মিয়ানমার সীমান্ত আবারও অশান্ত হয়ে ওঠা নিঃসন্দেহে একটি উদ্বেগজনক ঘটনা। সে দেশের সেনাবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিদ্রোহী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এ অভিযানের সময় বিমান ও হেলিকপ্টার থেকে ছোড়া গোলা বাংলাদেশের অভ্যন্তরেও পড়ছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় গত শনিবারও দুটি গোলা এসে পড়ে। এর আগে তমব্রু সীমান্তের ওপারে গোলাগুলির সময় গত ২৭ আগস্ট দুটি এবং ১ সেপ্টেম্বর একটি গোলা বাংলাদেশে এসে পড়ে। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে আবারও সহিংস অভিযান শুরু করেছে দেশটির সামরিক সরকার। রাখাইন রাজ্যের মংডুতে পুলিশ ফাঁড়ি দখল এবং ১৯ পুলিশ কর্মকর্তা নিহতের জেরে সীমান্ত এলাকায় বিমান হামলা শুরু করেছে মিয়ানমার বাহিনী। গত সপ্তাহে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায় আরকান আর্মির সশস্ত্র সদস্যরা। সেখানে থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম লুট করে তারা। সেই সঙ্গে ১৯ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে প্রচন্ড গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও হেলিকপ্টার থেকে ফায়ারিংয়ের প্রচন্ড আওয়াজ সীমান্ত সংলগ্ন বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের রেজু, তমব্রু ও কোণারপাড়া এলাকার মাটি কাঁপিয়ে তুলছে। জিরো লাইনের কাছাকাছি কোণারপাড়া রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে চার হাজার রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারের বাহিনীর হামলার আশঙ্কায় ভুগছে তারা। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সাংঘর্ষিক অবস্থান সে দেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের কিছু বলার নেই। কিন্তু বিদ্রোহীদের দমন অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে গোলাবর্ষণ নিঃসন্দেহে একটি উদ্বেগজনক খবর। এ বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র দফতরে ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে বিজেপির নজরদারি। আমরা আশা করব দুই প্রতিবেশী দেশের সুসম্পর্কের স্বার্থে যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকান্ড থেকে মিয়ানমার বিরত থাকবে।
শিরোনাম
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন
- মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা সিলেটে যাচ্ছেন কাল
- চিঠিতে সই ট্রাম্পের, ১২ দেশের ওপর আসছে নতুন শুল্ক
মিয়ানমারে গোলাগুলি
বাংলাদেশকে সতর্ক থাকতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর