ক্যান্সার সারা দুনিয়ার মতো বাংলাদেশেও ঘাতক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাধীনতার পর গত পাঁচ দশকে স্বাস্থ্য খাতের দৃষ্টিকাড়া উন্নতি হলেও স্বীকার করতে হবে চিকিৎসা সক্ষমতার দিক থেকে এখনো কাক্সিক্ষত সাফল্য অর্জিত হয়নি। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় রয়েছে প্রকট সংকট। গত সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্যান্সার স্টাডি গ্রুপ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ সম্পর্কে যে তথ্যউপাত্ত উত্থাপন করা হয়েছে তা উদ্বেগের। দেশে প্রতি বছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ প্রতি ১০ হাজার ক্যান্সার রোগীকে সেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র একটি ক্যান্সার সেন্টার। জনবল ও অবকাঠামো সংকটে আক্রান্ত এক লাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না। দেশে এ পর্যন্ত ২৯ হাজার মানুষ মারা গেছে করোনা মহামারিতে। অথচ ক্যান্সারে মারা গেছে সাড়ে ৪ লাখের বেশি। শহরে ক্যান্সার শনাক্ত বেশি হলেও মৃত্যু কম। কিন্তু গ্রামে শনাক্ত কম হলেও মৃত্যু হার বেশি। গ্রামের রোগী জানে না আক্রান্ত হলে কোথায় যেতে হবে। ক্যান্সার রোগীদের চিকিৎসায় রয়েছে জনবল এবং অবকাঠামোর সংকট। দেশে রেডিয়েশন অনকোলজিস্ট মাত্র ২০৩ জন, মেডিকেল অনকোলজিস্ট ৩০ জন। জনবল এবং অবকাঠামোর সংকটে প্রায় ১ লাখ ক্যান্সার রোগী চিকিৎসা পাচ্ছেন না। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশেও ক্যান্সার আক্রান্তের হার বেশি। বাংলাদেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্তের হার ১০৬ দশমিক ২, ভারতে ৯৭ দশমিক ১, নেপালে ৮০ দশমিক ৯, পাকিস্তানে ১১০ দশমিক ৪, মিয়ানমারে ১৩৬ দশমিক ৮। এ দুরারোগ্য রোগের চিকিৎসায় দরিদ্র মানুষ আরও দরিদ্র হচ্ছে। প্রতি বছর ৫ লাখ মানুষ স্বাস্থ্যসেবা ব্যয়ের কারণে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। অনেক সম্পন্ন পরিবার সর্বস্ব হারিয়েছে পরিবারপ্রধান ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে। ক্যান্সারের চিকিৎসা যেহেতু ব্যয়বহুল সেহেতু আক্রান্তদের পাশে সরকার কীভাবে দাঁড়াতে পারে সে ব্যাপারে ভাবতে হবে। নিতে হবে ফলপ্রসূ পরিকল্পনা। ধূমপান ও তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও প্রাসঙ্গিকতার দাবিদার।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা