সরকারি কর্মচারী ও কর্মকর্তা হওয়া বাংলাদেশে আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো সৌভাগ্য হিসেবেই ভাবা হয়। এ সৌভাগ্য অর্জনে বিসিএস ছাড়া অন্য প্রায় সব সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতার বদলে উৎকোচ দেওয়া যে ভাগ্য নির্ধারণী ভূমিকা পালন করে এও ওপেন সিক্রেট। অফিস সহকারী থেকে শুরু করে কর্তাব্যক্তিদের অনেকেই উৎকোচ ছাড়া যে কাজ করেন না এ বিষয়টিও দেশবাসীর প্রায় সিংহভাগের জানা। সরকারকা মাল দরিয়া মে ঢাল নীতিতে বিশ্বাসীও তারা। ফলে যে কোনো প্রকল্পের নামে বিদেশ সফরের সুযোগ খোঁজেন সৌভাগ্যের বরপুত্ররা। তবে দুনিয়াজুড়ে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখন সরকার কর্মকর্তাদের বিদেশ সফর নামের অভিজ্ঞতা অর্জনের আড়ালে প্রমোদ ভ্রমণে বাদ সাধার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরে যেতে পারবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সিদ্ধান্ত অবশ্যই অভিনন্দনযোগ্য। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির পূর্বাভাস ছাড়াও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অস্বাভাবিক বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার সন্তোষজনক রিজার্ভ ধরে রাখতে সরকার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্দেহ নেই, বর্তমানে বিশ্বব্যাপী অস্বাভাবিক পরিস্থিতি চলছে। অহেতুক ব্যয় করতে চাচ্ছে না সরকার। বিশেষ করে বৈদেশিক মুদ্রার ব্যয়ে সরকার খুবই সতর্ক হয়েছে যা একটি ভালো দিক। এজন্য বিলাসপণ্যের আমদানিও যাতে কম হয়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিলাসপণ্যে এলসি মার্জিন বাড়িয়েছে। এতে বৈদেশিক মুদ্রা ব্যয়ে লাগাম টানার ইঙ্গিত রয়েছে। স্বীকার করতেই হবে, বর্তমানে বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক নয়। মনে হচ্ছে, সার্বিক অবস্থা বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা পান তার সবকিছু আসে দেশবাসীর ট্যাক্সের টাকা থেকে। বিদেশ সফরের টাকাও আসে আমজনতার কাছ থেকে। সে অর্থের অপচয় বন্ধ অবশ্যই সুবুদ্ধি ও সুবিবেচনার। আমরা আশা করব অকারণে বিদেশ ভ্রমণ বন্ধ শুধু নয়, দেশবাসী যাতে হয়রানি ও উৎকোচ ছাড়া সরকারি সব সেবা ভোগ করতে পারে সে ক্ষেত্রেও নিশ্চয়তা বিধান করা হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল