ক্যান্সার সারা দুনিয়ার মতো বাংলাদেশেও ঘাতক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাধীনতার পর গত পাঁচ দশকে স্বাস্থ্য খাতের দৃষ্টিকাড়া উন্নতি হলেও স্বীকার করতে হবে চিকিৎসা সক্ষমতার দিক থেকে এখনো কাক্সিক্ষত সাফল্য অর্জিত হয়নি। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় রয়েছে প্রকট সংকট। গত সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্যান্সার স্টাডি গ্রুপ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ সম্পর্কে যে তথ্যউপাত্ত উত্থাপন করা হয়েছে তা উদ্বেগের। দেশে প্রতি বছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ প্রতি ১০ হাজার ক্যান্সার রোগীকে সেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র একটি ক্যান্সার সেন্টার। জনবল ও অবকাঠামো সংকটে আক্রান্ত এক লাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। দেশে এ পর্যন্ত ২৯ হাজার মানুষ মারা গেছে করোনা মহামারিতে। অথচ ক্যান্সারে মারা গেছে সাড়ে ৪ লাখের বেশি। শহরে ক্যান্সার শনাক্ত বেশি হলেও মৃত্যু কম। কিন্তু গ্রামে শনাক্ত কম হলেও মৃত্যু হার বেশি। গ্রামের রোগী জানে না আক্রান্ত হলে কোথায় যেতে হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় রয়েছে জনবল এবং অবকাঠামোর সংকট। দেশে রেডিয়েশন অনকোলজিস্ট মাত্র ২০৩ জন, মেডিকেল অনকোলজিস্ট ৩০ জন। জনবল এবং অবকাঠামোর সংকটে প্রায় ১ লাখ ক্যান্সার রোগী চিকিৎসা পাচ্ছেন না। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও ক্যান্সার আক্রান্তের হার বেশি। বাংলাদেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্তের হার ১০৬ দশমিক ২, ভারতে ৯৭ দশমিক ১, নেপালে ৮০ দশমিক ৯, পাকিস্তানে ১১০ দশমিক ৪, মিয়ানমারে ১৩৬ দশমিক ৮। এ দুরারোগ্য রোগের চিকিৎসায় দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে। প্রতি বছর ৫ লাখ মানুষ স্বাস্থ্যসেবা ব্যয়ের কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। অনেক সম্পন্ন পরিবার সর্বস্ব হারিয়েছে পরিবারপ্রধান ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে। ক্যান্সারের চিকিৎসা যেহেতু ব্যয়বহুল সেহেতু আক্রান্তদের পাশে সরকার কীভাবে দাঁড়াতে পারে সে ব্যাপারে ভাবতে হবে। নিতে হবে ফলপ্রসূ পরিকল্পনা। ধূমপান ও তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা