বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানা এখন বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানা পেয়েছে এই স্বীকৃতি। শুধু প্রথম স্থান অধিকারই নয়, বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ১০টি কারখানার ৮টিই বাংলাদেশের। বেশ কয়েকটি পোশাক কারখানায় দুর্ঘটনার পর বহির্বিশ্বে বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। গত এক যুগে পোশাকশিল্পসহ কলকারখানার উন্নয়নে ব্যাপক অগ্রগতি ঘটেছে। পরিবেশবান্ধব পোশাক কারখানার দিক থেকে এখন সারা বিশ্বে বাংলাদেশই এগিয়ে। এ অর্জন সম্ভব হয়েছে সরকার ও দেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা এবং প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোগের কারণে। পোশাক খাতের কিছু অনাকাক্সিক্ষত দুর্ঘটনার পর এ শিল্প পুনর্গঠনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়। গত এক যুগে সরকারের উৎসাহ, উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং পোশাক ক্রেতাদের সহায়তায় বাংলাদেশের পোশাকশিল্প নিরাপদ শিল্প হিসেবে এখন বিশ্বে রোল মডেল অবস্থান তৈরি করেছে। পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ শিল্পের উদ্যোক্তারা আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যকে দেওয়া জিএসপি সুবিধা বন্ধ করার পর দেশের পোশাকশিল্পের অস্তিত্ব নিয়ে সংশয় সৃষ্টি হলেও সে সংশয় পাশ কাটিয়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শুধু এগিয়েছে। জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এক যুগে বাংলাদেশের রপ্তানি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক যুগের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় তিনগুণ। পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সারা বিশ্বে প্রথম স্থানে থাকলেও জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হবে কি না সে বিষয়ে আভাস মেলেনি কোনো পক্ষ থেকে। শ্রম পরিবেশ উন্নয়নে জিএসপি সুবিধা শুধু ফিরিয়ে দেওয়া নয়, বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও উন্নত বিশ্বের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন