দেশে ব্যাঙের ছাতার মতো দ্রুতলয়ে বাড়ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। পাবলিক আর প্রাইভেট মিলে এ মুহূর্তে দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। শিক্ষিত বেকার উৎপাদনে ভূমিকা রাখছে উভয় ধরনের বিশ্ববিদ্যালয়। তারপরও আরও নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে নতুন বিশ্ববিদ্যালয় হলে মোট সংখ্যা দাঁড়াবে ৬২টিতে। অথচ বিদ্যমান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্যার অন্ত নেই। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। একের পর এক বিশ্ববিদ্যালয় গড়ে উঠলেও গুণগত মান রক্ষা করা হচ্ছে না। বোদ্ধাজনদের মতে, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানো সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। পরিকল্পনা ছাড়াই অনেক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে সক্ষমতা না থাকলেও নতুন নতুন বিভাগ খোলা হচ্ছে। ফলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার ক্ষেত্রেও অনীহা লক্ষ্য করা যাচ্ছে। ইউজিসির বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণায় কোনো বরাদ্দ রাখেনি। আর ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক বছরে কোনো প্রকাশনা ছিল না। নানা সূচকে পিছিয়ে থাকায় আন্তর্জাতিক র্যাংকিংয়েও পিছিয়ে থাকছে এ দেশের বিশ্ববিদ্যালয়গুলো। উপাচার্য ও শিক্ষকরা শিক্ষক রাজনীতিতে জড়িয়ে পড়ছেন ব্যাপকভাবে। তাদের কথাবার্তা ও চালচলনে দলবাজির মনোভাব রাজনৈতিক কর্মীদের জন্যও লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষা বিস্তারে খোলা হলেও মাত্র ৩-৪টি বাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য দুই হাতে ব্যবসা করা। ফলে দুনিয়ার ৮০০ সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম। এটি বাংলাদেশের উচ্চশিক্ষার মান কোন পর্যায়ে তারই প্রতিবিম্ব। এ ব্যাপারে কর্তাব্যক্তিরা সচেতন না হলে বিশ্ববিদ্যালয় নৈরাজ্যের ইতি ঘটবে না।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা