বাংলাদেশে পিঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়িয়েছে গত মাসে। অথচ শায়েস্তা খান নয়, আমাদের জমানায় অনেকে চার দশক আগে পিঁয়াজ কিনেছেন ৫০ পয়সা কেজিতে। ওই সময় আলুর দামও ছিল প্রতি কেজি ৫০ পয়সা। যার দাম এখন ৬০ থেকে ৭০ টাকা। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের জন্য আকাশচুম্বী হলেও অসাধারণ যারা তাদের কাছে সবকিছুই যেন শায়েস্তা খানের আমলেই ঘুরপাক খাচ্ছে। সংসদ নির্বাচনে মন্ত্রী-এমপিরা তাদের সম্পদের যে হিসাব দিয়েছেন তাতে হয়তো হতবাক হননি নির্বাচন কমিশন। তাদের কেউ জমির বিঘা দেখিয়েছেন ১০০ টাকা। সোনার ভরি ৩০০ টাকা দেখিয়েও পার পেয়েছেন। হলফনামায় মাননীয় একজন মন্ত্রীর যুক্তরাজ্যে আটটি রিয়েল এস্টেট কোম্পানির মালিকানা ও ২ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য হলফনামায় প্রকাশ না করার বিষয়টি সারা দেশে আলোচনা হচ্ছে। শুধু এই মন্ত্রী নন, তার মতো অন্য মন্ত্রী-এমপিদের বড় অংশই হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন, যা ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করেছে। ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী ৫ একর জমির ওপর রাজপ্রাসাদের মতো বাগানবাড়ির তথ্য হলফনামায় গোপন করেছেন। এটির বাজারমূল্য ৫০০ কোটি টাকা বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এভাবেই অনেক মন্ত্রী, এমপি সম্পদের তথ্য গোপন করেছেন। রাজনীতি-বিশ্লেষকরা বলছেন, যারা অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন তারা বেপরোয়াভাবে তা অর্জন করেছেন। নির্বাচন কমিশন যদি এসব যাচাই-বাছাই করে দেখত যে প্রার্থী ভুল তথ্য দিয়েছেন, অথবা তথ্য গোপন করেছেন, এ কারণে যদি মনোনয়ন বাতিল করা হতো তবে তা একটি নজির হিসেবে বিবেচিত হতো। যারা মন্ত্রী-এমপি হয়ে লুটপাটে লিপ্ত হয়েছেন, তারা অন্তত পরবর্তীতে নির্বাচনে দাঁড়ানোর সাহস দেখাতেন না। কারণ হলফনামার বিষয়ে নির্বাচন কমিশন খোঁজখবর নিলে লুটপাটের খবর ফাঁস হয়ে যাবে- এই ভয়ে তারা নির্বাচন থেকে বিরত থাকতেন। দেশবাসীও রক্ষা পেতেন তাদের কবল থেকে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
শায়েস্তাখানি কাণ্ড
হলফনামার জারিজুরি ফাঁস
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর