সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশিসহ ২৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। হতাহতরা কাসিম প্রদেশ থেকে ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে যাচ্ছিলেন। আল-এখবারিয়া টিভি চ্যানেল জানায়, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। রেড ক্রিসেন্টসহ জরুরি সংস্থাগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসির প্রদেশে সংঘটিত দুর্ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যান এবং হজের যখন আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল। রাষ্ট্রীয় আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ৪৯ জন হতাহত হয়েছেন। চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায়, ‘গাড়ির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে। বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন। পবিত্র মক্কায় মাহে রমজান উপলক্ষে প্রতি বছর ওমরাহ পালনকারীর সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। সারা বছর ওমরাহ পালনের সুযোগ থাকলেও রমজানে লাখ লাখ মানুষ ওমরাহ পালনের জন্য যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের ১৩ জনের প্রাণহানি নিহতদের পরিবারই শুধু নয়, সারা দেশের জনমনে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। নিহত বাংলাদেশিদের প্রায় সবাই বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বাসিন্দা। সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের বাসটির ব্রেক কাজ না করায় সেতুর ওপর দিয়ে চলার সময় রেলিং ভেঙে নিচে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। আহতের মধ্যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মর্মবেদনা সহজেই অনুমেয়। আমরা আশা করব, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে জন্য করণীয় সব উদ্যোগই নেবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা