নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জয় করে পরপর তিনটি সিরিজ জয়ের অবিস্মরণীয় রেকর্ড করেছেন টাইগাররা। বুধবার মিরপুর স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের শেষটি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বুধবার চতুর্থ ম্যাচে টম লাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছেন টাইগাররা অধিনায়ক রিয়াদের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচসেরা নাসুমের ঘূর্ণি ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে। টানা তিন সিরিজ জয়ে বাংলাদেশ র্যাংকিংয়ে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। ২৪২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৬ নম্বরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদুল্লাহ বাহিনী। টানা তিন সিরিজ জিতে মাহমুদুল্লাহ এখন বাংলাদেশের সবচেয়ে সফল টি-২০ অধিনায়ক। ২৬ ম্যাচে তার অধিনায়কত্বে জয় ১৩টি। সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিউইদের মাত্র ৬০ রানে গুটিয়ে টানা তৃতীয় সিরিজ দিয়েছিলেন টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৪১ রান করেও জয় পেতে ধকল পোহাতে হয়েছে। তৃতীয় ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’ পারফরম্যান্স কিউইদের। সফরকারীরা ৫২ রানে জিতলে জমে ওঠে সিরিজ। বুধবার বাংলাদেশ হারলে কিউইদের সঙ্গে টাইগারদের সমতা হতো। আর জিতলে ছিল সিরিজ জয়। মাহমুদুল্লাহ বাহিনী জিতে সে কাক্সিক্ষত কাজটিই করেছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। কিন্তু নাসুম ও মুস্তাফিজের আক্রমণাত্মক বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৩ রানেই তারা গুটিয়ে যান। ৪ ওভার স্পেলে ২টি মেডেন নেন নাসুম যা টি-২০ ক্রিকেটে বিরল কৃতিত্বের দাবিদার। মাত্র ১০ রান দিয়ে তিনি লাভ করেন ৪ উইকেট। মুস্তাফিজও ৪ উইকেট তুলে নেন ৩.৩ ওভারের স্পেলে ১২ রান দিয়ে। অধিনায়ক মাহমুদুল্লাহ ৮৪ রানের টার্গেট পূরণে নিজেই করেন ৪৩ রান অপরাজিত থেকে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে জয়ের ব্যবধান বাড়াতে। অন্যদিকে নিউজিল্যান্ড শেষ খেলাটি জয় দিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। পরপর তিন সিরিজ জয়ের কৃতিত্বে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন