নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জয় করে পরপর তিনটি সিরিজ জয়ের অবিস্মরণীয় রেকর্ড করেছেন টাইগাররা। বুধবার মিরপুর স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের শেষটি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বুধবার চতুর্থ ম্যাচে টম লাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছেন টাইগাররা অধিনায়ক রিয়াদের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচসেরা নাসুমের ঘূর্ণি ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে। টানা তিন সিরিজ জয়ে বাংলাদেশ র্যাংকিংয়ে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। ২৪২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৬ নম্বরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদুল্লাহ বাহিনী। টানা তিন সিরিজ জিতে মাহমুদুল্লাহ এখন বাংলাদেশের সবচেয়ে সফল টি-২০ অধিনায়ক। ২৬ ম্যাচে তার অধিনায়কত্বে জয় ১৩টি। সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিউইদের মাত্র ৬০ রানে গুটিয়ে টানা তৃতীয় সিরিজ দিয়েছিলেন টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৪১ রান করেও জয় পেতে ধকল পোহাতে হয়েছে। তৃতীয় ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’ পারফরম্যান্স কিউইদের। সফরকারীরা ৫২ রানে জিতলে জমে ওঠে সিরিজ। বুধবার বাংলাদেশ হারলে কিউইদের সঙ্গে টাইগারদের সমতা হতো। আর জিতলে ছিল সিরিজ জয়। মাহমুদুল্লাহ বাহিনী জিতে সে কাক্সিক্ষত কাজটিই করেছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। কিন্তু নাসুম ও মুস্তাফিজের আক্রমণাত্মক বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৩ রানেই তারা গুটিয়ে যান। ৪ ওভার স্পেলে ২টি মেডেন নেন নাসুম যা টি-২০ ক্রিকেটে বিরল কৃতিত্বের দাবিদার। মাত্র ১০ রান দিয়ে তিনি লাভ করেন ৪ উইকেট। মুস্তাফিজও ৪ উইকেট তুলে নেন ৩.৩ ওভারের স্পেলে ১২ রান দিয়ে। অধিনায়ক মাহমুদুল্লাহ ৮৪ রানের টার্গেট পূরণে নিজেই করেন ৪৩ রান অপরাজিত থেকে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে জয়ের ব্যবধান বাড়াতে। অন্যদিকে নিউজিল্যান্ড শেষ খেলাটি জয় দিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। পরপর তিন সিরিজ জয়ের কৃতিত্বে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- খেলা ছিল হাতে, শেষ মুহূর্তেই ভেঙে গেল স্বপ্ন: রশিদ খান
- আবারও বেড়েছে স্বর্ণের দাম
- চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের শুভসূচনা
- ঢাকার ৪ অভিজাত আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা
- তিন দাবিতে ১৩ ঘণ্টা ধরে অনশনে জবি শিক্ষার্থীরা
- চতুর্থ ধাপে একাদশে ভর্তি: বাদ পড়াদের জন্য সুখবর
- নব্বই দশকের আলোচিত নায়িকা বনশ্রী নিঃসঙ্গেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
- সুপার ফোরের আশা বাঁচাল বাংলাদেশ, তবে এখন কী সমীকরণ?
- স্পিনে শুরু, পেসে শেষ: কোথায় জিতল বাংলাদেশ?
- এশিয়া কাপে থ্রিলার ম্যাচে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
- ছক্কার রাজা এখন তানজিদ হাসান তামিম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা