মিয়ানমার সীমান্ত আবারও অশান্ত হয়ে ওঠা নিঃসন্দেহে একটি উদ্বেগজনক ঘটনা। সে দেশের সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ অভিযানের সময় বিমান ও হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বাংলাদেশের অভ্যন্তরেও পড়ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গত শনিবারও দুটি গোলা এসে পড়ে। এর আগে তমব্রু সীমান্তের ওপারে গোলাগুলির সময় গত ২৭ আগস্ট দুটি এবং ১ সেপ্টেম্বর একটি গোলা বাংলাদেশে এসে পড়ে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংস অভিযান শুরু করেছে দেশটির সামরিক সরকার। রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা নিহতের জেরে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার বাহিনী। গত সপ্তাহে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায় আরকান আর্মির সশস্ত্র সদস্যরা। সেখানে থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম লুট করে তারা। সেই সঙ্গে ১৯ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও হেলিকপ্টার থেকে ফায়ারিংয়ের প্রচন্ড আওয়াজ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের রেজু, তমব্রু ও কোণারপাড়া এলাকার মাটি কাঁপিয়ে তুলছে। জিরো লাইনের কাছাকাছি কোণারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে চার হাজার রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারের বাহিনীর হামলার আশঙ্কায় ভুগছে তারা। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সাংঘর্ষিক অবস্থান সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই। কিন্তু বিদ্রোহীদের দমন অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে গোলাবর্ষণ নিঃসন্দেহে একটি উদ্বেগজনক খবর। এ বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দফতরে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজেপির নজরদারি। আমরা আশা করব দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের স্বার্থে যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকান্ড থেকে মিয়ানমার বিরত থাকবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে