সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশিসহ ২৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। হতাহতরা কাসিম প্রদেশ থেকে ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে যাচ্ছিলেন। আল-এখবারিয়া টিভি চ্যানেল জানায়, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। রেড ক্রিসেন্টসহ জরুরি সংস্থাগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসির প্রদেশে সংঘটিত দুর্ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যান এবং হজের যখন আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল। রাষ্ট্রীয় আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ৪৯ জন হতাহত হয়েছেন। চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায়, ‘গাড়ির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে। বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন। পবিত্র মক্কায় মাহে রমজান উপলক্ষে প্রতি বছর ওমরাহ পালনকারীর সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। সারা বছর ওমরাহ পালনের সুযোগ থাকলেও রমজানে লাখ লাখ মানুষ ওমরাহ পালনের জন্য যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের ১৩ জনের প্রাণহানি নিহতদের পরিবারই শুধু নয়, সারা দেশের জনমনে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। নিহত বাংলাদেশিদের প্রায় সবাই বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বাসিন্দা। সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের বাসটির ব্রেক কাজ না করায় সেতুর ওপর দিয়ে চলার সময় রেলিং ভেঙে নিচে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। আহতের মধ্যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মর্মবেদনা সহজেই অনুমেয়। আমরা আশা করব, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে জন্য করণীয় সব উদ্যোগই নেবে।
শিরোনাম
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
- ঢাকার প্রতিটি থানা হবে জনগণের: ডিআইজি রেজাউল
- তিন দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা শাহবাগে
- মন্সিগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৪
সৌদিতে বাস দুর্ঘটনা
বাংলাদেশিদের লাশ দেশে আনার উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর