ডেঙ্গুর ভয়াল থাবা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সময়মতো মশা নিধনের ব্যর্থতায় জিম্মি হয়ে উঠেছে রাজধানীর দেড় কোটি মানুষ। ঢাকার বাইরেও থাবা বিস্তার করছে এডিস মশা নামের ভয়াবহ কীট। চট্টগ্রামে ড্রোন ব্যবহার করেও ঠেকানো যাচ্ছে না ডেঙ্গুর থাবা। ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশের সব বড় নগরীতেও কমবেশি ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জুলাইয়ের ১২ দিনেই মারা গেছেন ৪৩ জন। বুধবার সকাল পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। বৃহস্পতিবার সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯ জনে। এক দিনের ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে ২৭৮ জন। বৃহস্পতিবার সবচেয়ে বেশি ৪৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। অতিরিক্ত ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অনেক হাসপাতাল। ব্যাহত হচ্ছে অন্যান্য রোগের চিকিৎসা কার্যক্রম। কীটতত্ত্ববিদরা বলছেন, কোন এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে আসছেন তা হিসাব করলেই হটস্পটগুলো চিহ্নিত করা সম্ভব। বৃহস্পতিবার ঢাকার হাসপাতালগুলোতে ৭৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ৪৮৩। আশঙ্কা করা হচ্ছে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাসপাতালে ভর্তি হওয়া রোগীর চেয়ে কয়েকগুণ। মশা নিধনে কর্তৃপক্ষ ব্যর্থতার শিরোপা অর্জন করলেও উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। কোনো বাসগৃহে বালতি বা অন্য কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানা করে কৃতিত্ব দেখানো হচ্ছে। আমরা সুনিশ্চিতভাবে নাগরিক সচেতনতার পক্ষে। মশা নিধনে শুধু দুই সিটি কর্তৃপক্ষ নয়, নাগরিকদেরও সচেষ্টা হওয়াকে যৌক্তিক মনে করি। তবে যারা মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নিয়ে কুম্ভকর্ণের ঘুমে, তাদের অভিযান চালানোকে প্রহসন বলেই ভাবতে চাই। যা কোনোভাবেই বাঞ্ছিত নয়।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত