নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে সিরিজ জয় করে পরপর তিনটি সিরিজ জয়ের অবিস্মরণীয় রেকর্ড করেছেন টাইগাররা। বুধবার মিরপুর স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের শেষটি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বুধবার চতুর্থ ম্যাচে টম লাথামের নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছেন টাইগাররা অধিনায়ক রিয়াদের দুর্দান্ত ব্যাটিং, ম্যাচসেরা নাসুমের ঘূর্ণি ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে। টানা তিন সিরিজ জয়ে বাংলাদেশ র্যাংকিংয়ে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়াকে। ২৪২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৬ নম্বরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ও পাঁচ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে মাহমুদুল্লাহ বাহিনী। টানা তিন সিরিজ জিতে মাহমুদুল্লাহ এখন বাংলাদেশের সবচেয়ে সফল টি-২০ অধিনায়ক। ২৬ ম্যাচে তার অধিনায়কত্বে জয় ১৩টি। সিরিজের প্রথম ম্যাচে জয় ছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। কিউইদের মাত্র ৬০ রানে গুটিয়ে টানা তৃতীয় সিরিজ দিয়েছিলেন টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ১৪১ রান করেও জয় পেতে ধকল পোহাতে হয়েছে। তৃতীয় ম্যাচে পুরোপুরি ‘ইউটার্ন’ পারফরম্যান্স কিউইদের। সফরকারীরা ৫২ রানে জিতলে জমে ওঠে সিরিজ। বুধবার বাংলাদেশ হারলে কিউইদের সঙ্গে টাইগারদের সমতা হতো। আর জিতলে ছিল সিরিজ জয়। মাহমুদুল্লাহ বাহিনী জিতে সে কাক্সিক্ষত কাজটিই করেছে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। কিন্তু নাসুম ও মুস্তাফিজের আক্রমণাত্মক বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৯৩ রানেই তারা গুটিয়ে যান। ৪ ওভার স্পেলে ২টি মেডেন নেন নাসুম যা টি-২০ ক্রিকেটে বিরল কৃতিত্বের দাবিদার। মাত্র ১০ রান দিয়ে তিনি লাভ করেন ৪ উইকেট। মুস্তাফিজও ৪ উইকেট তুলে নেন ৩.৩ ওভারের স্পেলে ১২ রান দিয়ে। অধিনায়ক মাহমুদুল্লাহ ৮৪ রানের টার্গেট পূরণে নিজেই করেন ৪৩ রান অপরাজিত থেকে। আজ মিরপুরে বাংলাদেশ খেলবে জয়ের ব্যবধান বাড়াতে। অন্যদিকে নিউজিল্যান্ড শেষ খেলাটি জয় দিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে। পরপর তিন সিরিজ জয়ের কৃতিত্বে টাইগারদের অভিনন্দন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা