বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

বৃক্ষরোপণ

সবুজের দেশ বাংলাদেশ। একসময় দেশের যে কোনো প্রান্তে দাঁড়ালেই চোখ জুড়িয়ে যেত সবুজের সমারোহে। নিজেদের অবিবেচনাপ্রসূত কর্মকান্ডে দেশ থেকে সবুজের আভা ক্রমে নিষ্প্রভ হয়ে পড়েছে। নগরায়ণের নামে কাটা হয়েছে একের পর এক গাছ। দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যে তা ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে। আশার কথা, সবুজ বৃক্ষরাজি যে আমাদের অস্তিত্বের অনুষঙ্গ সে বিষয়ে মানুষ ক্রমান্বয়ে সচেতন হয়ে উঠছে। বৃক্ষ শুধু সবুজের বিস্তার ঘটায় না, বাতাস থেকে শুষে নেয় কার্বন ডাইঅক্সাইড। বৃক্ষ যে ফল দেয় তা নিজেদের চাহিদাই শুধু মেটায় না, জীবিকারও উৎস হয়ে দেখা দেয়। বর্তমান সরকারের আমলে বৃক্ষরোপণকে আন্দোলনে পরিণত করার প্রশংসনীয় প্রচেষ্টা চলছে। তবে এ বিষয়ে সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার রয়েছে তার বাস্তবায়নে রয়েছে নিদারুণ গাফিলতি। তার পরও বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপক মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করায় গত এক যুগে বৃক্ষ নিধনের বদলে বৃক্ষ রোপণের প্রবণতা তুলনামূলকভাবে বেড়েছে। নিজেদের স্বার্থেই আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। এজন্য যে যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। তিনটি করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো।

                জাফর খান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর