সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশিসহ ২৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। হতাহতরা কাসিম প্রদেশ থেকে ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে যাচ্ছিলেন। আল-এখবারিয়া টিভি চ্যানেল জানায়, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। রেড ক্রিসেন্টসহ জরুরি সংস্থাগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসির প্রদেশে সংঘটিত দুর্ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যান এবং হজের যখন আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল। রাষ্ট্রীয় আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ৪৯ জন হতাহত হয়েছেন। চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায়, ‘গাড়ির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে। বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন। পবিত্র মক্কায় মাহে রমজান উপলক্ষে প্রতি বছর ওমরাহ পালনকারীর সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। সারা বছর ওমরাহ পালনের সুযোগ থাকলেও রমজানে লাখ লাখ মানুষ ওমরাহ পালনের জন্য যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের ১৩ জনের প্রাণহানি নিহতদের পরিবারই শুধু নয়, সারা দেশের জনমনে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। নিহত বাংলাদেশিদের প্রায় সবাই বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বাসিন্দা। সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের বাসটির ব্রেক কাজ না করায় সেতুর ওপর দিয়ে চলার সময় রেলিং ভেঙে নিচে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। আহতের মধ্যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মর্মবেদনা সহজেই অনুমেয়। আমরা আশা করব, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে জন্য করণীয় সব উদ্যোগই নেবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল