দেশে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে আশঙ্কাজনকভাবে। এর সঙ্গে করোনাকালে সৃষ্ট শিক্ষা জটিলতার পাশাপাশি জড়িত পারিবারিক অশান্তিও। জড়িত প্রেম কিংবা ব্ল্যাকমেইলিং। রাজধানীর হলিক্রস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ২৪ আগস্ট ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পরীক্ষায় খারাপ ফল করায় সেই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। ফল খারাপ করার বিষয়টি শিক্ষার্থীটি তার মা-বাবাকে বলতে না পারায় তার মধ্যে হতাশা দেখা দেয় এবং সে আত্মহত্যার পথ বেছে নেয়। রাজধানীর দক্ষিণখানে ২৭ আগস্ট ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে চিরকুটে তার বাবাকে তার মৃত্যুর জন্য দায়ী করে যান। মেয়েটির বাবা পাঁচ বছর আগে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। চার-পাঁচ মাস আগে দ্বিতীয় বিয়ে জানাজানি হলে দুই পরিবারের মধ্যে সমস্যা দেখা দেয়। এরপর ওই শিক্ষার্থীর মা দুই মাস আগে তার বাবাকে ডিভোর্স দেন। এজন্য তার বাবা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুষঙ্গিক খরচ দেওয়া বন্ধ করে দেন। ফরিদপুরের বোয়ালমারীতে ২৪ আগস্ট মোবাইল ফোনে রাতভর ভিডিও গেম ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে বাবা রাগারাগি করলে ১৫ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে। যশোরের ঝিকরগাছায় ২৩ আগস্ট প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী (১৪) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। লেখাপড়া নিয়ে মায়ের সঙ্গে বাগ্বিতন্ডার জেরে ২৫ আগস্ট বিষপানে আত্মহত্যা করেছে ১৩ বছর বয়সের সপ্তম শ্রেণির এক ছাত্রী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘাগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, করোনকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। স্বভাবতই শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হয়েছে। অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মনোযোগ দেয়নি পড়াশোনার দিকে। করোনার পর অতিরিক্ত চাপের মুখে পড়ে অনেকে বেছে নিয়েছে আত্মহননের ভুল পথ। সামাজিক নৈরাজ্য ও অর্থনৈতিক সমস্যাও শিক্ষার্থীদের মধ্যে আত্মঘাতী প্রবণতা বাড়িয়েছে। যা রোধে ব্যাপকভাবে কাউন্সেলিংয়ের উদ্যোগ নিতে হবে জরুরিভাবে।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
আত্মহত্যার প্রবণতা
কাউন্সেলিংয়ের উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর