সরকারি কর্মচারী ও কর্মকর্তা হওয়া বাংলাদেশে আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো সৌভাগ্য হিসেবেই ভাবা হয়। এ সৌভাগ্য অর্জনে বিসিএস ছাড়া অন্য প্রায় সব সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতার বদলে উৎকোচ দেওয়া যে ভাগ্য নির্ধারণী ভূমিকা পালন করে এও ওপেন সিক্রেট। অফিস সহকারী থেকে শুরু করে কর্তাব্যক্তিদের অনেকেই উৎকোচ ছাড়া যে কাজ করেন না এ বিষয়টিও দেশবাসীর প্রায় সিংহভাগের জানা। সরকারকা মাল দরিয়া মে ঢাল নীতিতে বিশ্বাসীও তারা। ফলে যে কোনো প্রকল্পের নামে বিদেশ সফরের সুযোগ খোঁজেন সৌভাগ্যের বরপুত্ররা। তবে দুনিয়াজুড়ে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখন সরকার কর্মকর্তাদের বিদেশ সফর নামের অভিজ্ঞতা অর্জনের আড়ালে প্রমোদ ভ্রমণে বাদ সাধার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ সফরে যেতে পারবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সিদ্ধান্ত অবশ্যই অভিনন্দনযোগ্য। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্বজুড়ে মন্দা পরিস্থিতির পূর্বাভাস ছাড়াও রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় অস্বাভাবিক বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার সন্তোষজনক রিজার্ভ ধরে রাখতে সরকার ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্দেহ নেই, বর্তমানে বিশ্বব্যাপী অস্বাভাবিক পরিস্থিতি চলছে। অহেতুক ব্যয় করতে চাচ্ছে না সরকার। বিশেষ করে বৈদেশিক মুদ্রার ব্যয়ে সরকার খুবই সতর্ক হয়েছে যা একটি ভালো দিক। এজন্য বিলাসপণ্যের আমদানিও যাতে কম হয়, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বিলাসপণ্যে এলসি মার্জিন বাড়িয়েছে। এতে বৈদেশিক মুদ্রা ব্যয়ে লাগাম টানার ইঙ্গিত রয়েছে। স্বীকার করতেই হবে, বর্তমানে বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক নয়। মনে হচ্ছে, সার্বিক অবস্থা বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন-ভাতা পান তার সবকিছু আসে দেশবাসীর ট্যাক্সের টাকা থেকে। বিদেশ সফরের টাকাও আসে আমজনতার কাছ থেকে। সে অর্থের অপচয় বন্ধ অবশ্যই সুবুদ্ধি ও সুবিবেচনার। আমরা আশা করব অকারণে বিদেশ ভ্রমণ বন্ধ শুধু নয়, দেশবাসী যাতে হয়রানি ও উৎকোচ ছাড়া সরকারি সব সেবা ভোগ করতে পারে সে ক্ষেত্রেও নিশ্চয়তা বিধান করা হবে।
শিরোনাম
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
বিদেশ সফরে লাগাম
এ সিদ্ধান্ত অভিনন্দনযোগ্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর