মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঢাবির ভর্তি পরীক্ষা

১৪ ভাগ পাস করেও হাহাকারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষায় মাত্র ১৪ শতাংশ শিক্ষার্থী ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন। বাকিরা ফেল করেছেন। তবে আসন সংখ্যা সীমিত থাকায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর সিংহভাগের পক্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা পড়ার সুযোগ হবে না। এ বছর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। ‘গ’ ইউনিটের আসন ৯৩০। ফলাফলে ভর্তির যোগ্য বিবেচিত ৪ হাজার ২৮৯ জনের মধ্যে ৯৩০ জন মেধাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের নয়টি বিভাগে ভর্তি হতে পারবেন। অর্থাৎ ভর্তিযোগ্য হয়েও অন্যরা থাকবেন হাহাকারে। মেধাক্রমের ১ থেকে ১১০০ পর্যন্ত শিক্ষার্থীদের ৬ জুলাই বিকাল ৩টা থেকে ২১ জুলাই বিকাল ৫টার

মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ থেকে ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। কোনো ভর্তিচ্ছু ফলাফল নিরীক্ষণ করতে চাইলে ১ হাজার টাকা ফি দিয়ে একই সময়ের মধ্যে ডিন অফিসে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যারা অংশ নিয়েছেন তার সিংহভাগই এ প্লাসধারী। তার মধ্যে ৮৬ শতাংশ অনুত্তীর্ণ হওয়া যেমন দুর্ভাগ্যজনক তেমন ভর্তিযোগ্যের ৭৫ ভাগের বেশি শেষ পর্যন্ত ভর্তি হতে পারবেন না আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে। এর একাংশ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অথবা মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। উত্তীর্ণ ৪ হাজার ২৮৯ জনের মধ্যে একাংশ একই সঙ্গে মেডিকেল কলেজ অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। তার অনেকেই সুবিধাজনক অবস্থানে থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না, যা অন্যদের জন্য স্বস্তিদায়ক সুযোগ করে দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর