ক্যান্সার সারা দুনিয়ার মতো বাংলাদেশেও ঘাতক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাধীনতার পর গত পাঁচ দশকে স্বাস্থ্য খাতের দৃষ্টিকাড়া উন্নতি হলেও স্বীকার করতে হবে চিকিৎসা সক্ষমতার দিক থেকে এখনো কাক্সিক্ষত সাফল্য অর্জিত হয়নি। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় রয়েছে প্রকট সংকট। গত সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্যান্সার স্টাডি গ্রুপ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ সম্পর্কে যে তথ্যউপাত্ত উত্থাপন করা হয়েছে তা উদ্বেগের। দেশে প্রতি বছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ প্রতি ১০ হাজার ক্যান্সার রোগীকে সেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র একটি ক্যান্সার সেন্টার। জনবল ও অবকাঠামো সংকটে আক্রান্ত এক লাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। দেশে এ পর্যন্ত ২৯ হাজার মানুষ মারা গেছে করোনা মহামারিতে। অথচ ক্যান্সারে মারা গেছে সাড়ে ৪ লাখের বেশি। শহরে ক্যান্সার শনাক্ত বেশি হলেও মৃত্যু কম। কিন্তু গ্রামে শনাক্ত কম হলেও মৃত্যু হার বেশি। গ্রামের রোগী জানে না আক্রান্ত হলে কোথায় যেতে হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় রয়েছে জনবল এবং অবকাঠামোর সংকট। দেশে রেডিয়েশন অনকোলজিস্ট মাত্র ২০৩ জন, মেডিকেল অনকোলজিস্ট ৩০ জন। জনবল এবং অবকাঠামোর সংকটে প্রায় ১ লাখ ক্যান্সার রোগী চিকিৎসা পাচ্ছেন না। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও ক্যান্সার আক্রান্তের হার বেশি। বাংলাদেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্তের হার ১০৬ দশমিক ২, ভারতে ৯৭ দশমিক ১, নেপালে ৮০ দশমিক ৯, পাকিস্তানে ১১০ দশমিক ৪, মিয়ানমারে ১৩৬ দশমিক ৮। এ দুরারোগ্য রোগের চিকিৎসায় দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে। প্রতি বছর ৫ লাখ মানুষ স্বাস্থ্যসেবা ব্যয়ের কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। অনেক সম্পন্ন পরিবার সর্বস্ব হারিয়েছে পরিবারপ্রধান ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে। ক্যান্সারের চিকিৎসা যেহেতু ব্যয়বহুল সেহেতু আক্রান্তদের পাশে সরকার কীভাবে দাঁড়াতে পারে সে ব্যাপারে ভাবতে হবে। নিতে হবে ফলপ্রসূ পরিকল্পনা। ধূমপান ও তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার।
শিরোনাম
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
ঘাতক ব্যাধি ক্যান্সার
আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর