বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানা এখন বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানা পেয়েছে এই স্বীকৃতি। শুধু প্রথম স্থান অধিকারই নয়, বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ১০টি কারখানার ৮টিই বাংলাদেশের। বেশ কয়েকটি পোশাক কারখানায় দুর্ঘটনার পর বহির্বিশ্বে বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। গত এক যুগে পোশাকশিল্পসহ কলকারখানার উন্নয়নে ব্যাপক অগ্রগতি ঘটেছে। পরিবেশবান্ধব পোশাক কারখানার দিক থেকে এখন সারা বিশ্বে বাংলাদেশই এগিয়ে। এ অর্জন সম্ভব হয়েছে সরকার ও দেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা এবং প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোগের কারণে। পোশাক খাতের কিছু অনাকাক্সিক্ষত দুর্ঘটনার পর এ শিল্প পুনর্গঠনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়। গত এক যুগে সরকারের উৎসাহ, উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং পোশাক ক্রেতাদের সহায়তায় বাংলাদেশের পোশাকশিল্প নিরাপদ শিল্প হিসেবে এখন বিশ্বে রোল মডেল অবস্থান তৈরি করেছে। পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ শিল্পের উদ্যোক্তারা আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যকে দেওয়া জিএসপি সুবিধা বন্ধ করার পর দেশের পোশাকশিল্পের অস্তিত্ব নিয়ে সংশয় সৃষ্টি হলেও সে সংশয় পাশ কাটিয়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শুধু এগিয়েছে। জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এক যুগে বাংলাদেশের রপ্তানি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক যুগের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় তিনগুণ। পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সারা বিশ্বে প্রথম স্থানে থাকলেও জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হবে কি না সে বিষয়ে আভাস মেলেনি কোনো পক্ষ থেকে। শ্রম পরিবেশ উন্নয়নে জিএসপি সুবিধা শুধু ফিরিয়ে দেওয়া নয়, বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও উন্নত বিশ্বের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পোশাকশিল্পের পরিবেশ
জিএসপি সুবিধা ফেরত দেওয়া হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর