লান্তিকর লড়াইয়ের সমাপ্তি এসেছে তালেবানের সঙ্গে আপস চুক্তির মাধ্যমে। এর ফলে যে তালেবানকে হটিয়ে মার্কিনিরা আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তাদের হাতেই কার্যত হস্তান্তরিত হয়েছে কাবুলের ক্ষমতা। সে দেশের নির্বাচিত সরকার এবং সেনাবাহিনী তালেবান বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টাও করেনি। তবে ২০ বছর আগের তালেবান এবং এখনকার তালেবান যে এক নয়, তা স্পষ্ট হয়ে উঠেছে তাদের ভাষ্যে। আফগানিস্তানের নতুন আমির-ওমরারা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপস করে চলবেন তা তাদের বক্তব্যেও স্পষ্ট হয়েছে। বিশ্বপরিসরে মার্কিন স্বার্থের বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যে আইএস জঙ্গিরা তালেবানরা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থানও নিয়েছে তা স্পষ্ট। বলা যায়, এ কারণে নতুন তালেবানের উত্থান চূড়ান্ত বিচারে যুক্তরাষ্ট্রের জয় বলেও বিবেচিত হতে পারে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
মার্কিন সেনা প্রত্যাহার
শান্তি ফিরে আসুক আফগানিস্তানে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর