করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে করোনার উদ্বেগজনক ধরন হিসেবে বর্ণনা করছে। নতুন এ ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে গোটা বিশ্ব। সর্বশেষ শনাক্ত হওয়া নতুন এ ধরন এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে বেশিবার জিনগত রূপ বদল করা সংস্করণ। এ ধরনকে বলা হচ্ছে ওমিক্রন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয়, গত এক মাসে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে ৮২ শতাংশই করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। আর বাকি ১৮ শতাংশ রোগী ডেল্টা ধরনে আক্রান্ত ছিল। করোনার ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন ধরন অনেক বেশি সংক্রামক। এদিকে দেশে এক দিনের ব্যবধানে আবার করোনায় মৃত্যু চল্লিশের ঘরে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১ জনের। একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১৬.৯৫ শতাংশ। গবেষকরা বলছেন, করোনায় মৃত্যুর এই ধরনের প্রবণতা আরও কিছু দিন থাকতে পারে। এখন যাদের মৃত্যু হচ্ছে তারা গত মাসের ১২-১৩ তারিখের দিকে সংক্রমিত হয়েছিল। জানুয়ারির শেষার্ধ্বজুড়ে এবং চলতি মাসের প্রথম কয়েক দিন করোনায় শনাক্ত হওয়াদের সংখ্যা একই রকম ছিল। বৃহস্পতিবার যারা শনাক্ত হয়েছে, তাদের পরিণতি বুঝতেও ২৮ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ অবস্থায় আরও কিছু দিন মৃত্যুর সংখ্যা প্রায় একই রকম থাকতে পারে। দিনে শনাক্তের হার ৫ হাজারের নিচে নেমে এলে ওই দিনের তিন-চার সপ্তাহ পর মৃত্যুর সংখ্যা কমে আসতে পারে। তবে এখন করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেশি হওয়ার কারণে গত বছরের জুলাই-আগস্টের তুলনায় মৃত্যু কম। ওমিক্রন থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।
শিরোনাম
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
ওমিক্রনে সংক্রমণ
সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর