বায়ুদূষণের দিক থেকে সারা দুনিয়ায় কালো এলাকা হিসেবে বিবেচিত দক্ষিণ এশিয়া উপমহাদেশ। পৃথিবীর সবচেয়ে ১০টি বায়ুদূষণের শহরের ৯টিই দক্ষিণ এশিয়ায়। আর বাংলাদেশ বায়ুদূষণের দিক থেকে সত্যিকারভাবেই অধঃপতিত অবস্থায়। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা যেমন বিশ্বের সবচেয়ে বায়ুদূষিত ১০টি শহরের একটি তেমন বাংলাদেশের মোট অকালমৃত্যুর প্রায় ২০ শতাংশই ঘটছে বায়ুদূষণের কারণে। দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে প্রতি বছর আনুমানিক ২ কোটি লোকের অকালমৃত্যু হয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ ছাড়া, দূষণে আক্রান্ত হয়ে নানান ধরনের শারীরিক জটিলতায় ভোগেন এ অঞ্চলের মানুষ। বায়ুদূষণের কারণে স্থবিরতা ও স্নায়ুবিক বিকাশ হ্রাস, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ দীর্ঘস্থায়ী নানান রোগ দেখা দেয় শিশুদের মধ্যে। এতে বেড়ে যায় স্বাস্থ্যসেবার ব্যয়, যা দীর্ঘমেয়াদে দেশের উৎপাদনশীলতা কমানোর পাশাপাশি মানুষের কর্মক্ষমতাও হ্রাস করে। এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের ভাষ্য, বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বড় ধরনের প্রভাব ফেলে। তবে প্রতিশ্রুতি, যথাযথ পদক্ষেপ ও নীতির মাধ্যমে বায়ুদূষণ মোকাবিলা করা সম্ভব। বাংলাদেশ ইতোমধ্যে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধি অনুমোদনসহ বায়ুর গুণমানের উন্নতি সাধনে পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষণমূলক কাজ এবং নতুন বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশকে বায়ুদূষণ কমাতে সাহায্য করে যাচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ এ অঞ্চলের বায়ুর গুণমান উন্নত করতে দেশ ও জেলা পর্যায়ে বেশ কিছু নীতি গ্রহণ করেছে; তবে যেহেতু বায়ুদূষণ একটি আন্তসীমান্ত সমস্যা, তাই দেশভিত্তিক পদক্ষেপের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে সমন্বিতভাবে আন্তসীমান্ত পদক্ষেপ নিয়ে একযোগে কাজ করতে হবে। বায়ুদূষণ সম্পর্কে বিশ্বব্যাংকের প্রতিবেদন দেশের মানুষই শুধু নয়, নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত ক্ষেত্রে অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। দূষণ প্রতিরোধে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’