আগস্টে চিনির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এর কারণ হিসেবে চিনি রিফাইনারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে খাড়া করলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি সরকারি সংস্থা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বুধবার কমিশন পাঁচ রিফাইনারি কোম্পানিকে এ ব্যাপারে ডেকে পাঠালেও চারটি কোম্পানির প্রতিনিধি হাজির হন। কমিশন তাদের যুক্তিতে সন্তুষ্ট না হয়ে চিনির এলসি মূল্য, পরিশোধন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত উৎপাদন খরচের যাবতীয় তথ্য এক সপ্তাহের মধ্যে দিতে বলেছে। আইন অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুযোগ নেই। এর মধ্যে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো আইন মেনে সরকারের অনুমতি নিয়ে মূল্য নির্ধারণ করলেও চিনির ক্ষেত্রে তা হয়নি। রিফাইনারি প্রতিষ্ঠানগুলোর কাছে কমিশনের প্রশ্ন ছিল- তারা দাম বাড়ানোর আগে সরকারের কোনো কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছিল কি না। এর জবাব প্রতিষ্ঠানগুলো দিতে পারেনি। ফলে কোম্পানিগুলোর কাছে যে কস্ট-শিট চাওয়া হয়েছে তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট পাঁচ প্রতিষ্ঠান সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হবে। স্মর্তব্য, দেশের চিনির চাহিদার সিংহভাগ পূরণ হয় বিদেশ থেকে আমদানি করে। অপরিশোধিত চিনি দেশে এনে পরিশোধন করে বাজারজাত করা হয়। দেশে চিনির কোনো ঘাটতি নেই। চিনির পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কেন মূল্যবৃদ্ধির প্রবণতা তা খতিয়ে দেখা দরকার। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। করোনাকালে এমনিতেই সিংহভাগ মানুষের আয় কমেছে। কর্মহীন মানুষের সংখ্যাও বিপুল। এ অবস্থায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি অস্থিতিশীলতার হুমকি সৃষ্টি করবে; যা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়। মুনাফাখোরদের নিবৃত্ত করতে সরকার চোখ-কান খোলা রাখবে আমরা এমনটি দেখতে চাই। প্রয়োজনে চিনিসহ সব নিত্যপণ্যের আমদানি বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
চিনির বাজারে অস্থিরতা
রিফাইনারির কারসাজি বন্ধ হোক
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর