বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অর্থনীতিতে সুসংবাদ

মন্দা মোকাবিলায় সফল হবে বাংলাদেশ

বিশ্বমন্দা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতার সুসংবাদ মিলেছে দেশি অর্থনীতির সার্বিক চিত্রে। বৈশ্বিক মন্দার দুঃসময়েও দেশের বৈদেশিক মুদ্রা আয়ের পালে হাওয়া লেগেছে। রপ্তানি আয়ে পরপর দুই মাস অর্জিত হয়েছে রেকর্ড আয়। গত নভেম্বরে প্রথমবারের মতো ৫০৯ কোটি ডলার আয়ের মাইলফলক অর্জন করে। সেই রেকর্ড ভেঙে ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছে ৫৩৬ কোটি ডলারের বেশি। নভেম্বরে ১৫৯ কোটি ৪৭ লাখ ডলারের পর ডিসেম্বর মাসে আরও ১৭০ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ দুই খাতে বৈদেশিক মুদ্রা আয়ে ঊর্ধ্বগতির পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমতে শুরু করেছে। বিদায়ী ২০২২ সালে প্রায় ১১ লাখ বাংলাদেশি নতুন চাকরি নিয়ে বিদেশে গেছেন। এই বিপুলসংখ্যক প্রবাসী দেশে রেমিট্যান্স পাঠানো শুরু করলে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়বে। চার মাস ধরেই মূল্যস্ফীতি কমছে, যা হতাশার মধ্যে আশার আলো জ্বালিয়েছে। ২০২২-২৩ অর্থবছরের জুলাই-নভেম্বরে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এ পাঁচ মাসে বাংলাদেশ রপ্তানির চেয়ে ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করেছে। অবশ্য আগের ২০২১-২২ অর্থবছরের এ পাঁচ মাসে বাণিজ্য ঘাটতির পরিমাণ এর চেয়ে বেশি ছিল, ১২ দশমিক ৬০ বিলিয়ন ডলার। অর্থনীতির জন্য আরেকটি সুসংবাদ- মূল্যস্ফীতির পারদ এখন নিচে নামছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ তথ্যে বলা হয়েছে, সদ্যসমাপ্ত ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে। গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। এর আগে নভেম্বরে ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ এবং অক্টোবরে ৮ দশমিক ৯১ শতাংশ। মূল্যস্ফীতি কমলে সাধারণ মানুষের জীবনযাপনে সুফল অনুভূত হয়। মানুষের ক্রয়ক্ষমতা কিছুটা হলেও বাড়ে। মন্দা মোকাবিলায় সরকার পতিত জমি চাষে উৎসাহ জোগাচ্ছে। এর ফলে চলতি বছর রেকর্ড পরিমাণ খাদ্য উৎপাদনের আশা করা হচ্ছে। দেশের অর্থনীতি বাড়তি খাদ্য আমদানির বিপদ থেকে রক্ষা পাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর