সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশিসহ ২৫ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন। হতাহতরা কাসিম প্রদেশ থেকে ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশে যাচ্ছিলেন। আল-এখবারিয়া টিভি চ্যানেল জানায়, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। রেড ক্রিসেন্টসহ জরুরি সংস্থাগুলো দ্রুত দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসির প্রদেশে সংঘটিত দুর্ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যান এবং হজের যখন আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল। রাষ্ট্রীয় আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ৪৯ জন হতাহত হয়েছেন। চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায়, ‘গাড়ির সমস্যা’ হয়েছিল। তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছে। বাসটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও চারজন আহত হয়েছিলেন। পবিত্র মক্কায় মাহে রমজান উপলক্ষে প্রতি বছর ওমরাহ পালনকারীর সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। সারা বছর ওমরাহ পালনের সুযোগ থাকলেও রমজানে লাখ লাখ মানুষ ওমরাহ পালনের জন্য যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশের ১৩ জনের প্রাণহানি নিহতদের পরিবারই শুধু নয়, সারা দেশের জনমনে গভীর শোকের ছায়া বিস্তার করেছে। নিহত বাংলাদেশিদের প্রায় সবাই বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বাসিন্দা। সৌদি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ওমরাহ পালনকারীদের বাসটির ব্রেক কাজ না করায় সেতুর ওপর দিয়ে চলার সময় রেলিং ভেঙে নিচে গভীর খাদে পড়ে আগুন ধরে যায়। আহতের মধ্যে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের স্বজনদের মর্মবেদনা সহজেই অনুমেয়। আমরা আশা করব, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে জন্য করণীয় সব উদ্যোগই নেবে।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত