নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জয় করে পরপর তিনটি সিরিজ জয়ের অবিস্মরণীয় রেকর্ড করেছেন টাইগাররা। বুধবার মিরপুর স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের শেষটি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বুধবার চতুর্থ ম্যাচে টম লাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছেন টাইগাররা অধিনায়ক রিয়াদের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচসেরা নাসুমের ঘূর্ণি ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে। টানা তিন সিরিজ জয়ে বাংলাদেশ র্যাংকিংয়ে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। ২৪২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৬ নম্বরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদুল্লাহ বাহিনী। টানা তিন সিরিজ জিতে মাহমুদুল্লাহ এখন বাংলাদেশের সবচেয়ে সফল টি-২০ অধিনায়ক। ২৬ ম্যাচে তার অধিনায়কত্বে জয় ১৩টি। সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিউইদের মাত্র ৬০ রানে গুটিয়ে টানা তৃতীয় সিরিজ দিয়েছিলেন টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৪১ রান করেও জয় পেতে ধকল পোহাতে হয়েছে। তৃতীয় ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’ পারফরম্যান্স কিউইদের। সফরকারীরা ৫২ রানে জিতলে জমে ওঠে সিরিজ। বুধবার বাংলাদেশ হারলে কিউইদের সঙ্গে টাইগারদের সমতা হতো। আর জিতলে ছিল সিরিজ জয়। মাহমুদুল্লাহ বাহিনী জিতে সে কাক্সিক্ষত কাজটিই করেছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। কিন্তু নাসুম ও মুস্তাফিজের আক্রমণাত্মক বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৩ রানেই তারা গুটিয়ে যান। ৪ ওভার স্পেলে ২টি মেডেন নেন নাসুম যা টি-২০ ক্রিকেটে বিরল কৃতিত্বের দাবিদার। মাত্র ১০ রান দিয়ে তিনি লাভ করেন ৪ উইকেট। মুস্তাফিজও ৪ উইকেট তুলে নেন ৩.৩ ওভারের স্পেলে ১২ রান দিয়ে। অধিনায়ক মাহমুদুল্লাহ ৮৪ রানের টার্গেট পূরণে নিজেই করেন ৪৩ রান অপরাজিত থেকে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে জয়ের ব্যবধান বাড়াতে। অন্যদিকে নিউজিল্যান্ড শেষ খেলাটি জয় দিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। পরপর তিন সিরিজ জয়ের কৃতিত্বে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন
- ঢাকায় যোগ দিলেন সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
- আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
- রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন প্রেস সচিব
- আবারও রিমান্ডে সাবেক এমপি জাফর আলম
- হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান: দাবি যুক্তরাষ্ট্রের
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি