নকল, ভেজাল শুধু নয়, হাসপাতাল ও ক্লিনিকের সরকারি ওষুধ অবাধে বিক্রি হয় দেশের ওষুধের দোকানগুলোতে। পুরান ঢাকার মিটফোর্ডের পাইকারি দোকান থেকে এসব ওষুধ সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ সারা দেশে। দাম অনেক সস্তা হওয়ায় ওষুধ ব্যবসায়ীরা জেনেশুনে কেনেন নকল ওষুধ। নকল, ভেজাল ওষুধের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চালানো হলেও এ বিষয়ে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ এতই সীমিত যে, তা অসৎ ব্যবসায়ীদের মনে ভয় ঢুকাতে ব্যর্থ হয়। গত বুধ ও বৃহস্পতিবার নকল, ভেজাল ও সরকারি ওষুধ রাখায় পুরান ঢাকার মিটফোর্ডের বিভিন্ন ফার্মেসিকে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ। টানা ১৫ ঘণ্টা অভিযানের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। পাইকারি ওষুধের দোকানগুলোয় বুধবার দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়। চলে ভোর পর্যন্ত। অভিযানে সহযোগিতা করে র্যাব-১০। মিটফোর্ডের পাইকারি ওষুধের দোকানে নকল ওষুধের বিরুদ্ধে যে অভিযান চালানো হয়েছে সেদিকে নজর দিলে স্পষ্ট হয় যে তাদের অপরাধের তুলনায় শাস্তি একেবারেই নগণ্য। মানুষ জীবন বাঁচাতে ওষুধ ব্যবহার করে। সে ওষুধ যদি নকল ও ভেজাল হয় তবে তা জীবনহানির কারণ ঘটায়। মিটফোর্ডের ওষুধ ব্যবসায়ীরা সরাসরি ওষুধ কোম্পানির কাছ থেকে ওষুধ কেনেন। যারা ভেজাল ওষুধ তৈরি করে তাদের কাছ থেকেও ওষুধ কেনা হয় জেনেশুনে। ফলে নকল, ভেজাল ওষুধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ‘চোর ও পুলিশের’ খেলা চলতেই থাকবে। কোনো ফার্মেসিতে নকল ভেজাল ওষুধ ধরা পড়লে লাইসেন্স বাতিল এবং মালিকসহ বিক্রেতাকে গ্রেফতার করা ছাড়া এ ধরনের অভিযান কোনো কাজে আসবে না। মানুষের জীবন নিয়ে খেলা করে নকল ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িতরা। এ ধরনের অপরাধীর সর্বোচ্চ শাস্তিসহ আইন প্রণয়নও সময়ের দাবি।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
নকল ভেজাল ওষুধ
অপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রাপ্য
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর