ব্যাংকে আমানতের হার বাড়তে শুরু করেছে এবং এটি অর্থনীতির জন্য একটি আশাজাগানিয়া ঘটনা। লাগামহীন মূল্যস্ফীতির কারণে সুদের হার কম হওয়ায় অনেকেই ব্যাংকে টাকা রাখাকে অলাভজনক বলে মনে করে তা অন্যত্র বিনিয়োগ করছিলেন। কিন্তু আমানতের লভ্যাংশের হার বৃদ্ধি করায় অনেকে এখন ব্যাংকে টাকা রাখা নিরাপদ মনে করছেন। বর্তমানে ব্যাংক আমানতের ওপর ৯ শতাংশ হারে লাভ দেওয়া হচ্ছে। আগে দেওয়া হতো ৬ শতাংশ। অথচ মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৭ শতাংশেরও ওপরে এর ফলে ব্যাংকে টাকা রেখে লাভবান হওয়ার বদলে লোকসানের কবলে পড়ছিল আমানতকারীরা। লভ্যাংশ বৃদ্ধি করায় সে লোকসানের কবল থেকে রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ব্যাংকের দিক থেকে মুখ ফেরানোর প্রবণতাও রোধ করা সম্ভব হবে। আমানতকারীদের ব্যাংকমুখী করতে চলতি বছরের জুলাইয়ে সুদহার বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতের সুদহার উঠেছে সাড়ে ৯ শতাংশে। এতে ব্যাংকে টাকা রাখতে আগ্রহ বাড়ছে গ্রাহকদের। আমানতকারীদের অভিমত, জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তার সঙ্গে তাল মিলিয়ে আমানতের সুদহার না বাড়ালে বেঁচে থাকা কঠিন হয়ে যেত। ঋণ এবং আমানতের সুদহার সমান তালে বাড়ানো উচিত। যে হারে ঋণের সুদ বৃদ্ধি পায়, সে হারে আমানতের সুদ বাড়ে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি। আগের মাস আগস্টে ছিল ১৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে আমানত বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা। আর গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় আমানতের প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৯ শতাংশ। এ প্রবৃদ্ধিকে আরও বাড়াতে মূল্যস্ফীতি ঠেকানোর উদ্যোগ নিতে হবে। কারণ গত এক বছরে টাকার দাম ডলারের বিপরীতে হ্রাস পেয়েছে অন্তত ৩০ শতাংশ। এক বছর আগে ১ টাকায় যা কেনা যেত একই পরিমাণ পণ্য কিনতে অন্তত ৩০ শতাংশ বেশি লাগছে। যা অর্থনীতিকে বিশৃঙ্খল করে তুলছে। যা নিয়ন্ত্রণে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিকল্প নেই।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
ব্যাংকে আমানত বাড়ছে
অর্থনীতির জন্য সুলক্ষণ
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর