মিয়ানমার সীমান্ত আবারও অশান্ত হয়ে ওঠা নিঃসন্দেহে একটি উদ্বেগজনক ঘটনা। সে দেশের সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ অভিযানের সময় বিমান ও হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বাংলাদেশের অভ্যন্তরেও পড়ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গত শনিবারও দুটি গোলা এসে পড়ে। এর আগে তমব্রু সীমান্তের ওপারে গোলাগুলির সময় গত ২৭ আগস্ট দুটি এবং ১ সেপ্টেম্বর একটি গোলা বাংলাদেশে এসে পড়ে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংস অভিযান শুরু করেছে দেশটির সামরিক সরকার। রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা নিহতের জেরে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার বাহিনী। গত সপ্তাহে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায় আরকান আর্মির সশস্ত্র সদস্যরা। সেখানে থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম লুট করে তারা। সেই সঙ্গে ১৯ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও হেলিকপ্টার থেকে ফায়ারিংয়ের প্রচন্ড আওয়াজ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের রেজু, তমব্রু ও কোণারপাড়া এলাকার মাটি কাঁপিয়ে তুলছে। জিরো লাইনের কাছাকাছি কোণারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে চার হাজার রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারের বাহিনীর হামলার আশঙ্কায় ভুগছে তারা। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সাংঘর্ষিক অবস্থান সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই। কিন্তু বিদ্রোহীদের দমন অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে গোলাবর্ষণ নিঃসন্দেহে একটি উদ্বেগজনক খবর। এ বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দফতরে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজেপির নজরদারি। আমরা আশা করব দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের স্বার্থে যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকান্ড থেকে মিয়ানমার বিরত থাকবে।
শিরোনাম
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
মিয়ানমারে গোলাগুলি
বাংলাদেশকে সতর্ক থাকতে হবে
প্রিন্ট ভার্সন
