বাজারে পিঁয়াজ আদা ও রসুনের গায়ে যেন আগুন লেগেছে। মহাবিক্রমে দাম বেড়েছে এসব নিত্যপণ্যের। রোজার সময় সাধারণত পিঁয়াজের দাম থাকে ঊর্ধ্বমুখী। এ বছরের রোজায় এ পণ্যটির দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। হঠাৎ দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। রসুনের দামও বেড়েছে বেপরোয়াভাবে। প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। এক কোয়ার দেশি রসুনের দাম প্রতি কেজি ৩০০ টাকা। দেশি আদার দাম এখন প্রতি কেজি ২৮০ টাকা। গত বছর এ সময়ে যার দাম ছিল ৪০ টাকা কেজি। আরেকটি গুরুত্বপূর্ণ মসলা জিরার কেজি এখন সাড়ে ৮০০ টাকা। গত বছর এ সময়ে যার দাম ছিল ৪০০ থেকে ৪৫০ টাকা। হঠাৎ পিঁয়াজ রসুন আদা জিরার দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের উৎকণ্ঠা বাড়িয়েছে। প্রতিটি পণ্যের দাম পাল্লা দিয়ে বাড়ায় মানুষ চোখে শর্ষে ফুল দেখছে। কাঁচা মরিচের কেজি এখন ১৬০ টাকায় ঠেকেছে। শুকনো মরিচের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা। ডিম দুধ মাছ তরিতরকারি মাংস সবকিছুর দাম চলে যাচ্ছে মানুষের নাগালের বাইরে। ব্যবসায়ীদের বক্তব্য, এ বছর খরার কারণে মরিচের উৎপাদন অর্ধেকেরও কম। রসুন ও আদার উৎপাদনও মার খেয়েছে। আমদানি বন্ধ থাকায় সন্তোষজনক উৎপাদন হওয়া সত্ত্বেও পিঁয়াজের দাম ক্রমান্বয়ে বাড়ছে। আলুর দাম বেড়েছে এক মাসের ব্যবধানে দ্বিগুণ। নিত্যপণ্যের মূল্য বেপরোয়াভাবে বাড়লেও সাধারণ মানুষের আয় না বাড়ায় তারা পড়েছেন বিপাকে। ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেলের দাম। প্রতি কেজি চিনির দাম ১৬ টাকা বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে এমন খবর বেরিয়েছে পত্রিকান্তরে। তবে তার আগেই সরকার নির্ধারিত বর্তমান দামের চেয়ে কেজিপ্রতি ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। দেশের মানুষের আস্থা ধরে রাখতে কীভাবে মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়াকে থামানো যায় সরকারকে তৎপর হতে হবে নিজেদের স্বার্থেই।
শিরোনাম
- চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
এ প্রবণতা রুখতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর