ব্যাংকে আমানতের হার বাড়তে শুরু করেছে এবং এটি অর্থনীতির জন্য একটি আশাজাগানিয়া ঘটনা। লাগামহীন মূল্যস্ফীতির কারণে সুদের হার কম হওয়ায় অনেকেই ব্যাংকে টাকা রাখাকে অলাভজনক বলে মনে করে তা অন্যত্র বিনিয়োগ করছিলেন। কিন্তু আমানতের লভ্যাংশের হার বৃদ্ধি করায় অনেকে এখন ব্যাংকে টাকা রাখা নিরাপদ মনে করছেন। বর্তমানে ব্যাংক আমানতের ওপর ৯ শতাংশ হারে লাভ দেওয়া হচ্ছে। আগে দেওয়া হতো ৬ শতাংশ। অথচ মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৭ শতাংশেরও ওপরে এর ফলে ব্যাংকে টাকা রেখে লাভবান হওয়ার বদলে লোকসানের কবলে পড়ছিল আমানতকারীরা। লভ্যাংশ বৃদ্ধি করায় সে লোকসানের কবল থেকে রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ব্যাংকের দিক থেকে মুখ ফেরানোর প্রবণতাও রোধ করা সম্ভব হবে। আমানতকারীদের ব্যাংকমুখী করতে চলতি বছরের জুলাইয়ে সুদহার বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতের সুদহার উঠেছে সাড়ে ৯ শতাংশে। এতে ব্যাংকে টাকা রাখতে আগ্রহ বাড়ছে গ্রাহকদের। আমানতকারীদের অভিমত, জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তার সঙ্গে তাল মিলিয়ে আমানতের সুদহার না বাড়ালে বেঁচে থাকা কঠিন হয়ে যেত। ঋণ এবং আমানতের সুদহার সমান তালে বাড়ানো উচিত। যে হারে ঋণের সুদ বৃদ্ধি পায়, সে হারে আমানতের সুদ বাড়ে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি। আগের মাস আগস্টে ছিল ১৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা। আর গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৯ শতাংশ। এ প্রবৃদ্ধিকে আরও বাড়াতে মূল্যস্ফীতি ঠেকানোর উদ্যোগ নিতে হবে। কারণ গত এক বছরে টাকার দাম ডলারের বিপরীতে হ্রাস পেয়েছে অন্তত ৩০ শতাংশ। এক বছর আগে ১ টাকায় যা কেনা যেত একই পরিমাণ পণ্য কিনতে অন্তত ৩০ শতাংশ বেশি লাগছে। যা অর্থনীতিকে বিশৃঙ্খল করে তুলছে। যা নিয়ন্ত্রণে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিকল্প নেই।
শিরোনাম
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
ব্যাংকে আমানত বাড়ছে
অর্থনীতির জন্য সুলক্ষণ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর