বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব কারখানা এখন বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানা পেয়েছে এই স্বীকৃতি। শুধু প্রথম স্থান অধিকারই নয়, বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব ১০টি কারখানার ৮টিই বাংলাদেশের। বেশ কয়েকটি পোশাক কারখানায় দুর্ঘটনার পর বহির্বিশ্বে বাংলাদেশের পোশাকশিল্পের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বন্ধ করে দেয়। গত এক যুগে পোশাকশিল্পসহ কলকারখানার উন্নয়নে ব্যাপক অগ্রগতি ঘটেছে। পরিবেশবান্ধব পোশাক কারখানার দিক থেকে এখন সারা বিশ্বে বাংলাদেশই এগিয়ে। এ অর্জন সম্ভব হয়েছে সরকার ও দেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা এবং প্রবল ইচ্ছাশক্তি ও উদ্যোগের কারণে। পোশাক খাতের কিছু অনাকাক্সিক্ষত দুর্ঘটনার পর এ শিল্প পুনর্গঠনের চ্যালেঞ্জ সৃষ্টি হয়। গত এক যুগে সরকারের উৎসাহ, উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং পোশাক ক্রেতাদের সহায়তায় বাংলাদেশের পোশাকশিল্প নিরাপদ শিল্প হিসেবে এখন বিশ্বে রোল মডেল অবস্থান তৈরি করেছে। পরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এ শিল্পের উদ্যোক্তারা আমূল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যকে দেওয়া জিএসপি সুবিধা বন্ধ করার পর দেশের পোশাকশিল্পের অস্তিত্ব নিয়ে সংশয় সৃষ্টি হলেও সে সংশয় পাশ কাটিয়ে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শুধু এগিয়েছে। জিএসপি সুবিধা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এক যুগে বাংলাদেশের রপ্তানি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক যুগের ব্যবধানে রপ্তানি বেড়েছে প্রায় তিনগুণ। পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সারা বিশ্বে প্রথম স্থানে থাকলেও জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হবে কি না সে বিষয়ে আভাস মেলেনি কোনো পক্ষ থেকে। শ্রম পরিবেশ উন্নয়নে জিএসপি সুবিধা শুধু ফিরিয়ে দেওয়া নয়, বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও উন্নত বিশ্বের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল